দার্জিলিঙে ধসে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। বুধবার রাতে মিরিক পৌঁছন তিনি। রাতেই মিরিকের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের পর তিনি কালিম্পঙের উদ্দেশে রওনা দেন। বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং উদ্ধারকার্যে যাবতীয় সাহায্য করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। উদ্ধারকার্যের জন্য দিল্লি থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হবে বলে বৃহস্পতিবার জানান তিনি।
অন্য দিকে, বুধবার রাতেও ভারী বৃষ্টি হয় দার্জিলিঙের বিভিন্ন এলাকায়। বৃষ্টিতে দার্জিলিঙ থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত গয়াবাড়ির কাছে নতুন করে ধস নামে। ধসের কারণে ১০ এবং ৩৫ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশেপাশে কোনও বাড়ি না থাকায় নতুন করে প্রাণহানীর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবারও পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। তবে এ দিন সকাল পর্যন্ত মৃতের সংখ্যা আর বাড়েনি বলে রাজ্য সরকার সূত্রের খবর। জোর কদমে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে ইতিমধ্যেই মিরিকের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy