সেই উৎসাহে জল ঢেলে রাতেই মিলল অমিত শাহের অসুস্থতার খবর। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে তিনি দিল্লির এইমস-এ ভর্তি। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
দয়াল সেনগুপ্ত
১৮ জানুয়ারি, ২০১৯
Brigade
নিজস্ব সংবাদদাতা 
বাঁকুড়ার জেলাশাসক উমাশঙ্কর এস বলেন, “বাস কম চলাচলের অভিযোগ পাইনি। খোঁজ নিচ্ছি। পরিবহণ ব্যবস্থা সচল রাখতে দরকারে বাড়তি সরকারি বাস চালানো হবে।”
১৮ জানুয়ারি, ২০১৯
Bus stand
নিজস্ব সংবাদদাতা
দুই নেতা বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও পুরপ্রধান শ্যাম মুখোপাধ্যায় এক সঙ্গে মিছিল করতে না পারার জন্য পরস্পরকে দুষেছেন।
১৮ জানুয়ারি, ২০১৯
Women commission
নিজস্ব সংবাদদাতা
লীনা বলেন, ‘‘কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরে এই প্রথম আমি বাঁকুড়া এবং পুরুলিয়া যাচ্ছি। বেশ কিছু বিষয় নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব।’’
১৮ জানুয়ারি, ২০১৯
TMC
নিজস্ব সংবাদদাতা
ঝালদা শহরে প্রকাশ্যে এল শাসকদলের ‘কোন্দল’। উপলক্ষ— যুবকল্যাণ দফতর আয়োজিত একাধিক উৎসবের দায়িত্ববণ্টন।
১৮ জানুয়ারি, ২০১৯
Marjina Biwi
সঙ্ঘের কাজ যাচাই করে পুরস্কৃত করেছিল সেগুলির সবকাটাতেই এগিয়ে ছিল আত্মসম্মান সঙ্ঘ। যার নেপথ্যে ছিলেন আটপৌরে গৃহবধূ মর্জিনা বিবি। আত্মসম্মান আর কিছু করার উদ্যমই তাঁকে স্বীকৃতি দিয়েছে।
১৮ জানুয়ারি, ২০১৯
Road
নিজস্ব সংবাদদাতা
শেষ হয়নি তারাপীঠের দ্বারকা নদের উপরে পুরাতন সেতুর রেলিং তৈরির কাজ। এ ছাড়া দ্বারকা নদের উপরে নবনির্মিত সেতুর সঙ্গে নিকাশি নালাও তৈরি হয়নি।
১৮ জানুয়ারি, ২০১৯
Injured
নিজস্ব সংবাদদাতা
ওই ব্যবসায়ী মুরারই থানায় অভিযোগ দায়ের করেছেন।
১৮ জানুয়ারি, ২০১৯
Robbery
নিজস্ব সংবাদদাতা
উঠোনে শৌচাগার। বুধবার ভোরে সিউড়ির সুভাষপল্লির বাড়িতে ঘরের দরজা খুলে শৌচাগারে গিয়েছিলেন গৃহকর্ত্রী। পুলিশ জানায়, সুযোগের অপেক্ষায় ছিল মুখঢাকা দুই দুষ্কৃতী।
১৭ জানুয়ারি, ২০১৯
Burn
নিজস্ব সংবাদদাতা
পড়শি, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, নেশা করা নিয়ে পরিবারে প্রত্যেক দিনই অশান্তি হত। সোমবার অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়।
১৭ জানুয়ারি, ২০১৯
Money
নিজস্ব সংবাদদাতা
নলহাটি ১ ব্লকের কলিঠা পঞ্চায়েতের শেরপুর এলাকার খুশিপুর গ্রামের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মৃতা তোজেবা বিবির বৌমা সহ এলাকাবাসীর একাংশ তথ্য-প্রমাণ সহ সম্প্রতি বিডিও (নলহাটি ১) এবং রামপুরহাট মহকুমাশাসকের কাছে জানিয়ে অভিযুক্তদের ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
১৭ জানুয়ারি, ২০১৯
Mahendra
নিজস্ব সংবাদদাতা 
পুরুলিয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত বলেন, ‘‘রাজ্য স্বাস্থ্য দফতরের ভাঁড়ারেই এআরভি নেই। সারা রাজ্যজুড়েই এই সমস্যা। পাঁচ মাসের বেশি সময় ধরে এআরভি পাওয়া যাচ্ছে না।’’
১৭ জানুয়ারি, ২০১৯
bus
নিজস্ব সংবাদদাতা
বৈঠক শেষে এসবিএসটিসির চেয়ারম্যান জানান, চলতি মাসের শেষেই তারাপীঠে মুখ্যমন্ত্রীর আসার কথা। তার আগেই একগুচ্ছ নতুন বাসরুটের ঘোষণা হল এসবিএসটিসির তরফ থেকে।
১৬ জানুয়ারি, ২০১৯
joydeb fair
দয়াল সেনগুপ্ত
প্রতি বছর মকর স্নান সেরে জয়দেবের শতাব্দী প্রাচীন রাধাবিনোদ মন্দিরে পুজো দেন লক্ষ পুণ্যার্থী। মঙ্গলবার ভোরেও দিয়েছেন। প্রাচীন সেই টেরাকোটার মন্দিরের জীর্ণদশা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
১৬ জানুয়ারি, ২০১৯
museum
শুভ্র মিত্র
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের অন্তর্গত প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় অধিকারের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানের এমন দশা কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন তাঁরা।
১৬ জানুয়ারি, ২০১৯
oldage home
নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার বিকেল বাঁকুড়া শহরের উপকণ্ঠে বিকনা এলাকার একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে কাটালেন ওই সংগঠনের সদস্যেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে চলল পিঠে খাওয়া।
১৬ জানুয়ারি, ২০১৯
joydeb
দয়াল সেনগুপ্ত
প্রশাসনের হিসেবে, মঙ্গলবার মকর সংক্রান্তিতে কয়েক লক্ষ মানুষ অজয়ের ঘাটে স্নান করবেন। প্রচলিত রয়েছে, কবি জয়দেব বর্ধমানের কাটোয়ায় নিয়মিত গঙ্গাস্নানে যেতেন। জয়দেব থেকে এত পথ যেতে কষ্ট হত তাঁর।
১৫ জানুয়ারি, ২০১৯
bee attack
নিজস্ব সংবাদদাতা
গত ১৭ নভেম্বর রেলশহর আদ্রায় মৌমাছির হুলে জখম হয়ে এক প্রৌঢ়া রেলকর্মীর মৃত্যু হয়েছিল। কাজে যোগ দেওয়ার সময়ে আদ্রার ধোবিবাঁধের কাছে মৌমাছির ঝাঁক ঘিরে ধরেছিল বছর বাহান্নর সুখিয়া হাঁড়িকে।
১৫ জানুয়ারি, ২০১৯
school
নিজস্ব সংবাদদাতা
জানুয়ারির রবিবারগুলিতে সবাই যখন চড়ুইভাতিতে ব্যস্ত, তখন রাখাশোল প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরে কয়েকজন ছাত্রছাত্রীকে পড়াচ্ছিলেন পঞ্চানন। জানা গেল, রবিবারগুলিতেও এলাকার সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের ব্যক্তিগত উদ্যোগে ক্লাস নেন তিনি।
১৫ জানুয়ারি, ২০১৯
paddy
নিজস্ব সংবাদদাতা
ধানের মধ্যে ধুলো আর আগড়া (যে ধানের খোলের ভিতরে চাল থাকে না) মিশে থাকে। ধান ভেঙে চাল করার সময়ে সেগুলো বাদ যায়। তাই ধান কিনতে গিয়ে চালকল গড়ে কিছুটা করে ওজনে কম ধরে।
১৪ জানুয়ারি, ২০১৯
soumitra
নিজস্ব সংবাদদাতা
সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যেই বড়জোড়া থানায় একটি প্রতারণার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সৌমিত্র অবশ্য বড়জোড়ার অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন।
১৪ জানুয়ারি, ২০১৯
tuition
রাজীব চট্টোপাধ্যায়
গত ২৪ ডিসেম্বর গৃহশিক্ষকদের সংগঠন ওয়েস্টবেঙ্গল প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন বাঁকুড়ার স্কুল পরিদর্শকের (সেকেন্ডারি) কাছে একটি অভিযোগ জমা দিয়েছিলেন।
১৪ জানুয়ারি, ২০১৯
train
নিজস্ব সংবাদদাতা
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হরিন্দ্রা রাও বলেন, ‘‘সব ট্রেন দেরিতে চলে না। ১০০ টা ট্রেনের মধ্যে ৭০ টা ট্রেন সঠিক সময়েই চলাচল করে। ৩০ টি ট্রেন দেরীতে চলে।’’
১৩ জানুয়ারি, ২০১৯
raipur
নিজস্ব সংবাদদাতা
শনিবার সকাল ৯টা থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করা হয় রাইপুর সবুজ বাজারে। গড়রাইপুর উচ্চবিদ্যালয়, কৃষ্ণমোহিনী উচ্চবিদ্যালয়, মণ্ডলকুলি হাইস্কুল-সহ আশপাশের এলাকার দেড়শোর বেশি পড়ুয়া পথে নামে।
১৩ জানুয়ারি, ২০১৯
hill
নিজস্ব সংবাদদাতা
এ বার বিষ্ণুপুর মেলা হাইস্কুল মাঠের সঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল জোড় শ্রেণির মন্দির সংলগ্ন এলাকায়। সে জন্য জোড় শ্রেণির মন্দির থেকে নন্দলাল মন্দিরে যাওয়ার রাস্তা তৈরি করতে একটি বড় টিলাকেই উড়িয়ে দেওয়া হয়।
১৩ জানুয়ারি, ২০১৯
আরও খবর