Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাজস্ব আদায় কেন্দ্রে ডাকাতি শালবাদরায়

ওই কেন্দ্রের কর্মীদের অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ সেখানকার অফিসঘরে ঢুকে লকার, আলমারি ভেঙে পাঁচ লক্ষাধিক টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে জখম হন ওই কেন্দ্রের এক কর্মী। রামপুরহাট থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০০:০৩
Share: Save:

পাথর-বোঝাই যানবাহন থেকে রাজস্ব আদায়ের কেন্দ্রে শুক্রবার গভীর রাতে হানা দিল লুটেরারা। রামপুরহাট থানার শালবাদরা শিল্পাঞ্চলে।

ওই কেন্দ্রের কর্মীদের অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ সেখানকার অফিসঘরে ঢুকে লকার, আলমারি ভেঙে পাঁচ লক্ষাধিক টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে জখম হন ওই কেন্দ্রের এক কর্মী। রামপুরহাট থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

ডাকাতির খবর পেয়ে রাতেই রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। জেলার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘লুটেরাদের খোঁজ চলছে। খুব শীঘ্রই ঘটনার কিনারা করা হবে।’ ’রাতেই ওই এলাকা থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। তাতে দু’টি কার্তুজও ছিল। ঘটনাস্থলে মেলে একটি টুপিও।

এ বিষয়ে জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পূর্ণেন্দু মাজি জানান, শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে প্রতি দিন ৬ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়।

এ দিন নলহাটির লোহাপুরে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সাংবাদিকদের কাছে দাবি করেন, ঝাড়খণ্ডের মাওবাদীরা ওই কেন্দ্রে লুটপাট চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালবাদরা পাথর শিল্পাঞ্চলের ওই রাজস্ব আদায় কেন্দ্রটি রামপুরহাট থানার মাসড়া গ্রাম লাগোয়া। ওই কেন্দ্রে বেসরকারি সংস্থার ৮ কর্মী মোতায়েন থাকেন। তাঁদের এক জন মকবুল শেখ জানান, ছ’জন দুষ্কৃতী তিনটি নম্বরহীন মোটরবাইকে এসেছিল। তাদের কারও হাতে পিস্তল, কারও হাতে ভোজালি ছিল। দু’তিন জনের মুখ কাপড় এবং হেলমেটে ঢাকা থাকলেও অন্যদের মুখ খোলা ছিল। ওই কেন্দ্রের অন্য কর্মীরা জানান, লুটেরারা যখন হানা দেয় তখন কয়েক জন কর্মী অফিসের অন্য ঘরে রাতের খাবার খাচ্ছিল। ক্যাশঘরে দু’জন কর্মী ছিলেন। লুটেরারা ওই কেন্দ্রে ঢুকতে গেলে হাসিবুল শেখ নামে এক কর্মী তাদের একজনকে ধরে ফেলেন। অন্য দুষ্কৃতীরা হাসিবুলকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে। ভোজালির আঘাতে জখম হন তিনি। অন্য কর্মীদের খুনের হুমকি দিয়ে লুটেরারা প্রথমে লকার ভাঙে। পরে আলমারি ভেঙে টাকা লুট করে।

পুলিশকে ওই কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, প্রায় ২০ মিনিট ধরে কাজ চালিয়ে মোটরবাইক নিয়ে ঝাড়খণ্ডের মলুটির রাস্তা দিয়ে পালায়। দুষ্কৃতীদের মোটরবাইকের পিছনে ওই কেন্দ্রের কর্মীরা গাড়ি নিয়ে ধাওয়া করলেও লাভ হয়নি। পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে মল্লারপুর থানার গোয়ালা গ্রামেও রাজস্ব আদায় কেন্দ্র এবং দিনপনেরো আগে রামপুরহাট থানার ঠাকুরপুরা এলাকায় দিনদুপুরে একটি পাথর খাদানের অফিসেও হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। সে সব ঘটনার তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Robbery Revenue Collection Center
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE