রাজনৈতিক নেতাদের সঙ্গে সাংবাদিকদের জেলা সফর নতুন নয়। প্রফুল্ল সেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনিও তাঁর গাড়িতে করে সাংবাদিকদের সঙ্গে নিয়ে জেলা সফরে যেতেন। তাঁদের সঙ্গে তাস খেলতেন। গান শুনতেন। কিন্তু, রানাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার এ বারের সফর অটলবিহারী বাজপেয়ী-লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে অতীতের সফরের অভিজ্ঞতাকেও ছাপিয়ে গেল।
রানাঘাটের ওই এলাকাটি খ্রিস্টান অধ্যুষিত। যদিও এই গ্রামে ২৫ ডিসেম্বর যে ভাবে বড়দিন পালিত হয়, ঠিক সে ভাবে দুর্গাপুজোও হয়। জাতীয় সড়ক ধরে রানাঘাটে ঢোকার মুখে মমতা প্রথম দেখেন, সার সার লরি দাঁড়িয়ে রয়েছে। প্রথমে তিনি ভেবেছিলেন, এখানে কোনও রেলগেট আছে। কিন্তু, পরে তিনি জানতে পারেন, একটি মিছিল সেখান দিয়ে যাবে বলে সমস্ত লরি আটকে দেওয়া হয়েছে। লরিগুলির গন্তব্য ভিন্ রাজ্য। মুখ্যমন্ত্রী বিষয়টি জানতে পেরে বেজায় অসন্তুষ্ট হন। প্রশ্ন তোলেন, কেন এগুলিকে আটকে রাখা হবে? তার পর পুলিশকে বকতে বকতে নিজেই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন।
তখনও কিন্তু বিক্ষোভের কোনও আভাস ছিল না। মমতা প্রথমে স্কুলটি পরিদর্শন করলেন। তার পর গেলেন হাসপাতালে। সেখানে গিয়ে দেখা করলেন সেই নির্যাতিতা সন্ন্যাসিনীর সঙ্গে। হাসপাতালে বৈঠক করলেন বিশপদের সঙ্গে। এমনকী, রোম থেকে আসা পাদরি প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করলেন তিনি। বেরিয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বললেন। এ বার ফেরার সময় হঠাত্ই দেখা গেল মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে দেওয়া হল। মুখ্যমন্ত্রী যে হেতু কোনও কনভয় ব্যবহার করেন না, তাই সে ভাবে পুলিশের কোনও কর্ডন ছিল না। বিক্ষোভকারীদের মধ্যে অনেক অল্পবয়সী ছাত্রছাত্রী যেমন ছিল, তেমনই অনেক মহিলাও ছিলেন। তাঁরা স্লোগান দিতে লাগলেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। আর কিছু লোক স্লোগান দিলেন, ‘সিবিআই তদন্ত চাই।’
পাদরিরা এসে বললেন, ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান। আর জেলা পুলিশের কর্তারাও বললেন, আপনি বেরিয়ে যান। বিক্ষোভে মাত্র দু’-চার জন রয়েছেন, তাঁদের সরিয়ে দেব আমরা। কিন্তু মমতা তখন ধনুকভাঙা পণ করলেন। গাড়িতে রাখা মাইক নিয়ে বললেন, “আন্দোলন থেকে উঠে এসেছি আমি। পুলিশের সাহায্য নিয়ে আমি বেরিয়ে যাব না। থাকতে হলে থাকব। সারা রাত থাকব। সিপিএম ও বিজেপি যৌথ ভাবে এই বিক্ষোভ করছে। আমি সরছি না এখান থেকে।”
তখন পাদরিরা পড়ে গেলেন ফ্যাসাদে। তাঁরা মমতার কাছে এসে ক্ষমা চাইছেন, আমরা দুঃখিত, আমরা এটা নিয়ে রাজনীতি করতে চাইছি না। উল্টে যে প্রধান পাদরি ছিলেন, তিনি মমতারই গাড়ির উপর দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে ঘোষণা করলেন, আপনারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলেন। শান্তিপূর্ণ ভাবে যে ভাবে শুরু হয়েছিল, সে ভাবেই শেষ হওয়া উচিত। আপনারা সরে যান। কিন্তু বিক্ষোভকারীরা গেলেন না। পাদরিরা মমতাকে জানালেন, ঠিক ছিল কোনও দলের নয়, সমস্ত সাধারণ মানুষ হাতে মোমবাতি নিয়ে মিছিল করবেন। সকলে চেতনাসভা করবে। আর দোষীদের শাস্তির দাবি জানাবে।
এরই মধ্যে স্থানীয় বিধায়ক, জেলা পরিষদের সভাপতিও এসে গিয়েছেন। উত্তেজনা তখন এমন জায়গায় পৌঁছয়, মনে হচ্ছিল বিক্ষোভকারীদের সঙ্গে তৃণমূলের মারামারি শুরু হয়ে যাবে। কিন্তু, মমতা গাড়িচালককে উল্টে বললেন, স্টার্ট বন্ধ করে দিতে। গাড়ির স্টার্ট চালু থাকলে বরং মনে হতে পারে, আমি চলে যাব। কিন্তু পাদরিদের অনুরোধের পরেও ভিড় কিছুতেই সরছে না। তখন মমতা তৃণমূলের কর্মীদেরই শান্ত করার চেষ্টা করলেন। মাইকে ঘোষণা করলেন, আমি চাইছি না বিক্ষোভকারীদের প্ররোচনায় কেউ পা দিক। তোমরা মারামারি কোরো না। পুলিশকেও বললেন, লাঠিচার্জ করবেন না। তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় পাদরিরাই বললেন, আমরা তা হলে চলে যাচ্ছি চেতনাসভায়। তাঁরা চলে যাওয়ার পর মমতা গাড়ি স্টার্ট দিলেন। কিন্তু বিক্ষোভ তখনও চলছিল। মমতা শিবিরের আপাত ভাবে মনে হচ্ছে, সূর্যকান্ত মিশ্র সেখানে ঘুরে এসেছেন। বিজেপিও এটি নিয়ে রাজনীতি করছে। বিজেপি ও সিপিএম উভয়ে এটিকে রাজনৈতিক চাল হিসেবে ব্যবহার করছে। কিন্তু, মমতা তাঁর পাল্টা স্লোগান তুললেন, বিজেপি-সিপিএম গো ব্যাক। মমতা দেখিয়ে দিলেন, লড়াকু মমতা এখনও মরে যায়নি। বুঝিয়ে দিলেন, বিরোধীরা রাজনীতি করলেও এটি আসলে একটি মানবিক বিষয়। সিপিএমের জমানাতেও এ ধরনের ঘটনা আমি প্রচুর দেখেছি। বানতলার ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই সময় মমতা রাইটার্সে এসেছিলেন। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন।
প্রতিবাদে প্রতিরোধে উত্তাল রানাঘাট