আদালত চত্বরে ভিড়টা অবশ্য জমতে শুরু করেছিল তার কয়েক ঘণ্টা আগে থেকেই। ওই অপহরণ-কাণ্ডে আদালত কী রায় দেয়, তা জানতে উৎসুক ছিল সাধারণ মানুষ। ছিলেন বিজেপি-র নেতা-কর্মীরাও। ভিড় সামলাতে বিশাল পুলিশবাহিনী নিয়ে আদালত চত্বরে ছিলেন এসডিপিও (বোলপুর) অভিষেক রায়। ঘিরে রাখা হয় কোর্ট লকআপ-ও।
বাসুদেব ঘোষ
১৯ ফেব্রুয়ারি, ২০১৯