Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কাজ শিখেও চাকরি নেই, শুরু অনশন

বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে পাট শিল্পে নিয়োগের জন্য উদ্যোগী হয় কর্মসংস্থান অধিকার দফতর। আন্দোলনকারীদের দাবি, জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে গত অগস্টে তাঁরা প্রথমে জেলায় এক মাসের প্রশিক্ষণ নিয়েছিলেন। তারপরে তাঁদের পাঠানো হয় রাজ্যের বিভিন্ন চটকলে। 

 অবস্থান:  পুরুলিয়ার জেলাশাসকের অফিসের  বাইরে। নিজস্ব চিত্র

অবস্থান: পুরুলিয়ার জেলাশাসকের অফিসের বাইরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
পুরুলিয়া শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৮
Share: Save:

প্রশিক্ষণের পরেও কাজ না পাওয়ায় আন্দোলনে নামলেন পাটশিল্পের কাজে প্রশিক্ষণ নেওয়া যুবকেরা। মঙ্গলবার থেকে তাঁরা পুরুলিয়ায় জেলাশাসকের অফিসের বাইরে অনশন শুরু করেছেন।

বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে পাট শিল্পে নিয়োগের জন্য উদ্যোগী হয় কর্মসংস্থান অধিকার দফতর। আন্দোলনকারীদের দাবি, জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে গত অগস্টে তাঁরা প্রথমে জেলায় এক মাসের প্রশিক্ষণ নিয়েছিলেন। তারপরে তাঁদের পাঠানো হয় রাজ্যের বিভিন্ন চটকলে।

আন্দোলনে শামিল শীতল পরামানিক, সুজন কুমার, কার্তিক গড়াই, ব্রজেশ দত্ত, অরূপ পরামানিক প্রমুখের বক্তব্য, ‘‘প্রশিক্ষণ শেষে নিয়োগের আশায় আমরা খুব উৎসাহ নিয়ে আবেদন করেছিলাম। অগস্ট মাসে পুরুলিয়ায় আমাদের এক মাসের ক্লাস হয়। বিভিন্ন চটকলে প্রশিক্ষণও চলে। কিন্তু, এখনও পর্যন্ত কোনও চটকল থেকে আমরা নিয়োগপত্র পাইনি।’’ তাঁরা জানান, গত ডিসেম্বর মাসে জেলা প্রশাসনকে বিষয়টি জানান। কিন্তু, এখনও পর্যন্ত লাভ হয়নি বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, অনেকেই ভিন্‌ রাজ্যে কাজ করতেন। অনেকে আবার অন্য কোনও পেশায় ছিলেন। নিশ্চিত কাজের আশায় তাঁরা সেই সব কাজ ছেড়ে এখানে প্রশিক্ষণ নিতে আসেন। কিন্তু নিয়োগপত্র না পাওয়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে তাঁরা দুর্ভাবনায় পড়েছেন।

কর্মসংস্থান অধিকার দফতরের যুগ্ম অধিকর্তা অজয়কুমার মণ্ডল জানান, এই প্রকল্পে প্রায় ৯০০ আবেদন এসেছিল। তাঁদের মধ্যে ৪০৮ জনকে প্রশিক্ষণের জন্য বিবেচনা করা হয়। শেষ পর্যন্ত প্রশিক্ষণ নেন ৩৩১ জন। তাঁদের মধ্যে ক্লাস শেষ করে ১০৪ জন বিভিন্ন চটকলে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। অজয়বাবুর অভিযোগ, ‘‘যাঁরা রাজ্যের বিভিন্ন চটকলে গিয়েছিলেন, তাঁদের বেশির ভাগই প্রশিক্ষণ শেষ করার আগেই ছেড়ে চলে আসেন। যাঁরা প্রশিক্ষণ শেষ করেছেন, তাঁদের দু’জন ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়েছেন।’’ তিনি জানান, জেলার আরও তিন জনকে নিয়োগপত্র পাঠানো হবে। তাঁর প্রশ্ন, ‘‘কেউ প্রশিক্ষণের মেয়াদ পুরো শেষ না করলে কী ভাবে তাঁকে নিয়োগপত্র দেওয়া যাবে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jute Industry Employment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE