Advertisement
২০ এপ্রিল ২০২৪

বস্তির জায়গা দখলে নিল রেল

বোলপুর স্টেশনকে মডেল স্টেশন হিসেবে ঘোষণার পর থেকে ঢেলে সাজা হচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে। রেল সূত্রে জানা গিয়েছে, সেই মতো বাড়তি একটি রেললাইন পেতে স্টেশন সংলগ্ন এলাকা সম্প্রসারণ করা হবে।

উচ্ছেদ: রেললাইন সম্প্রসারণের জন্য বোলপুরে ভাঙা হল বস্তি। শুক্রবার। নিজস্ব চিত্র

উচ্ছেদ: রেললাইন সম্প্রসারণের জন্য বোলপুরে ভাঙা হল বস্তি। শুক্রবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ০২:৫৫
Share: Save:

রেললাইন সম্প্রসারণের জন্য বোলপুর স্টেশন থেকে চৌরাস্তার সাদা পুল পর্যন্ত রেললাইন বরাবর বস্তি এলাকার কাঁচা বাড়ি উচ্ছেদ করে নিজের জায়গা দখলে নিল রেল দফতর। আগাম নোটিস অনুযায়ী শুক্রবার সকাল থেকে রেল দফতরের ইঞ্জিনিয়ার, রেল পুলিশের উপস্থিতিতে জেসিপি দিয়ে বাড়িগুলি ভেঙে জায়গা দখল নেওয়ার কাজ চলতে থাকে। প্রায় ৩৫টি বেশি কাঁচা বাড়ি এ দিন ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

বোলপুর স্টেশনকে মডেল স্টেশন হিসেবে ঘোষণার পর থেকে ঢেলে সাজা হচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে। রেল সূত্রে জানা গিয়েছে, সেই মতো বাড়তি একটি রেললাইন পেতে স্টেশন সংলগ্ন এলাকা সম্প্রসারণ করা হবে। বোলপুর স্টেশন থেকে সাদা পুল সেতু পর্যন্ত রেললাইনের পাড় বরাবর প্রচুর মানুষের
বাস ছিল দীর্ঘ দিন ধরেই। ২০১৫ সালে বিজ্ঞপি মারফত রেলের জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও এত কাল একই ভাবে চলে এসেছে বসবাস। সাত দিন আগে ফের একটি নির্দেশিকা জারি করে বস্তি এলাকা খালি করে দিতে বলা হয়। সেই মতো এ দিন জেসিপি দিয়ে কাঁচা বাড়িগুলি ভেঙে দেওয়া হয়।

রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র (বোলপুর) কে এল যাদব বলেন, “রেলের একটা ট্রাক বসানো হবে। তাই লাইনের পাড়ের বাড়িগুলি ভেঙে দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল। দ্রুত আমরা এই কাজ শুরু করব। তাই এ দিন জায়গা দখলে নেওয়া হল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Railway Slum রেল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE