Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাতিল নোটে মজুরির অভিযোগ, বিক্ষোভ

কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছে। অথচ সেই বাতিল নোট দিয়েই শ্রমিকদের বেতন দেওয়া দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল। এ বার ওই নোট কী ভাবে চালাবেন ভেবে পাচ্ছেন না নিতুড়িয়া থানা এলাকার মদনডি গ্রামের পাঞ্চেত পাহাড়ের কোলে অবস্থিত একটি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিকেরা।

নিজস্ব সংবাদদাতা
নিতুড়িয়া শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ০১:২৯
Share: Save:

কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছে। অথচ সেই বাতিল নোট দিয়েই শ্রমিকদের বেতন দেওয়া দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল। এ বার ওই নোট কী ভাবে চালাবেন ভেবে পাচ্ছেন না নিতুড়িয়া থানা এলাকার মদনডি গ্রামের পাঞ্চেত পাহাড়ের কোলে অবস্থিত একটি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিকেরা।

তাঁদের অভিযোগ, বাজারে এই বাতিল নোট কেউ নিতে চাইছে না। ফলে শ্রমিকেরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও পারছেন না। শুক্রবার ওই কারখানায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে নিজেদের পারম্পরিক অস্ত্র তির-ধনুক নিয়ে বিক্ষোভ দেখালেন আদিবাসী শ্রমিকেরা।

তবে এ দিনের এই বিক্ষোভ শুধুমাত্র বাতিল নোটে মজুরি মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন থেকেই কারখানা কর্তৃপক্ষ স্থানীয় মানুষদের বঞ্চিত করে যাচ্ছেন। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ কারখানা শুরু করার সময় স্থানীয় বাসিন্দাদের সেখানে চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দিলেও বাইরে থেকে কম মজুরিতে শ্রমিক এনে কাজ করাচ্ছেন। এ ছাড়াও কারখানার যে মূল রাস্তা গ্রামবাসীরা ব্যবহার করেন, দীর্ঘদিন ধরেই সেই রাস্তা সংস্কার হয়নি বলেও অভিযোগ। তাঁদের দাবি, অবিলম্বে বাইরে থেকে শ্রমিক আনা বন্ধ করে স্থানীয়দের কাজের সুযোগ দিতে হবে। সেই সঙ্গে যথাযথ ভাবে মজুরি বৃদ্ধি করতে হবে। কারখানার মূল রাস্তাটিও মেরামত করার দাবি তুলেছেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ, কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং বর্জ্য পাঞ্চেত পাহাড় এলাকার প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে। তাঁদের দাবি, অবিলম্বে এই দূষণ রোধ করতে হবে।

কারখানার এক কর্মকর্তা রঘুনাথ সারাওগি দাবি করেন, ‘‘শ্রমিকদের মজুরি ও কর্মীদের বেতন দেওয়ার পরেই প্রধানমন্ত্রীর ওই বড় নোট বাতিলের ঘোষণা হয়। অল্প সংখ্যক শ্রমিক ও কর্মী পরে বাতিল নোটে বেতন হয়ে থাকতে পারে। কিন্তু রাতারাতি ওই নির্দেশ দেওয়ায় তাঁদের হাতে খুচরো টাকা তুলে দেওয়া সম্ভব হয়নি।’’

বাকি অভিযোগগুলি সম্পর্কে তাঁর বক্তব্য, দূষণবিধি মেনেই কাজ চলে। অন্যান্য দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scrap notes wages
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE