Advertisement
১৭ এপ্রিল ২০২৪

প্রকল্পের সমীক্ষা দুই জেলায়

বার্ধক্যভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো সামাজিক ভাতাগুলির নমুনা সমীক্ষার কাজ শুরু হচ্ছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে। ওই নমুনা সমীক্ষার কাজের জন্য, সম্প্রতি বোলপুরে হয়ে গেল দু’ দিনের প্রশিক্ষণ শিবির ও কর্মশালা।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০৩:০১
Share: Save:

বার্ধক্যভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো সামাজিক ভাতাগুলির নমুনা সমীক্ষার কাজ শুরু হচ্ছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে। ওই নমুনা সমীক্ষার কাজের জন্য, সম্প্রতি বোলপুরে হয়ে গেল দু’ দিনের প্রশিক্ষণ শিবির ও কর্মশালা। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দফতর সূত্রের খবর, বীরভূম এবং বর্ধমানের একাধিক ব্লকের গ্রাম, পুরসভা, কর্পোরেশন এবং কিছু শহরে চলবে সামাজিক ভাতাগুলির নমুনা সমীক্ষা।

বিভিন্ন সরকারি প্রকল্পের সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে সঠিক নিয়ম নীতি মানা হচ্ছে কি না, প্রাপ্যদের তালিকায় থাকা নাম যোগ্য কি না সহ একাধিক বিষয়ে নিয়ে সংশ্লিষ্ট দফতরের উদ্যোগে ইতিমধ্যেই হয়েছে বেশ কয়েকটি আলোচনা। রাজ্যের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন দফতরের উদ্যোগে, বিশ্বভারতীর একেডি উন্নয়ন ও পরিকল্পনা কেন্দ্রের গবেষক ও ছাত্রছাত্রী এবং অন্যান্য কর্মীরা এ হেন সমীক্ষার কাজে যুক্ত হয়েছেন। বর্ধমান জেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা বীরভূম জেলা পরিসংখ্যান দফতরের সহ-অধিকর্তা হেমন্ত সরকার বলেন, “ভাতা প্রকল্পগুলির রূপায়ণের ক্ষেত্রে, প্রকল্পের নির্দেশিকা যথাযথ মানা হচ্ছে কি না খতিয়ে দেখা, যোগ্য হওয়া সত্ত্বেও কত মানুষ প্রকল্পের আওতার বাইরে আছেন তা নির্ধারিত করার জন্য এই সমীক্ষার কাজ হাতে নেওয়া হয়েছে।”

তাঁর আরও দাবি, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রূপায়িত প্রকল্প, ভাতা প্রাপকদের মধ্যে কতটা আর্থ-সামাজিক প্রভাব ফেলেছে তার বিশ্লেষণ করাও এই সমীক্ষার অন্যতম একটি উদ্দেশ্য।

সংশ্লিষ্ট দফতরের বীরভূম ও বর্ধমান দুই জেলার আধিকারিকদের উপস্থিতিতে চলা দু’দিনের ওই প্রশিক্ষণ শিবির এবং কর্মশালায় সমীক্ষার নানা দিক উঠে আসে। প্রশিক্ষণ শিবির এবং কর্মশালার অঙ্গ হিসেবে স্থানীয় বল্লভপুর গ্রামে নমুনা সংগ্রহে গিয়ে একাধিক যোগ্য ব্যক্তি এ হেন সামাজিক সহায়তা প্রকল্পের বাইরে থাকার কথা উঠে আসে সমীক্ষায়। যেমন বল্লভপুর গ্রামের দাসপাড়ার মাকারাম দাস, সন্ধ্যা দাস, সাধনা দাস, বামুনপাড়ার বিধবা শৈল দাস, হেমন্ত দাস ও নন্দরানি দাসরা প্রাপ্য হওয়া সত্বেও নেই তালিকায় তাঁদের নাম নেই। সমীক্ষকদের তাঁরা জানান, তাঁদের দেখভাল করার কেউ নেই। সহায় সম্বলহীন। বয়স হয়েছে। এ হেন অবস্থায়, যে কোনও প্রকল্পে নাম আওতাভুক্ত হলেই, খেয়ে পরে বাঁচতে পারবেন।

প্রশিক্ষণ এবং কর্মশালায় হাজির থাকা বিশ্বভারতীর সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যাপক প্রণবকুমার চট্টোপাধ্যায়, অর্থনীতি বিভাগের অধ্যাপক অপূর্বকুমার চট্টোপাধ্যায়, অধ্যাপক সন্তদাস ঘোষরা জানান, ভাতা পাওয়ার সমস্ত যোগ্যতা রয়েছে, সমীক্ষায় উঠে আসা বল্লভপুর দাসপাড়া এবং ব্রাহ্মণপাড়ার একাধিক বাসিন্দাদের। সংশ্লিষ্ট পরিবারগুলির কথা তুলে ধরার জন্যই এ হেন সমীক্ষা। বীরভূমের ১৯টি ব্লক, ৬টি পুরসভা এবং ৬ টি শহরে সমীক্ষা চালাবেন সমীক্ষকেরা। বর্ধমানের ৩১ টি ব্লক, ২টি কর্পোরেশন, ৯ টি পুরসভা এবং ৬ শহরে চলবে সমীক্ষার কাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sample survey social allowance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE