Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Saraswati Puja

সংঘাত নয়, বার্তা নিয়ে প্রথম পুজো মেডিক্যালে

‘ডোন্ট লেট আওয়ার হোয়াইট কোট বি রেড’— এই লিখন সামনে রেখে রামপুরহাট মেডিক্যাল কলেজের পড়ুয়ারা এই প্রথম সরস্বতী পুজোর আয়োজন করলেন।

রামপুরহাট মেডিক্যাল কলেজের পুজোয়। ছবি: সব্যসাচী ইসলাম

রামপুরহাট মেডিক্যাল কলেজের পুজোয়। ছবি: সব্যসাচী ইসলাম

অপূর্ব চট্টোপাধ্যায়
রামপুরহাট শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০০:০১
Share: Save:

‘ডোন্ট লেট আওয়ার হোয়াইট কোট বি রেড’— এই লিখন সামনে রেখে রামপুরহাট মেডিক্যাল কলেজের পড়ুয়ারা এই প্রথম সরস্বতী পুজোর আয়োজন করলেন। এমন বার্তা অনেকের মনে করিয়ে দিয়েছে কয়েক মাস আগে নিরাপত্তার দাবিতে কলকাতার এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতিকে।

ছ’মাস আগে কলেজে প্রথম পঠনপাঠন চালু হয়েছিল। পড়াশোনার বাইরে হস্টেলে ছুটির দিনে নিজেদের মতো করে সময় কাটানোর বাইরে এত দিন নিজেরা বড় কোনও উৎসবে সক্রিয় হননি। সরস্বতী পুজো সেই মেলবন্ধনের সুযোগ করে দিল। আয়োজনে ছিল কলেজের প্রথম বর্ষের পড়ুয়ারা। সেই আনন্দে যজ্ঞে সামিল হয়েছেন কলেজের শিক্ষক থেকে হাসপাতাল কর্তৃপক্ষও। আয়োজন থেকে বাদ ছিলেন না হাসপাতালের স্থায়ী, অস্থায়ী কর্মীরাও।

নির্ঘণ্ট অনুযায়ী শুক্লা পঞ্চমী তিথি বুধ এবং বৃহস্পতিবার। দু’দিনেই গৃহস্থের বাড়ি থেকে স্কুল কলেজ ক্লাব সমস্ত জায়গাতেই পুজোর আয়োজন চলছে। মঙ্গলবার রাতে এবং বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত বৃষ্টিতেও সেই আয়োজনে খামতি দেখা যায়নি। রামপুরহাট মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও তাঁদের কলেজে প্রথম বর্ষের পুজোর আয়োজনে যেন কোনও ত্রুটি না থাকে তাতে উদ্যোগী হন। পড়ুয়া এবং অতিথিদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাসের নীচের তলায় ‘ডোন্ট লেট আওয়ার হোয়াইট কোট বি রেড’ ওই বার্তা রেখেছেন।

পড়াশোনার ফাঁকে পুজোর খরচ তোলা, খাওয়া খরচ থেকে প্রতিমা কেনা বাজার হাট করা, পুরোহিত, ঢাকি জোগাড় করা সমস্ত দায়িত্বই পড়ুয়ারা নিজেদের কাঁধে নিয়ে উৎসবে আনন্দে সামিল হয়েছেন। পুজোর দুপুরে হাসপাতাল কর্মী, কলেজের কর্মী সব মিলিয়ে ২০০ জনের জন্য পোলাও, আলুর দম, চাটনি, মিষ্টির আয়োজন করা হয়। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অধ্যক্ষ শিখা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম বর্ষ চলছে। পড়ুয়ারা নিজেরা ক্যাম্পাসে প্রথম সরস্বতী পুজো করছে এটা যথেষ্ট উৎসাহের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saraswati Puja Rampurhat Medical College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE