Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাঁতুড়িতে ঢুকল হাতি

বাঁকুড়া থেকে পুরুলিয়ার সাঁতুড়িতে ঢুকে উপদ্রব শুরু করছে একটি দাঁতাল। শনিবার সন্ধ্যায় শালতোড়া থানার তিলুড়ি থেকে হাতিটি চলে আসে সাঁতুড়ির লেদিয়াম গ্রামে। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত হাতিটি দু’টি কাঁচা ও একটি দোকান ভেঙেছে।

নিজস্ব সংবাদদাতা
সাঁতুড়ি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০১:০৬
Share: Save:

বাঁকুড়া থেকে পুরুলিয়ার সাঁতুড়িতে ঢুকে উপদ্রব শুরু করছে একটি দাঁতাল। শনিবার সন্ধ্যায় শালতোড়া থানার তিলুড়ি থেকে হাতিটি চলে আসে সাঁতুড়ির লেদিয়াম গ্রামে। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত হাতিটি দু’টি কাঁচা ও একটি দোকান ভেঙেছে। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী বলেন, ‘‘পূর্ণবয়স্ক দাঁতালটি কিছু ক্ষয়ক্ষতি করেছে। আপাতত বনকর্মীরা তার গতিবিধির দিকে নজর রাখছে। আমরা চেষ্টা করছি হাতিটিকে লোকালয় থেকে দূরে সরিয়ে রাখতে। পরে হুলাপার্টি এনে তাড়ানোর কাজ শুরু করা হবে।” বনদফতর সূত্রের খবর, সম্প্রতি মেজিয়ার জঙ্গল থেকে দু’টি রেসিডেন্ট হাতি শালতোড়া থানার তিলুড়ি বিট এলাকায় আসে। তারপরেই হাতির হামলায় একজনের মৃত্যু হয়। বনদফতরের আশঙ্কা, তিলুড়িতে থাকা হাতি দু’টির মধ্যে একটি সাঁতুড়িতে ঢুকে পড়েছে। ফলে স্বভাবতই কিছুটা চিন্তায় পুরুলিয়ার বনদফতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার হাতিটিকে স্থানীয় বাসিন্দারা দেখতে পান দণ্ডহিত গ্রামের পাহাড়ে। রাতে সেখান থেকে নেমে লেদিয়াম গ্রামের সোমনাথ টুডু ও আর এক বাসিন্দার কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে ধান খেয়ে যায় হাতিটি। পরে ওই গ্রামেই একটি দোকানের দরজা ভেঙে এক বস্তা আলু খায় হাতিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tusker panic purulia santuri purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE