Advertisement
২০ এপ্রিল ২০২৪

ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু

উল্টে যাওয়া একটি ধান বোঝাই ট্রাকের তলায় মারা গেলেন ওই ট্রাকের আরোহী এক শ্রমিক। আহও হয়েছেন আরও ৬ জন শ্রমিক। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে সারেঙ্গা থানা এলাকার করাপাড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

সারেঙ্গার কোরাপাতা গ্রামে।—নিজস্ব চিত্র

সারেঙ্গার কোরাপাতা গ্রামে।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সারেঙ্গা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ০০:১০
Share: Save:

উল্টে যাওয়া একটি ধান বোঝাই ট্রাকের তলায় মারা গেলেন ওই ট্রাকের আরোহী এক শ্রমিক। আহও হয়েছেন আরও ৬ জন শ্রমিক। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে সারেঙ্গা থানা এলাকার করাপাড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমিয় কুণ্ডু (৩০)। বাড়ি রাইপুর থানার যশপাড়া গ্রামে। আহতরাও সবাই ওই গ্রামেরই বাসিন্দা। এ দিন দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজ শুরু করেন। পরে পুলিশ গিয়ে মৃত ও আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে দু’জনকে পি়ড়রগাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি চার জনের চোট গুরুতর থাকায় তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধানবোঝাই ট্রাকটি পিড়রগাড়ি মোড় থেকে রাইপুরে যাচ্ছিল। ট্রাকের ছাদে বস্তার উপরে বসেছিলেন সাত জন শ্রমিক। বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ করাপাড়া গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশে ট্রাকটি উল্টে পড়ে। ছাদে থাকা শ্রমিকেরা ছিটকে পড়েন রাস্তায়। অমিয়বাবুর উপরে কয়েকটি ধানের বস্তা চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামনের যন্ত্রাংশ ভেঙে যাওয়ার পাশাপাশি স্টিয়ারিং খারাপ হয়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই চালক ও খালাসি পালিয়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Worker Killed Truck
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE