Advertisement
১৬ এপ্রিল ২০২৪

দুর্ঘটনায় জ্বলে গেল গাড়ি

দুর্ঘটনায় দু’টি গাড়ির চালকেরা আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলে এক জনকে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

আগুন নেভানোর পরে ট্রাক ও জলের ট্যাঙ্কার। নিজস্ব চিত্র

আগুন নেভানোর পরে ট্রাক ও জলের ট্যাঙ্কার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বাঘমুণ্ডি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ০২:৫৬
Share: Save:

কালভার্টে দাঁড়িয়ে থাকা জলের ট্যাঙ্কারে ধাক্কা মারল রেশনের চালবোঝাই ট্রাক। লাগল আগুন। বাঘমুণ্ডি-বলরামপুর রাস্তায় বাঘমুণ্ডি থানা এলাকার কৃষ্ণবাজার কালভার্টের উপরে দুর্ঘটনাটি ঘটে শুক্রবার বেলা দেড়টা নাগাদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে এলাকায় রাস্তার কাজের জন্য একটি ট্যাঙ্কার কৃষ্ণবাজারে কালভার্টের উপরে দাঁড়িয়ে নালা থেকে জল ভরছিল। মুখ ছিল বলরামপুরের দিকে। রেশনের চাল নিয়ে ট্রাকটি এসে মুখোমুখি ধাক্কা দেয়। ট্যাঙ্কারটি গড়িয়ে গেলে ফের এক দফা ধাক্কা লাগে। দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। সামনের অংশ দাউদাউ করে জ্বলতে শুরু করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কৃষ্ণবাজার নালার জল দিয়েই আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকলের একটি ইঞ্জিন পুরুলিয়া থেকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। দুর্ঘটনায় দু’টি গাড়ির চালকেরা আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলে এক জনকে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

জেলা খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ট্রাকে জঙ্গলমহল এলাকায় রেশনে দেওয়ার জন্য চাল নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনায় প্রায় ৭০ কুইন্টাল চাল পুড়ে গিয়েছে বলে দফতর সূত্রের খবর। তবে, এই ঘটনার প্রভাব রেশন সরবরাহে পড়বে না বলেই দাবি করছে দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Accident Car Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE