Advertisement
২৫ এপ্রিল ২০২৪
tmc

বিজেপির তিন নেতার বাড়িতে হামলা, নালিশ

বিজেপির অভিযোগ, রাতে শ’খানেক তৃণমূল কর্মী স্থানীয় নেতা দামোদর পাল, জয়দেব মণ্ডল এবং অশ্বিনী দাসের বাড়িতে চড়াও হয়ে লুটপাট চালায়।

সিউড়ির কোমা পঞ্চায়েতে ভাঙচুরের পরে। নিজস্ব চিত্র

সিউড়ির কোমা পঞ্চায়েতে ভাঙচুরের পরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৯
Share: Save:

তিন বিজেপি নেতার বাড়িতে পরপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সিউড়ি থানা এলাকার কোমা পঞ্চায়েতের মেটে গ্রামে। যদিও সোমবার বিকেল পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।
বিজেপির অভিযোগ, রাতে শ’খানেক তৃণমূল কর্মী স্থানীয় নেতা দামোদর পাল, জয়দেব মণ্ডল এবং অশ্বিনী দাসের বাড়িতে চড়াও হয়ে লুটপাট চালায়। ভাঙচুর করা হয় বেশ কিছু সামগ্রী। দামোদর পালের দাবি, ‘‘দুষ্কৃতীরা বাড়ির পাঁচিল টপকে ঢোকে। মূল দরজা তালা বন্ধ ছিল। তালা ভেঙে চাল এবং নগদ কিছু টাকা নিয়ে যায়। বাড়ির বাইরে ট্রাক্টর এবং বাইক ছিল। সেগুলিও ভাঙচুর করা হয়।’’ বিজেপির অভিযোগ, এর পরে জয়দেব মণ্ডল এবং অশ্বিনী দাসের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। সেখানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দামোদর পালের দাবি, ‘‘রাতে গ্রামের দুর্গামণ্ডপের কাছে প্রচুর লোক হয়েছিল। এই খবর পেয়ে বাড়ির বাইরে গিয়ে দেখি দুষ্কৃতীরা জয়দেবের বাড়ি থেকে জল তোলার পাম্প নিয়ে চলে যাচ্ছে। তারপরেই বাড়িতে চড়াও হয়। আতঙ্কে আছি।’’
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দামোদর পাল আগে তৃণমূল কর্মী ছিলেন। কয়েকমাস আগে বিজেপিতে যোগ দেন। এখন কোমা অঞ্চলের শক্তি প্রমুখ পদে আছেন। জেলা বিজেপি নেতৃদের অভিযোগ, ‘‘বিরোধী দল করার জন্য়ই এ ভাবে বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা।’’ সিউড়ি ২ ব্লকের বিজেপি সভাপতি নীলমাধব মণ্ডল বলেন, ‘‘যাঁদের বাড়িতে হামলা হয়েছে, তাঁদের সকলেই দলের কোন না কোনও পদে আছেন।’’ পুলিশের কাছে গেলে অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলেও ব্লক সভাপতির দাবি। তাঁর কথায়, ‘‘আমরা ই-মেল এ অভিযোগ জানাব।’’ অভিযোগ না নেওয়ার কথা উড়িয়ে দিয়েছে পুলিশ।
হামলার দায় নিতে চায়নি তৃণমূলও। দলের তরফে দাবি, এলাকায় দুটি গাছ চুরির সঙ্গে ওই বিজেপি কর্মীরা যুক্ত। যার জন্য স্থানীয় বাসিন্দারা এমনিতেই তাঁদের ক্ষুদ্ধ। তৃণমূলের কোমা অঞ্চলের সভাপতি বলরাম বাগদি বলেন, ‘‘আমাদের কোনও কর্মী এই কাজ করেনি। আমরা হিংসার রাজনীতি করি না। তা ছাড়া কোমা অঞ্চলে বিজেপির সংগঠন নেই।’’ সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘‘ওই এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তার ধারে গাছ লাগানো হয়েছিল। সেই গাছ চুরির জন্য পুলিশ দু’জনকে আটক করেছে। ওরা হয়তো বিজেপি করে। এখন চুরি চাপা দেওয়ার জন্য এই নাটক করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Birbhum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE