Advertisement
২০ এপ্রিল ২০২৪

সবার রঙে রং মেলানোর মানসিকতা থাকতে হবে আজ

এক একটা সময় আসে, যখন সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব ইত্যাদি শব্দ বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।

আজ সব রং প্রিয় হয়ে উঠুক। আজ রং শুধু রঙিন হয়ে ওঠার উপকরণ হয়ে উঠুক। ছবি: বিশ্বনাথ মশান।

আজ সব রং প্রিয় হয়ে উঠুক। আজ রং শুধু রঙিন হয়ে ওঠার উপকরণ হয়ে উঠুক। ছবি: বিশ্বনাথ মশান।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০০:৪২
Share: Save:

দোলযাত্রার শুভেচ্ছা প্রত্যেক পাঠককে। এমন একটা সময়ে রঙের উৎসব এল এ বার, যখন আবহে রয়েছে উৎসবের রং— গণতন্ত্রের বৃহত্তম উৎসব। রঙের উৎসব এবং গণতান্ত্রিক উৎসব— ভাল কাটুক যুগপৎ।

দোল বা হোলি যে সম্প্রীতির উৎসব, তা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু এক একটা সময় আসে, যখন সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব ইত্যাদি শব্দ বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।

অতএব, এ বারের দোলোৎসবে হিংসা, বিদ্বেষ বা সামাজিক দূরত্ব ভুলতে পারাই সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে ধরা দিক আমাদের প্রত্যেকের কাছে এমনটাই কাম্য। সবার রঙে রং মেলাতে যেন আমরা প্রত্যেকে সফল হই।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ভোটের মরসুম। রঙে রঙে বিভেদের আবহ তৈরি হয়েছে অবধারিত ভাবে। আজকের দিনটার জন্য অন্তত যেন ভুলতে পারি আমরা সেই বিভাজন। আজ সব রং প্রিয় হয়ে উঠুক। আজ রং শুধু রঙিন হয়ে ওঠার উপকরণ হয়ে উঠুক। আমাদের সামাজিক বন্ধনের দৃঢ়তা কতখানি, প্রমাণ হয়ে যাক আরও একবার।

সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার ইনবক্সে পেতে চান? সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

সবাই নিরাপদে উৎসবে মাতুন। আনন্দে থাকুন। আর আসুন আমরা সবাই মিলে খেয়াল রাখি, আমার আনন্দ যেন অন্য কারও অশান্তির কারণ না হয়। সবাই মিলে এইগুলো খেয়াল রাখতে পারলেই দোল সবচেয়ে রঙিন হয়ে ধরা দেবে। শুভ দোলযাত্রা।

আরও পড়ুন: একের উদ্‌যাপন যেন অন্যের অসুবিধার কারণ হয়ে না ওঠে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE