Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শিক্ষক দিবসে আড়ম্বর বাদ দিয়ে অর্থ-সাহায্য

স্কুল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইস্কুলে পড়ুয়ার সংখ্যা ৪৭। অন্যান্য বার ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে চাঁদা তুলে শিক্ষকদের বিভিন্ন ধরণের উপহার কিনে দেওয়ার পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করিয়ে শিক্ষক দিবস পালন করে।

দান: ছাত্রছাত্রীরা অর্থ তুলে দিচ্ছেন বিশ্বনাথবাবুর হাতে। নিজস্ব চিত্র

দান: ছাত্রছাত্রীরা অর্থ তুলে দিচ্ছেন বিশ্বনাথবাবুর হাতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নানুর শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০১:২৯
Share: Save:

অন্যান্যবার নিজেদের মধ্য চাঁদা তুলে শিক্ষকদের উপহার এবং মিষ্টিমুখের মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালন করে বিদিশা ঘোষ, দীনেশ মেটেরা। এবারে চাঁদা তুলে অন্যরকম শিক্ষক দিবস পালন করল তারা। সংগৃহিত চাঁদার টাকা তুলে দিল এক ক্যান্সার আক্রান্তের হাতে। সহমর্মিতার ঘটনাটি ঘটেছে নানুরের নওয়ানগর প্রাথমিক বিদ্যালয়ে।

স্কুল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইস্কুলে পড়ুয়ার সংখ্যা ৪৭। অন্যান্য বার ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে চাঁদা তুলে শিক্ষকদের বিভিন্ন ধরণের উপহার কিনে দেওয়ার পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করিয়ে শিক্ষক দিবস পালন করে। এ বারও সেই উদ্যোগ নেওয়া হয়। কিন্তু স্কুলের শিক্ষকমশাই পড়ুয়াদের অন্য রকম ভাবে শিক্ষক দিবসের পরামর্শ দেন। কি সেই পরামর্শ? মাস কয়েক আগে ওই গ্রামেরই বিশ্বনাথ থান্দার নামে এক হতদরিদ্র দিনমজুরের লিভার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাঁকে নিয়মিত বর্ধমান যেতে হয়। কিন্তু অর্থাভাবে যাওয়া সম্ভব হয় না। সেই খবর জানার পরই শিক্ষকমশাইরা ছাত্রছাত্রীদের শিক্ষক দিবসের খরচ বাঁচিয়ে বিশ্বনাথবাবুর হাতে তা তুলে দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। সেই মতো এ দিন স্কুলে একটি কাপড়-সহ পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয় তাঁর হাতে। চতুর্থ শ্রেণির সরস্বতী মেটে, তৃতীয় শ্রেণির চন্দ্রা মাঝিরা জানান, স্যাররা বলার পরেই আমরা বাবাকে বিষয়টি বলি। সেইজন্যই অন্যান্য বারের তুলনায় সবার বাড়ি থেকে কিছু করে বেশি টাকা দিয়েছে। স্যাররাও দিয়েছেন। টাকাটা দিয়ে একজন গরীব মানুষের চিকিৎসা হবে বলে ভালো লাগছে। বিশ্বনাথবাবু বলেন, ‘‘নিজেদের উপহারের বদলে শিক্ষকমশাইরা যে আমাকে সাহায্য করার জন্য ছেলেমেয়েদের বলেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।’’

স্কুলের প্রধানশিক্ষক মহঃ আয়ুব এবং সহকারি শিক্ষক সুনীল মুর্ম বলেন, ‘‘শিক্ষকদিবসে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teachers Day Financial help নানুর
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE