Advertisement
২৬ এপ্রিল ২০২৪
সাক্ষাত্কার

পাকিস্তান কিন্তু থেকে গেছে, থেকে যাচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রে টাফ্ট্স ইউনিভার্সিটির শিক্ষক, পাকিস্তানি ইতিহাসবিদ আয়েশা জালাল-এর প্রথম বই বলেছিল: ধর্ম নয়, পাকিস্তান দেশটির জন্মের কারণ ছিল রাজনীতি। তাঁর সাম্প্রতিকতম বই বলছে, পাকিস্তানের বর্তমান সংকটকেও ইসলামি গোঁড়ামির বদলে উপমহাদেশীয় ও বিশ্ব রাজনীতি দিয়ে বুঝতে হবে। কথা বললেন সেমন্তী ঘোষ। মার্কিন যুক্তরাষ্ট্রে টাফ্ট্স ইউনিভার্সিটির শিক্ষক, পাকিস্তানি ইতিহাসবিদ আয়েশা জালাল-এর প্রথম বই বলেছিল: ধর্ম নয়, পাকিস্তান দেশটির জন্মের কারণ ছিল রাজনীতি। তাঁর সাম্প্রতিকতম বই বলছে, পাকিস্তানের বর্তমান সংকটকেও ইসলামি গোঁড়ামির বদলে উপমহাদেশীয় ও বিশ্ব রাজনীতি দিয়ে বুঝতে হবে। কথা বললেন সেমন্তী ঘোষ।

ঝুঁকি নিয়েও। লাহৌর, ৫ জানুয়ারি, ২০১৫। ছবি: রয়টার্স।

ঝুঁকি নিয়েও। লাহৌর, ৫ জানুয়ারি, ২০১৫। ছবি: রয়টার্স।

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০০
Share: Save:

আপনার নতুন বই ‘দ্য স্ট্রাগ্ল ফর পাকিস্তান’-এর মূল কথা কি এই যে, পাকিস্তান কেবল ধর্মান্ধতা, জঙ্গি সংঘর্ষ, রক্তপাতের দেশ নয়, একটা ‘এনডিয়োর্যান্স’ বা দৃঢ়তার দেশ? অনেক বাধা সত্ত্বেও টিকে থাকার লড়াইয়ের গল্প?

দেখ, পাকিস্তান নিয়ে তো সকলের একটাই প্রশ্ন: দেশটা থাকবে কি না। কত দিন থাকবে। অথচ আশ্চর্য, পাকিস্তান কিন্তু ‘থেকে’ গেছে, ‘থেকে’ যাচ্ছে। এত সংকট, দ্বন্দ্ব, এগুলি যে শুধু ১৯৪৭-পরবর্তী ঘটনা নয়, বরং দেশভাগের ইতিহাসের সঙ্গে জড়িত, অর্থাৎ ভারতের সঙ্গে, ও বৃহত্তর অর্থে বিশ্ব-ইতিহাসের সঙ্গে জড়িত, কথাটা লোকে ভুলে যায়। অথচ ওই প্রেক্ষিতটাকে বাদ দিয়ে আজকের পাকিস্তানকে বোঝা অসম্ভব।

প্রেক্ষিত বোঝার জন্য যে সমমর্মিতা বা ‘এমপ্যাথি’ দরকার, ভারতীয়দের পক্ষে বোধহয় সেটা আয়ত্ত করা কঠিন। সে ক্ষেত্রে, ভাবলে কেমন হয়, যদি পাকিস্তান বলে কোনও দেশ দক্ষিণ এশিয়ায় আদৌ না-ই থাকে? যদি দেশটা একদম বিলুপ্ত হয়ে যায়? বিশ্ব রাজনীতির উপমহাদেশীয় সমস্যাগুলো তা হলে উবে যাবে তো? আসল কথা, পাকিস্তানের সংকট যে কেবল ধর্মীয় সংকট নয়, একটা রাজনৈতিক সংকট, এবং তার অনেকটাই যে ভারতের পরিস্থিতির সঙ্গে যুক্ত, এটা না বুঝলে চলবে না।

একটা সংকট কি খানিক কমেছে? সামরিক নিয়ন্ত্রণের ধরনটা কি পাল্টেছে?

বইটি এই সময়ে লেখার কারণটা এখানেই। ঠান্ডা যুদ্ধের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দরাজ সহায়তায় বিশ্বের নানা প্রান্তে স্বৈরতন্ত্রী শাসন তৈরি হয়। গত এক-দেড় দশকে কিন্তু সেখানে একটা বদল ঘটেছে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ গভীর থাকলেও নিয়ন্ত্রণের চরিত্রটা পাল্টেছে। ‘পাক সামরিক বাহিনী’ বলতে ভারত বোঝে একটাই এস্টাবলিশমেন্ট। এটা অত সহজ নয়। আগে পাকিস্তানে যখন ‘সামরিক দখল’ ঘটেছে, পুরো বাহিনী অংশ নেয়নি, বাহিনীর একটা অংশের জন্যই দখল অভিযান হয়েছে। ১৯৫৮’য় আয়ুব খানের মার্শাল ল’-র সময়ে তাঁর সহচর গোষ্ঠীই কাজটা করেন, গোটা বাহিনী যুক্ত ছিল না।

পাক সামরিক বাহিনীও অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। পারভেজ মুশারফ প্রেসিডেন্ট হওয়ার আগে পরিস্থিতি যে রকম ছিল, এখন তা নেই। সেনাবাহিনীও বুঝেছে যে দেশ হিসেবে পাকিস্তান যথেষ্ট জটিল। একটা পার্টনারশিপ দরকার, অসামরিক ও সামরিক ক্ষমতার পার্টনারশিপ। মিলিটারি নিয়ন্ত্রণ এখনও রয়েছে, পরিস্থিতি না পাল্টালে ভবিষ্যতেও থাকবে। কিন্তু তার মানে এই নয় যে, সেই নিয়ন্ত্রণের প্রকৃতি আগের মতোই আছে। এই বই লেখার পিছনে এটা একটা জরুরি উপলব্ধি। এখনও দেশ জুড়ে অনেক দুর্নীতি। রাজনীতির নামে বহু ভণ্ডামি। কিন্তু পাকিস্তানের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে ২০০৮ সালে। রাজনীতিকরা, সামরিক নেতারাও, সকলেই বুঝতে পেরেছেন যে ক্ষমতার একটা সীমা থাকে। সেটাকে যত ইচ্ছা প্রসারিত করা যায় না। করলে উল্টো সংকট তৈরি হয়। একটা কমপ্রোমাইজ প্রয়োজন। পাক রাজনৈতিক এস্টাবলিশমেন্ট এখন জানে যে, নিজেদের রাজনৈতিক সংঘর্ষকে এমন বিন্দুতে নিয়ে যাওয়া উচিত হবে না যেখানে মিলিটারি হস্তক্ষেপ অবধারিত হয়, আর তাদের অস্তিত্বই বিপন্ন হয়ে দাঁড়ায়। সামরিক বাহিনীও জানে যে, চালকের আসনে না বসে তাদের বসতে হবে চালকের পিছনের আসনে। গণতন্ত্রের জন্য এটাই প্রাথমিক শিক্ষা। প্রথম সিঁড়ি।

তুমি বলতে পারো, ইমরান খানের আন্দোলনের সময়ে রাজনীতির প্রকাশ্য মঞ্চে সামরিক বাহিনীর ঢুকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু মনে রাখা দরকার, বিরোধী দলগুলি সেটা কিছুতেই হতে দেয়নি, তারা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর পাশে দাঁড়াতে রাজি হয়নি!

কিন্তু ইমরান খানের পিছনে কি সামরিক সমর্থন ছিল না?

ইমরান খান সত্যিই সামরিক হাইকম্যান্ডের নির্দেশে চলছিলেন কি না, বলা শক্ত। কিন্তু এটুকু বোঝাই যায় যে সামরিক হাইকম্যান্ড প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে একেবারেই পছন্দ করছিল না। একে তো মুশারফ-এর মামলা চালানোটা তাদের সামরিক স্বার্থের প্রতিকূল। প্রাক্তন বা সিনিয়র অফিসাররা ইমরান খানকে সমর্থন করেন, কারণ কোনও প্রাক্তন সামরিক জেনারেলকে এ ভাবে অপদস্থ হতে দেখা তাঁদের পক্ষে অবমাননাকর। তবে, সামরিক হাইকম্যান্ড মাঝে মধ্যে এ ভাবে নেতাদের ক্ষমতার বহর পরীক্ষা করে দেখতে চায়, যাকে বলে ‘টেস্টিং দ্য ওয়াটার্স’। ইমরান খানের সমর্থনে যদি সে দিন লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে পড়ত, হয়তো ব্যাপারটা অন্য রকম হত। হয়তো মিলিটারি হাইকম্যান্ড-ও অন্য কিছু ভাবত। কিন্তু শেষ পর্যন্ত যখন তাঁর পক্ষে মাত্র হাজার কয়েক লোক দেখা দিল, তার অর্থটাই পাল্টে গেল। মিলিটারি কেনই বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাইবে? সে তো এমনিতেই রাজনীতির অনেকটা নিয়ন্ত্রণ করে থাকে, সামনে না এসেই। তাদের হাতে ক্ষমতাটা আছে, কিন্তু কোনও দায় নেই...

সেই ‘দ্বৈতশাসন’-এর মতো, এক দিকে ক্ষমতা। দায় নেই। অন্য দিকে দায়। ক্ষমতা নেই।

ঠিক তাই। সেনাবাহিনী পাকিস্তানে প্রভাবশালী থেকেই যাবে। একমাত্র সময়ের সঙ্গে সঙ্গেই পরিস্থিতির বদল সম্ভব। এই মুহূর্তে পাকিস্তানের গণতন্ত্র প্রবল নড়বড়ে। কিন্তু তার মানে কি এই যে, সেটা এক্ষুনি ভেঙে দেওয়া দরকার? ‘নড়বড়ে’ গণতন্ত্রের মধ্য দিয়েই পাকিস্তানকে গণতন্ত্রের পথে এগোতে হবে। তিরিশ বছরের ইতিহাস তো এক ফুঁয়ে উড়িয়ে দেওয়া যাবে না। এই নড়বড়ে গণতন্ত্রকেও অনেকগুলো দশক দিতে হবে, তিরিশ বছর, বা আরও বেশি! তবেই বলতে পারব, পাকিস্তান পারল, না কি পারল না। তার আগে ‘ফেলড্ স্টেট’ বা ব্যর্থ রাষ্ট্র বলে চেঁচামেচি করে লাভ নেই।

ঠিক এই জন্যই, পাকিস্তানকে যে ভাবে দেখা হয়-- হয় সংকটের একটা ‘ব্লক’ হিসেবে, নয়তো একচ্ছত্র ইসলামি প্রতাপের দেশ হিসেবে, তাতে আমার এত আপত্তি। দশকের পর দশক ধরে দেশটা এক জায়গায় দাঁড়িয়ে নেই, সমানে পাল্টাচ্ছে। আমার বই-এর রাজনৈতিক ন্যারেটিভ এই পাল্টানোর ক্ষেত্রগুলোর উপর জোর দিতে চায়।

চরমপন্থী ইসলামের প্রভাবে কি রাজনৈতিক এস্টাবলিশমেন্ট আরও সংঘর্ষপূর্ণ হয়ে উঠছে?

নিশ্চয়ই। কিন্তু সেটা শুরু হয়েছে তিন দশক আগে, প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে। জিয়া যখন আফগান মুজাহিদিনদের ব্যাপক ভাবে পুষ্ট করতে শুরু করলেন, তখন থেকেই। তার আগে পাকিস্তান ছিল যথেষ্ট ‘মডারেট’ ইসলামি দেশ। অন্যান্য মুসলিম দেশের সঙ্গে তুলনা করেই কথাটা বলছি। লোকে ভাবে, ধর্মের উপর ভিত্তি করেই পাকিস্তান দেশটা তৈরি হয়েছিল। তাই তার আজকের এই পরিস্থিতি অবধারিত। ১৯৪৭ সালের পর আজকের ইতিহাসের মধ্যে একটা সরলরেখা টানা যায়। সুবিধেমতো ভুলে যাওয়া যায় যে এর মধ্যে এমন অনেক কিছু ঘটেছে যেটা না-ও ঘটতে পারত। অথচ সেগুলো ঘটার ফলেই কিন্তু পাকিস্তান রাজনীতি একটা বিশেষ দিকে চালিত হল, আজকের পরিস্থিতিতে পৌঁছল। তোমাদের দেশের ‘নিউজ অ্যাঙ্কর’-দের এই ইতিহাসটা ঠিক ভাবে বোঝার দরকার, পাকিস্তান বলতে ওদের মাথায় কেবল একটা স্থির, অনড় ধারণা থাকে। ২০০৭-০৮ সালের ঘটনাগুলো মনে আছে? আইনজীবীদের আন্দোলন, বিরোধী নেত্রী বেনজির ভুট্টোর সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার বা মেয়েদের অধিকারের দাবি। প্রেসিডেন্ট মুশারফও কিন্তু এক ধরনের মধ্যপন্থা দিয়েই দেশ চালাতেন।

সেই ধারাটি এখনও রয়েছে। পেশওয়ারের ঘটনার পর ১৯ ডিসেম্বর তালিবান-বিরোধিতায় যাঁরা রাস্তায় নেমেছিলেন, কয়েকশো মানুষ, খুব বেশি নয়, তাঁরা কিন্তু জানতেন যে তাঁদের প্রত্যেকেরই হয়তো এ জন্য মৃত্যু বরণ করতে হবে। তবু তাঁরা না বেরিয়ে পারেননি। মানুষের পরিবার থাকে, দায়িত্ব থাকে, তার মধ্যে এত বড় ঝুঁকি নেওয়া সহজ কথা নয়। আর এই মৃত্যুভয় দিয়েই বহু লোককে চুপ করিয়ে দেওয়া যায়। ‘সাইলেন্সিং’-এর প্রক্রিয়াটাই তো সবচেয়ে ভয়ানক। ধর্মদ্রোহ আইনটাও পাশ হয়েছে এই চাপেই। তাই তালিবান জঙ্গিদের থেকেও বেশি ভয়ঙ্কর সমাজের ভেতরকার এই ‘সাইলেন্সিং’। কিন্তু এটাই বলে দেয়, অন্য একটা সমাজ আছে বলেই সাইলেন্সিং দরকার। কিন্তু রাজনীতির জন্যই আবার বাকি সমাজের অনেককে অনেক রকম কনসেশন পাইয়ে দেওয়ার চল থাকে। ছোটখাটো কনসেশন হয়তো, কিন্তু তার জন্যই অনেকে আর বেরিয়ে আসার কথা ভাবেন না।

এর মধ্যে গণতন্ত্রের আশা কতটুকু দেখেন?

এই সব দ্বন্দ্ব থেকেই যাবে, হয়তো আরও জটিল হবে। কিন্তু তার মধ্য দিয়েও একটা পথ দরকার। প্রতিষ্ঠানগুলি যাতে ঠিক মতো কাজ করে, সেটা নিশ্চিত করা, সেগুলোকে কার্যকর, শক্তিশালী করা দরকার। এটা রাজনৈতিক যাত্রা। দেখতে হবে, এটা যাতে সচল থাকে। অনেকেই বুঝতে পারছেন, এটা একটা প্রক্রিয়া, প্রক্রিয়াটা চালু রাখতে হবে। লক্ষ করো, পাকিস্তানের বড় শহরে কিংবা মফস্সলে, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলিতে সব দুর্নীতি, স্বজনপোষণ সত্ত্বেও প্রতিষ্ঠানগুলি এক রকম ভাবে চলছে। প্রয়োজনে মানুষ সেখানেই যাচ্ছেন। এইটুকু না থাকলে তো আর কোনও আশাই থাকত না। এইটাই তো পথ, গণতন্ত্র না হলেও গণতন্ত্রের দিকে যাওয়ার পথ!

শিক্ষার কথা ধরো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন আইন, ইতিহাস, বা মানবিক শাখার অন্যান্য বিষয় পড়ানোর সময় ‘কানেক্ট-ক্লাসরুম’ প্রোজেক্টের মাধ্যমে বাইরের দেশের ক্লাসের সঙ্গে সংযোগ তৈরি করা হচ্ছে। অন্যরা কে কী ভাবে ভাবছে, তার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় হচ্ছে। আগে তো এমন কোনও সুযোগই ছিল না। পাকিস্তানি ইতিহাস বইয়ে যা লেখা হত, তা-ই ওরা সত্যি বলে জানত। এখন ‘ক্রস চেকিং’-এর সুযোগ হচ্ছে, অন্যান্য দৃষ্টিভঙ্গি জানার জানলা তৈরি হচ্ছে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই হয়তো আস্তে আস্তে বদল আনতে পারে। কেবল নেতিটা না ভেবে এগুলোও ভাবা যায়!

এগুলো তো এ দেশ থেকে জানাই যায় না..

সেটাই একটা বিরাট সমস্যা। ভারতের ক্ষেত্রে এই ধরনের সংযোগ তৈরি করা এক্ষুনি জরুরি। আর সব কিছু বাদ দিয়ে ভারত আর পাকিস্তান যদি নিজেদের ক্লাসরুমের মধ্যে এই যোগাযোগ নির্মাণ করতে পারে, পাকিস্তান দেশটা কী ও কেন, এটাও ভারত থেকে আর একটু পরিষ্কার করে বোঝা যাবে। পাকিস্তানি ছেলেমেয়েরাও হয়তো নিজেদের এবং অন্যদের নতুন চোখে দেখার একটা সুযোগ পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

post editorial ayesha jalal semanti ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE