Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গীতাঞ্জলির ব্রেইল সংস্করণ থেকে বইবাজার

বুধবার থেকে শুরু করে ১৬ অগস্ট পর্যন্ত বিশ্বভারতীতে চলবে নানা অনুষ্ঠান।

প্রস্তুতি: সঙ্গীতভবনে বৃক্ষরোপণের মহড়া। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

প্রস্তুতি: সঙ্গীতভবনে বৃক্ষরোপণের মহড়া। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

দেবস্মিতা চট্টোপাধ্যায়
শান্তিনিকেতন শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০১:২৮
Share: Save:

ফি বছরের মতো আজ, বুধবার সূচি মেনে কবির প্রয়াণ দিবস পালিত হবে বিশ্বভারতীতে। গৌরপ্রাঙ্গণে বৈতালিক, উপাসনা গৃহে উপাসনা, রবীন্দ্রভবনে পুস্তক প্রকাশ, নবনির্মিত বাংলাদেশ ভবনে বিকেলে বৃক্ষরোপণ, সন্ধ্যাবেলায় লিপিকা প্রেক্ষাগৃহে স্মরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রয়াণ দিবস উদযাপন শেষ হবে। আজ, বুধবার থেকে শুরু করে ১৬ অগস্ট পর্যন্ত বিশ্বভারতীতে চলবে নানা অনুষ্ঠান।

এক গুচ্ছ বই প্রকাশ

রবীন্দ্রভবনে বেশ কয়েকটি বই প্রকাশিত হবে। বিশ্বভারতী সূত্রের খবর, তার অন্যতম হল গীতাঞ্জলির ‘ব্রেইল সংস্করণ’। দৃষ্টিহীন পড়ুয়াদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে বিশ্বভারতীর গ্রন্থণ বিভাগ। পরে ‘রবীন্দ্র পরিচয়’ বইটির বাংলা ও ইংরেজিতে ব্রেইল সংস্করণ প্রকাশ করবে গ্রন্থণবিভাগ। রবীন্দ্রভবনের প্রাক্তন কিউরেটর গৌরচন্দ্র সাহার চেষ্টায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রায় সাত হাজার পাঁচশো চিঠি সম্বলিত ‘রবীন্দ্রপত্র প্রভাব ও তথ্যপঞ্জি কালানুক্রমিক’ বইটি প্রকাশিত হবে। পাঠভবনের ‘আমাদের কথা’, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটির প্রকাশিত স্বয়ং কবিগুরু ব্যক্তিগত ভাবে গীতাঞ্জলির যে সংস্করণটি ব্যবহার করতেন, সেটিরও প্রতিলিপি প্রকাশিত হবে। ১৯৭২ সালে প্রথম মুদ্রিত ‘পূর্ব বাংলার গল্প’ বইটি পুনঃপ্রকাশিত হবে। সমস্ত বই প্রকাশ পাবে রবীন্দ্রভবনে।

ফুলমালা ডোরে

২২ শ্রাবণের প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘ফুলমালা ডোরে’। প্রদর্শিত হবে রবীন্দ্রভবনে। কবিগুরুকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রদত্ত শংসাপত্র, তাঁর ঠিকুজি ও নিমতলা শ্মশান প্রদত্ত নথি, লর্ড হার্ডিঞ্জের চিঠিতে নাইটহুড প্রাপ্তির সংবাদ, শংসাপত্র ও পদকের ছবি সহ বাছাই করা মোট ২৬টি শংসাপত্র জায়গা পেয়েছে এ বারের প্রদর্শনীতে।

বৃক্ষরোপণ

এ বছর বৃক্ষরোপণ হবে নবনির্মিত বাংলাদেশ ভবনে। গত ২৫ মে বিশ্বভারতীর বার্ষিক সমাবর্তনের দিনেই এই ভবনের উদ্বোধন হয়েছে। প্রাধান্য দিতে তাই এ বারে বৃক্ষরোপণ অনুষ্ঠানটি বাংলাদেশ ভবনে করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৃক্ষরোপণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন, বাংলাদেশ ভবনে কর্মরত আধিকারিক এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সদস্যদের উপস্থিত থাকার কথা।

হলকর্ষণ

রীতি মেনে আগামীকাল, বৃহস্পতিবার সকালে শ্রীনিকেতন মেলার মাঠে হবে ‘হলকর্ষণ’ উৎসব। উপস্থিত থাকবেন রাজ্যপাল তথা বিশ্বভারতীর রেক্টর কেশরীনাথ ত্রিপাঠী। ইতিমধ্যেই মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বীরভূম জেলা পুলিশের কর্তারা শ্রীনিকেতনের মাঠ পরিদর্শন করেছেন। শ্রীনিকেতনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সন্ধ্যা সাতটা নাগাদ রাজ্যপালের শান্তিনিকেতনে এসে পৌঁছনোর কথা। বৃহস্পতিবার বিকেলে শ্রীনিকেতনে রয়েছে ‘ফুটবল খেলা’।

রবীন্দ্রসপ্তাহ

বৃহস্পতিবার থেকে বিশ্বভারতীতে শুরু হচ্ছে রবীন্দ্রসপ্তাহ। চলবে ১৪ অগস্ট, মঙ্গলবার পর্যন্ত। প্রথম দিন শ্রীনিকেতনের পিএসবি কমিউনিটি হল এবং তার পর থেকে প্রতিদিন লিপিকা প্রেক্ষাগৃহে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন গুণীজনেরা। বিশ্বভারতী সূত্রের খবর, ‘রবীন্দ্রনাথ ও গান্ধীজি’, ‘রবীন্দ্রনাথের শৈশব: কল্পনা ও সৃজন’, ‘সামাজিক সংযোগ-মাধ্যমে রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধতা ও জনপ্রিয়তা’, ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্রনাথ ও লোকজীবন’ বিষয়ে আলোচনা হবে।

বর্ষামঙ্গল

১৫ অগস্ট বিনয়ভবনের মাঠে পতাকা উত্তোলন হবে। বিকেলে আশ্রম মাঠে ফুটবল খেলা, সন্ধ্যায় গৌরপ্রাঙ্গণে আলোকসজ্জা এবং নাট্যঘরে স্বদেশী গানের আয়োজন করা হয়েছে। ১৬ অগস্ট সন্ধ্যায় নাট্যঘরে বর্ষামঙ্গল অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিপক্ষের সমাপ্তি।

বই বাজার

রবীন্দ্রভবনে আজ, বুধবার থেকে শুরু হচ্ছে বই বাজার। নির্বাচিত বইয়ের উপরে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। আগামীকাল, বৃহস্পতিবার বাদ দিয়ে আগামী ১২ অগস্ট পর্যন্ত এই বই বাজার চলবে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE