Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দু’টি ইভেন্টে সোনা সোমার

কলকাতার সাইতে ৬৬তম রাজ্য অ্যাথলেটিক্সের দু’টি ইভেন্টে সোনা জিতল পুরুলিয়ার সোমা কর্মকার। দুর্গাপুরের সেল একাডেমির হয়ে প্রতিযোগিতায় নেমে লংজাম্প এবং ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছে সে। ১৫.৩ সেকেন্ডে ১০০ মিটার হার্ডল দৌড়ে রাজ্যে রেকর্ডও তৈরি করেছে পুরুলিয়ার এই সোনার মেয়ে। লংজাম্পে লাফিয়েছে ৫.৬১ মিটার।

মায়ের সঙ্গে। —নিজস্ব চিত্র

মায়ের সঙ্গে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৭:০৫
Share: Save:

কলকাতার সাইতে ৬৬তম রাজ্য অ্যাথলেটিক্সের দু’টি ইভেন্টে সোনা জিতল পুরুলিয়ার সোমা কর্মকার। দুর্গাপুরের সেল একাডেমির হয়ে প্রতিযোগিতায় নেমে লংজাম্প এবং ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছে সে। ১৫.৩ সেকেন্ডে ১০০ মিটার হার্ডল দৌড়ে রাজ্যে রেকর্ডও তৈরি করেছে পুরুলিয়ার এই সোনার মেয়ে। লংজাম্পে লাফিয়েছে ৫.৬১ মিটার।

গ্রামের মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মাঙ্গুড়িয়া। শনিবার দু’টি ইভেন্ট ছিল সোমার। সকাল থেকেই উদ্বেগের মধ্যে ছিলেন তার মা ভেলুদেবী এবং বোন চন্দনা। চন্দনা জানায়, সন্ধ্যায় ফোনে খবর পাওয়ার পরে সেই উদ্বেগ কাটে। সোমার শৈশবের প্রশিক্ষক বাসুদেব মাহাতো ছাত্রীর হার্ডলসের রেকর্ডে খুশি। তবে তিনি বলেন, ‘‘লংজাম্পে আরও ভাল আশা করেছিলাম।’’ একই মত জেলার প্রাক্তন অ্যাথলিট গৌতম চট্টোপাধ্যায় এবং সোমার দুর্গাপুরের সেল একাডেমির প্রশিক্ষক তপনকুমার ভান্ডারির। তাঁরা জানান, গত ডিসেম্বরে রাঁচিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৫.৮৪ মিটার লাফিয়েছিল সোমা। মে মাসের শেষ সপ্তাহে কোঝিকোড়ে ইউথ ন্যাশন্যাল চ্যাম্পিয়নশিপে লাফিয়েছিল ৫.৮৬ মিটার। সেই তুলনায় এ বারে তার ফল খারাপ হয়েছে। নিজের পারফরম্যান্সে খুশি নয় সোমাও। সাই কমপ্লেক্স থেকে ফোনে বলে, ‘‘আমার প্রিয় ইভেন্ট লংজাম্প। সোনা এলেও তাই খেদ যাচ্ছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Soma Karmakar gold medals State's athletics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE