Advertisement
২০ এপ্রিল ২০২৪

দিল্লি ডায়েরি

অবসরের সময় এগিয়ে আসছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রকে দেখে মনে হচ্ছে, খোশমেজাজেই রয়েছেন তিনি। সে দিনই এক আইনজীবী তাঁর মামলা দ্রুত শুনানির আর্জি জানিয়ে যুক্তি দিয়েছিলেন, এই মামলার শুনানি অগস্টে হওয়ার কথা ছিল। পরে সেপ্টেম্বরে শুনানির কথা হল, এখন নভেম্বরে পিছিয়ে গিয়েছে।

জয়ন্ত ঘোষাল, প্রেমাংশু চৌধুরী
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

দুই বিচারপতির এজলাস দু’রকম

অবসরের সময় এগিয়ে আসছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রকে দেখে মনে হচ্ছে, খোশমেজাজেই রয়েছেন তিনি। সে দিনই এক আইনজীবী তাঁর মামলা দ্রুত শুনানির আর্জি জানিয়ে যুক্তি দিয়েছিলেন, এই মামলার শুনানি অগস্টে হওয়ার কথা ছিল। পরে সেপ্টেম্বরে শুনানির কথা হল, এখন নভেম্বরে পিছিয়ে গিয়েছে। মামলাকারীর বয়স ৯৭, যাঁর বিরুদ্ধে মামলা, তাঁর বয়স ৮৬। প্রধান বিচারপতি কপট গাম্ভীর্য নিয়ে বললেন, ‘‘আশা করি, এটা দাম্পত্য কলহের মামলা নয়, ওঁরা বিবাহবিচ্ছেদের মামলা করেননি!’’ পাশের এজলাসে ভাবী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কড়া মেজাজের জন্য পরিচিত। পান থেকে চুন খসলেই বিপদ। এক মামলায় নির্দেশ লেখানো শুরু করেছিলেন বিচারপতি গগৈ, আইনজীবী মাঝখানে কিছু বলতে যাওয়ায় বিচারপতি তাঁকে সোজাসুজি বলেন, ‘‘আপনি বোধ হয় এই বেঞ্চে আগে আসেননি।’’ আইনজীবী বলেন, ‘‘আমার সওয়াল এখনও শেষ হয়নি।’’ বিচারপতি গগৈ বলেন, ‘‘আমি তো আপনার পক্ষেই নির্দেশ দিচ্ছিলাম। কথা যখন শেষ হয়নি, তখন দু’সপ্তাহ পরে আবার আসবেন।’’

দু’জনে: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র। ডান দিকে, বিচারপতি রঞ্জন গগৈ

হাতে রইল

গত সপ্তাহ-শেষের গল্প। প্রধানমন্ত্রী বিকেলে অর্থনীতি নিয়ে বৈঠকে বসবেন, ডাক পড়বে তাঁর আর্থিক পরামর্শদাতাদের, অন্য অর্থনীতিবিদদেরও। সকাল থেকেই তাই প্রস্তুত অর্থনীতিবিদরা। কেউ ডলার-টাকার রেখচিত্র ঝালিয়ে নিচ্ছেন, কেউ বানাচ্ছেন পাওয়ার পয়েন্ট প্রেজ়েন্টেশন, তার মধ্যেই খবর নেওয়া: পিএমও থেকে ফোন এসেছিল? বাইরে ধূমপান করতে যাওয়ার সময় ফোন বেজে যায়নি তো? ফোন শেষ পর্যন্ত এল না। বৈঠক হল, অর্থ মন্ত্রকের আমলারা ছাড়া অন্য কারও ডাক পড়ল না।

সেই ট্রাডিশন

নর্থ ব্লকের আমলা স্তরে এখন জোর আলোচনা, নতুন রাজস্ব সচিব কে হবেন? হাসমুখ আঢিয়া বর্তমানে রাজস্ব সচিব, অর্থসচিবও বটে। নভেম্বরে গুজরাত কাডার-এর এই অফিসারের অবসর নেওয়ার কথা। পরবর্তী রাজস্ব সচিব হওয়ার দৌড়েও এগিয়ে দুই গুজরাত কাডার-এর অফিসার। এক জন গিরিশচন্দ্র মুর্মু। নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত মুর্মু এখন রাজস্ব দফতরেরই বিশেষ সচিব। আর এক জন গুজরাতের বাণিজ্যকর দফতরের কমিশনার পি ডি বাঘেলা। ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় সরকারের সচিব স্তরের পদমর্যাদা পেয়েছেন। শোনা যাচ্ছে, তাঁকে এ বার গুজরাত থেকে দিল্লিতে নর্থ ব্লকে নিয়ে আসা হতে পারে। রাজস্ব সচিব যে-ই হোন, গুজরাত কাডার-এর অফিসারদের রাজত্বে দাঁড়ি পড়ছে না।

মসজিদে মোহর

গুনে গুনে ২৫৪টা তামার মুদ্রা— মাটির কলসি ভর্তি। বয়স কম করে ৬০০ বছর! দক্ষিণ দিল্লির খিড়কি মসজিদের প্রধান ফটকের সামনে কোদাল চালাতে উঠে এসেছে কলসি। শের শাহ ও লোদি আমলের মুদ্রা বলে পুরাতত্ত্ব বিভাগের অনুমান। কারণ চতুর্দশ শতাব্দীতে ওই মসজিদ তৈরি করেছিলেন ফিরোজ় শাহ তুঘলকের প্রধান মন্ত্রী খান-ই-জাহান জুনান শাহ। মসজিদে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছিল, এ বার আরও গভীরে মাটি খোঁড়া হবে। সংস্কৃতি মন্ত্রকের এক রসিক কর্তার মন্তব্য, সরকার যে ভাবে কালো টাকার খোঁজ চালাচ্ছে, এমন দু’এক ঘড়া লুকোনো মোহর উদ্ধার না হওয়াটাই আশ্চর্য, হোক না লোদি আমলের!

কার মাথা থেকে

নজরকাড়া: ‘প্রিয়্যাম্বল’-এর মেনু

ক্লাবের নাম ‘কনস্টিটিউশন’ হলে তার রেস্তরাঁর নাম ‘প্রিয়্যাম্বল’ হবে, আশ্চর্য কী! দিল্লিতে সাংসদদের কনস্টিটিউশন ক্লাব-এ নতুন রেস্তরাঁর নাম ‘প্রিয়্যাম্বল’। স্বাধীনতার পরে সংবিধান তৈরির কাজ চলার সময় গণপরিষদের সদস্যদের জন্য এই ক্লাব খোলা হয়েছিল। এখন প্রাক্তন ও বর্তমান সাংসদরা মিলে সেটি চালান। ক্লাব সংস্কারের পর নতুন করে রেস্তরাঁ খুলেছে, মেনুতে মিলছে ইউরোপ, পূর্ব এশিয়া ও ভারতের নানা রাজ্যের খাবার। অনেকেরই প্রশ্ন, এমন নাম কার মাথায় এল? এর আগে ক্লাবের সেলুনের নাম হয়েছিল ‘গিলোটিন’!

পুজোয় বইমেলা

দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ার ঠিক আগে বইমেলা। দিল্লির বাঙালিপাড়া চিত্তরঞ্জন পার্কে, ২৮ সেপ্টেম্বর-৭ অক্টোবর। বইমেলার নাম ‘বই নিয়ে হৈচৈ’। প্রাধান্য থাকবে বাংলা বইয়েরই। কলকাতা থেকে আসা প্রকাশক, বই-বিক্রেতাদের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন রাজধানীর বাঙালিরা। মেলা উদ্বোধন করবেন তরুণ সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE