Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ওভারটেক করে সংঘর্ষ, মৃত ৩

দু’টি গড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একটি গাড়ির চালক সহ তিন আরোহী।  দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু’টির  সঙ্গে ধাক্কা এড়াতে গিয়ে উল্টে যায় চালের বস্তাবোঝাই ট্রাক।

অভিঘাত: বিধ্বস্ত গাড়ি দেখতে ভিড়। সোমবার সিউড়িতে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়

অভিঘাত: বিধ্বস্ত গাড়ি দেখতে ভিড়। সোমবার সিউড়িতে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৪:৪৯
Share: Save:

দু’টি গড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একটি গাড়ির চালক সহ তিন আরোহী। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু’টির সঙ্গে ধাক্কা এড়াতে গিয়ে উল্টে যায় চালের বস্তাবোঝাই ট্রাক। গোটা ঘটনায় জখম হন পাঁচ জন। সোমবার সকাল সাড়ে ১০টি নাগাদ ঘটনাটি ঘটে সিউড়ি থানা এলকার একডালিয়া ও সলখানা মোড়ের মাঝামাঝি, সিউড়ি-বোলপুর রাস্তায়। ওই ঘটনা ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই এক জনের, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক জন এবং হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও এক জন মারা যান। তাঁদের নাম প্রভাত মণ্ডল (৫৫), জিদাল শেখ (২০) ও ন্যাংরা শেখ (২০)। প্রথম জনের বাড়ি ময়ূরেশ্বর থানা এলাকায়। বাকিদের বাড়ি রামপুরহাট থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থেকে ওই রাস্তা ধরে সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরের দিকে যাচ্ছিল একটি গাড়ি। উল্টোদিক থেকে একটি ট্রাক আসছিল। কিন্তু গাড়ি ও ট্রাক দু’টি কাছাকাছি আসতেই ট্রাকের পিছন থেকে আরও একটি গাড়ি ওভারটেক করে। প্রচণ্ড গতিতে থাকা দু’টি গাড়ি আচমকা সামনাসামনি চলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল ভ্যানটি কার্যত তুবড়ে যায়। প্রচণ্ড শব্দ শুনে এলাকার লোক চোখ দেখেন, ট্রাকটি ওই দু’টি গাড়ি থেকে বাঁচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকে নয়ানজুলিতে উল্টে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশি ক্ষতি হয় পুরন্দরপুরের দিক থেকে আসা গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। ট্রাক ও অন্য গাড়ির জখমদের উদ্ধার করা হয় এবং সিউড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার পরেই ক্ষোভ ছড়ায়। কেন ওই রাস্তায় বেপরোয়া যান চালাচল করবে, পুলিশের কী ভূমিকা— তা নিয়ে প্রশ্ন তুলে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ এলে বচসায় জড়িয়ে পড়েন। পরে সিউড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Suri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE