Follow us
Anandabazar Patrika - Bengali Newspaper
৮ ফাল্গুন ১৪২৫ বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি ২০১৯
  • প্রথম পাতা
    • কলকাতার খবর
  • কলকাতা
    • কলকাতার খবর
    • পশ্চিমবঙ্গের খবর
    • উত্তরবঙ্গ
    • হাওড়া ও হুগলি
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া-মুর্শিদাবাদ
    • পুরুলিয়া-বীরভূম-বাঁকুড়া
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • রাজ্য
    • পশ্চিমবঙ্গের খবর
    • উত্তরবঙ্গ
    • হাওড়া ও হুগলি
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া-মুর্শিদাবাদ
    • পুরুলিয়া-বীরভূম-বাঁকুড়া
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • দেশের খবর
  • দেশ
    • দেশের খবর
    • আন্তর্জাতিক খবর
    • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
    • আন্তর্জাতিক খবর
    • বাংলাদেশ
    • ব্যবসার খবর
  • ব্যবসা
    • ব্যবসার খবর
    • সম্পাদকীয় প্রতিবেদন
    • সম্পাদক সমীপেষু
    • শাহি সমাচার
  • সম্পাদকীয়
    • সম্পাদকীয় প্রতিবেদন
    • সম্পাদক সমীপেষু
    • শাহি সমাচার
    • বিজ্ঞান-প্রযুক্তির খবর
  • বিজ্ঞান
    • বিজ্ঞান-প্রযুক্তির খবর
    • খেলার খবর
  • খেলা
    • খেলার খবর
    • বিনোদনের খবর
    • আনন্দপ্লাস
  • বিনোদন
    • বিনোদনের খবর
    • আনন্দপ্লাস
    • লাইফস্টাইলের খবর
    • মানবী
    • বেড়ানো
    • রান্নাবান্না
  • লাইফস্টাইল
    • লাইফস্টাইলের খবর
    • মানবী
    • বেড়ানো
    • রান্নাবান্না
    • রাশিফল
    • আজ জন্মদিন হলে
    • আপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর
    • জ্যোতিষকথা
    • শুভ দিন
  • জীবনরেখা
    • রাশিফল
    • জ্যোতিষকথা
    • শুভ দিন
    • গ্যালারি
  • ফোটো
    • গ্যালারি
    • রবিবাসরীয়
    • পত্রিকা
    • কলকাতার কড়চা
    • পুস্তক পরিচয়
  • অন্যান্য
    • রবিবাসরীয়
    • পত্রিকা
    • কলকাতার কড়চা
    • পুস্তক পরিচয়
    • অবকাশে
    • কুইজ
    • জানেন কী
    • ভিডিও
    • কমিকস
  • অবসর
    • অবকাশে
    • কুইজ
    • জানেন কী
    • ভিডিও
    • কমিকস
  • রান্নাবান্না
  • রান্নাবান্না
  • আনন্দবাজার
  • সম্পাদকীয়
  • সম্পাদক সমীপেষু
Farmers
সম্পাদক সমীপেষু: প্রতারিত চাষি
এই ধান ক্রয়ের কোনও পাকা রসিদ চাষিদের দেওয়া হয় না, আমাকেও দেওয়া হয়নি। ধানের ওজন হাতে লিখে দেওয়া হয়েছে। সরকারি মূল্য ১৭৫০ টাকা কুইন্টাল হিসেবে আমার পাওয়ার কথা বাইশ হাজার সাতশো বত্রিশ টাকা। কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে কুড়ি হাজার পাঁচশো বাষট্টি টাকা।
Ajit
সম্পাদক সমীপেষু: অজিতকুমার ও রবিস্নেহ
স্কটিশ চার্চ কলেজ থেকে সদ্য স্নাতক হওয়া অজিতকুমার শান্তিনিকেতন আশ্রমে যোগ দিয়েছিলেন পরিবারের প্রতি আর্থিক দায়দায়িত্ব পালনের ব্যাপারটিকে গৌণ জ্ঞান করেই।
swamiji
সম্পাদক সমীপেষু: স্বামীজির আশঙ্কা
এই চিত্তসঙ্কট মিসেস বুলের কাছে ধরা পড়েছিল। মিসেস বুল স্বামীজিকে ১৯০০ সালের মে মাসে লিখলেন, ‘‘না, বিষয়ে জড়িয়ে আপনাকে বিষয়ী হতে হবে না। আপনি বিষয়বিরাগী সন্ন্যাসীই থাকুন, তাতেই পৃথিবীর মঙ্গল।’’
edit
সম্পাদক সমীপেষু: ভারতে বিজ্ঞান
সাত হাজার বছর আগেকার ভারতীয় উড়োজাহাজ, সুদর্শন চক্র যে আদতে দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, সঞ্জয় কর্তৃক কুরুক্ষেত্রের যুদ্ধের সরাসরি সম্প্রচার, গণেশের মাথায় প্লাস্টিক সার্জারি, সুপ্রাচীন ভারতে টেস্টটিউব বেবি
Gandhi
সম্পাদক সমীপেষু: গাঁধীজির গোঁড়ামি
এর পাশাপাশি কয়েকটি ঘটনা— ১) ১৯৩৪ সালে বিহারে ভয়াবহ ভূমিকম্প হয়। প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৭২৫৩ জন। গাঁধী তখন ‘হরিজন’ পত্রিকায় একটি বিবৃতি দিয়েছিলেন, যাতে বলা হয়েছিল, ‘‘বিহারের বর্ণহিন্দুদের অস্পৃশ্যতা-পাপই ওই ধ্বংসলীলার মূল কারণ। রুদ্র বিধাতার কাছ থেকে পাপের শাস্তিরূপেই এমন ধ্বংসের কঠোর শাস্তি নেমে এসেছে।’’
6edit4
সম্পাদক সমীপেষু: মানুষ ও কুকুর
পত্রের বিষয়ে কিছু বলতে চাই। কুকুরছানা পিটিয়ে মারার ব্যাপারে অধিকাংশ পত্রলেখকরা একমত হয়েছেন এই বলে যে, কুকুররা মানুষদের কামড়ায়, তাই মানুষরা তাদের পিটিয়ে মারায় কোনও ভুল হয়নি
IPTA
সম্পাদক সমীপেষু: গণনাট্যের আদর্শ
লেখকের ‘সাবেকি বাস্তববাদ’ কথাটা বোধগম্য হল না। বাস্তববাদ তো সব সময় আধুনিক, গতিশীল। অনড় নয়। বাস্তবতা নির্ণীত হয় সমসাময়িকতার নিরিখে। রাশিয়ায় যে সব সময় দমনমূলক রীতি চাপিয়ে দেওয়া হয়েছে, তা বোধ হয় ঠিক নয়।
Bus
সম্পাদক সমীপেষু: বাসের ছাদে কেন
বাসের ভিতরের অবস্থাও বলার মতো নয়। বসার জায়গা ছেঁড়া ও ফাটা।
Zoo
সম্পাদক সমীপেষু: আশ্চর্য চিড়িয়াখানা
‘‘একস্থানে সিংহের স্ত্রীপুরুষ দুই আছে তাহার বয়স দেড় বৎসর সে পাণ্ডুবর্ণ নির্ম্মল শরীর তাহার লাঙ্গুল গোলাঙ্গুলাকৃতি কিন্তু অতিশান্ত যাহারা আহারাদি দেয় তাহাদের কথানুসারে সে চলে। ছোট২ চারি পাঁচ ব্রাঘ্র আছে তাহার মধ্যে একটা ব্রাঘ্র সে খোলসা ও মনুষ্যের দ্বেষ করে না ও সে মনুষ্যের মত খাটে শয়ন করে ও লোক নিযুক্ত আছে তাহাকে বাতাস করে।’’
সম্পাদক সমীপেষু: ভারতে ইউবিআই
ডক্টর বর্ধনের মতে, যে দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মেয়েরা বাইরে কাজ করেন না, ‘ইউনিভার্সাল বেসিক ইনকাম’ (ইউবিআই)-এর মাধ্যমে তাঁদের ক্ষমতায়নের পথ তৈরি হতে পারে। কিন্তু এ কথা অনস্বীকার্য যে অধিকাংশ মেয়ে এখনও আর্থিক লেনদেন ও আনুষঙ্গিক কাজকর্মের ক্ষেত্রে বাড়ির পুরুষ সদস্যদের উপর নির্ভরশীল। 
Hooking
সম্পাদক সমীপেষু: বিদ্যুৎ চুরি রুখতে
গ্রামে তো বিদ্যুতের লাইন হল, এ বার আবেদন জমা পড়ছে না সংযোগ নেওয়ার। যাঁদের আবেদন জমা পড়ল তাঁরা হলেন লাইনের শেষ প্রান্তের গ্রাহক। লাইন চালু হল এবং লাইনের আওতায় বাকি গ্রাহকরা আবেদন না করে, হুকিং করেই বিদ্যুৎ ব্যবহার শুরু করলেন।
Railway
সম্পাদক সমীপেষু: স্টেশনটা কোথায়?
আমার বাবা সারা জীবন দক্ষিণ পূর্ব রেলওয়ের সেবা করে ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন। ২০১৫ সালে বাবা আর আমি যখন বাংলাদেশ রওনা হলাম— উদ্দেশ্য ছিল, সেই দামুকদিয়া স্টেশনটা এক বার স্বচক্ষে দেখা। কিন্তু হায়, এ কী হল! গেদে বর্ডার পার হয়ে দর্শনা থেকে পার্বতীপুর (রকেট) লোকালে করে ভেড়ামারা যাচ্ছিলাম
Photo
সম্পাদক সমীপেষু: তাঁকে ভুল বুঝছেন
উদয়ন বন্দ্যোপাধ্যায়ের ‘সস্তা হাততালির রাজনীতি’ (৫-১) ও প্রদীপ নারায়ণ ধরের ‘ভন্ডামি’ (সম্পাদক সমীপেষু, ৩-১) শীর্ষক পত্রে সাভারকরের প্রসঙ্গ ওঠায় দু’চার কথা বলার তাগিদ অনুভব করলাম। গো-তাণ্ডব, দলিত দলন-সহ তথাকথিত হিন্দুত্ববাদীদের যাবতীয় অবিবেচক ও অনৈতিক কর্ম নিয়ে সংবৎসর সংবাদপত্রের রোষানলে বীর বিনায়ক দামোদর সাভারকর কেন দাহ হবেন, তা মর্মন্তুদ বিষয়।
Akshay Kumar Datta
সম্পাদক সমীপেষু: অক্ষয় ঐতিহ্য
‘বালি হাউস’-এর ঠিক দক্ষিণে এই জায়গাটি নিয়ে বছর ১৫ আগে আপনাদের পত্রিকায় বেশ কয়েক বার প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
Strike
সম্পাদক সমীপেষু: বন্‌ধ নয় কেন?
রাস্তাঘাটে, চায়ের দোকানে, বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা হলে আমরা আমাদের প্রতিবাদ আমাদের মতো করে উগরে দিই। এতে কাজের কাজ কী হয়, জানি না। 
Rath
সম্পাদক সমীপেষু: দশচক্রে বিজ্ঞান
হিগ্‌স-বোসন, দশচক্রে ভূত হওয়ার মতো, হাস্যকর ঈশ্বরকণায় পরিণত হয়েছে। আমেরিকার নোবেলজয়ী বিজ্ঞানী লিয়ো লেডারম্যান জনপ্রিয় বিজ্ঞানভাষণে অদ্বিতীয় ছিলেন।
Ishwar Chandra Vidyasagar
সম্পাদক সমীপেষু: বিদ্যাসাগর ২০০ এবং
জেনে রাখা ভাল, বেশ কয়েক বছর আগেই বড়বাজার ব্রাঞ্চের দিবা বিভাগের ছেলেদের স্কুলটি ছাত্রাভাবে উঠে গিয়েছে (ডিরেকগনাইজ়ড)। শিক্ষকদের কেউ বা অবসর নিয়েছেন। অন্যরা দু’তিনটি বিদ্যালয়ে স্থানান্তরিত হয়ে বর্তমানে কর্মরত। বৌবাজারের স্কুলটিরও বাংলা মাধ্যমে ছাত্রাভাব।
Ganges
সম্পাদক সমীপেষু: গঙ্গার দুর্দশা বুঝুন
‘গঙ্গার হার্টের অসুখ, হচ্ছে দাঁতের চিকিৎসা’ (৯-১) প্রতিবেদনের সূত্রে কিছু কথা। গত তিন দশক ধরে চলছে গঙ্গার দূষণ মুক্তির নামে কমিটি, টাস্ক ফোর্স, মন্ত্রক গঠন। শুরু গঙ্গা অ্যাকশন প্ল্যান ১৯৮৬-তে। গঙ্গার দূষণমুক্তি ও অবিরল প্রবাহের জন্য সরকারি স্তরে ব্যবস্থা করার পরিবর্তে পরিবেশ-বিরোধী কাজ হয়েছে, এখনও হচ্ছে।
CPM Flag
সম্পাদক সমীপেষু: বামপন্থী বন্‌ধ
এ বারের ধর্মঘটে সিপিএম দলের জারি করা কড়া নির্দেশিকায় ফল ফলেছে। নয়তো কর্মীরা এত মিছিল-পিকেটিং করতেন না, দলে দলে গ্রেফতার বরণ করতেন না। সাময়িক হলেও উজ্জীবিত হয়ে ওঠা কর্মীদের কাজকে আমজনতা কী চোখে দেখছে তা-ও বোঝা দরকার।
seats
যেমন কলি তেমনি চলি
নিজেদের রোজগার ও বিনোদনের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে।
Representational Image
সম্পাদক সমীপেষু: ‘কল্পবিজ্ঞান’ কংগ্রেস!
ব্রজদার দাবি, ভারতবর্ষে প্রাচীন কালে বেতারের অস্তিত্ব ছিল, কারণ অনেক খুঁড়াখুঁড়ি করেও কোনও তার পাওয়া যায়নি! 
Nasiruddin Shah
সম্পাদক সমীপেষু: দুশ্চিন্তা অমূলক
নাস্তিক চার্বাকদের সনাতন ভা‌রত কখনও বর্জন করেনি, বরং ঋষির মর্যাদা দান করেছিল। ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান গৌতম বুদ্ধ প্রচ্ছন্ন ভাবে নাস্তিকতার চর্চা করতেন।
Nirendranath Chakrabarty
সম্পাদক সমীপেষু: বড় মাপের মানুষ
এ বার মোবাইলে ফোন করলাম, জানতে চাইলাম, উনিই কবি নীরেন্দ্রনাথ কি না। বললেন, ‘‘হ্যাঁ, বলছি।’’ সমস্যাটা বললাম, তার পর আমার মতে ওঁর কবিতাটার ব্যাখ্যা ওঁকে শোনালাম।
Netaji
সম্পাদক সমীপেষু: নীতি আর পছন্দ
বরং নেহরু যে সে সময়ে সঙ্কট মেটাতে চেয়েছিলেন, তার অনেক প্রমাণ আছে।
Jawaharlal Nehru
সম্পাদক সমীপেষু: নেতাজি বনাম নেহরু
‘পটেল, নেতাজি’ (২৪-১১) শীর্ষক পত্রে লেখা হয়েছে, যদিও আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে জওহরলালের সঙ্গে সুভাষচন্দ্রের ব্যাপক মতবিরোধ ঘটেছিল, নেতাজির প্রতি নেহরুর ব্যক্তিগত অপছন্দ ছিল না।
Dwijen Mukhopadhyay
সম্পাদক সমীপেষু: সুরকারও ছিলেন
এ ছাড়াও দ্বিজেনবাবু ১৯৬৩ সালে জীবন গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘দুই নারী’ ছবিতে সুরারোপ করেছিলেন।
Money
সম্পাদক সমীপেষু: রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং
অভিরূপবাবু চারটে বিষয় নিয়ে সরকারের সঙ্গে বিরোধিতার কথা উল্লেখ করেছেন। প্রথম বিষয় অনাদায়ী ঋণ, যার মূল ও বিশাল অংশ বড় ব্যবসায়ী ও কর্পোরেট সংস্থার দায়।
Manikarnika
সম্পাদক সমীপেষু: ‘পুরুষের মতো’ কেন
কঙ্গনা যে পুরুষতন্ত্রের দোষত্রুটির এত গঠনমূলক সমালোচনা করলেন এবং নারীস্বাধীনতার কথা বললেন, তিনি কি যোদ্ধার বীরত্বকে ‘পুরুষোচিত’ বিশেষণ প্রদান করে শেষ পর্যন্ত অ্যান্টিক্লাইম্যাক্স-এর মতো ধপাস করে পড়লেন বলে মনে হয় না?
Singur
সম্পাদক সমীপেষু: সিঙ্গুর নিয়ে ভাবনা
পশ্চিমবঙ্গকে যাঁরা শিল্পোন্নত করার স্বপ্ন দেখেন, তাঁদের ভেবে দেখা উচিত, সিঙ্গুরকে কেন্দ্র করে চিনের ‘সিলিকন ভ্যালি’ শেনঝেন শহরের এক ক্ষুদ্র সংস্করণ তৈরি করা যায় কি না।
Man
সম্পাদক সমীপেষু: স্বাস্থ্য সচেতনতা
সব্যসাচী চট্টোপাধ্যায় ও নটরাজ মালাকার একটি সময়োপযোগী বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন (‘ভিক্ষা নয়, স্বাস্থ্য হল অধিকার’, ১৮-১২)। তবে জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতার উন্মেষ ও আন্দোলনের সূচনা সাবেক সোভিয়েত ইউনিয়নে নয়, শুরু হয়েছিল উনিশ শতকের ইউরোপে।
Abanindranath Tagore
সম্পাদক সমীপেষু: তিনিই পথিকৃৎ
অবনীন্দ্রনাথই ছিলেন সেই প্রথম পথিকৃৎ শিল্পী, ভারতের চিত্রকলায় যিনি নবজাগরণ এনেছিলেন।
Representational Image
সম্পাদক সমীপেষু: রূপ ও স্বরূপ
এখন ‘রূপান্তরকামী’ শব্দটা বেশ দেখা ও শোনা যাচ্ছে। কিন্তু ‘কামী’ শব্দটার একটা মানে অভিলাষী। সেমতো হলে, ‘রূপান্তরকামী’ শব্দটার মানে দাঁড়ায়— ‘রূপান্তর কামনা করে যে’। কিন্তু দেখা যাচ্ছে, শব্দটা বহুল ব্যবহৃত হচ্ছে তাঁদের ক্ষেত্রে, যাঁরা ইতিমধ্যে রূপান্তরিত হয়ে গিয়েছেন। তাই শব্দটা হওয়া উচিত ‘রূপান্তরিত’।
Pranab and Anil
সম্পাদক সমীপেষু: এই পোজ়!
Vibek
সম্পাদক সমীপেষু: দেশ চালাতে ধর্ম
বিবেকানন্দ বলছেন, ‘‘সো লং অ্যাজ় ইভন আ সিঙ্গল ডগ ইন মাই কান্ট্রি হ্যাজ় নো ফুড, মাই হোল রিলিজিয়ন উইল বি টু ফিড দেম।’’ এই বিবেকানন্দকে সম্ভবত বিজেপি-আরএসএস-ভিএইচপি নেতাদের খুব অচেনা লাগছে।
Debi Choudhurani
সম্পাদক সমীপেষু: সাহিত্য ও সিরিয়াল
পরিচালকরা ‘সাহিত্যনির্ভর’ শব্দবন্ধটি ব্যবহার করছেন, কখনওই বলছেন না মূল সাহিত্যানুসারী। সাহিত্যিক বা সাহিত্যপ্রেমীদের খুশি করার কোনও দায় তাঁদের থাকতে পারে না। তাঁদের মাধ্যম মেগা সিরিয়াল।
edit
সম্পাদক সমীপেষু: কোন দণ্ডে দণ্ডিত
‘১০০ ফুটের দণ্ডে জাতীয় পতাকা রেল স্টেশনে’ (১৩-১২) পড়লাম। উঁচু দণ্ডে অনেক বেশি সংখ্যায় মানুষকে জাতীয়তাবোধে জারিত করে তুলতে এমন সিদ্ধান্ত
holiday
সম্পাদক সমীপেষু: শিশুপাঠ: ছ-য়ে ছুটি
অনীক দত্ত-র ‘মানুষকে ভোলাতেই...’ এবং সীমন্তিনী মুখোপাধ্যায়ের ‘অঢেল ছুটির নিমন্ত্রণ...’ (১৬-১১) নিবন্ধ দু’টি অত্যন্ত প্রাসঙ্গিক। শনি রবি বাদ দিয়ে এ বছর রাজ্যে অনুমোদিত সরকারি ছুটির সংখ্যা ৩৪।
pic
সম্পাদক সমীপেষু: ‘নিরীহ’ কাকে বলে
আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটি সংবাদের শিরোনাম (‘কাশ্মীরে বাহিনীর গুলিতে নিহত ৭ নিরীহ’, ১৬-১২) আর ছবি বড়ই দুঃখজনক। আমাদের দেশের সেনাবাহিনী কাশ্মীরে নিজেদের জীবন বিপন্ন করে বিদেশি সাহায্যপুষ্ট দেশদ্রোহী উগ্রপন্থী দমনে নিয়োজিত।
andaman
সম্পাদক সমীপেষু:সভ্যতার আগ্রাসন
 ‘দূরেই থাক না ওদের পৃথিবী’ (২৯-১১) নিবন্ধটি আন্দামানের সেন্টিনেল দ্বীপবাসীদের রক্ষার জন্য এক কাতর আবেদন। আন্দামানের চারটি জনজাতির সবচেয়ে বড় জনজাতি আন্দামানীদের ১০টি ভাষাগোষ্ঠীর মিলিত সদস্যসংখ্যা এক সময়ে ৪০০০-এর বেশি ছিল। সভ্যতা তাদের মাত্র ৪০-এ আনতে পেরেছে।
Museum
সম্পাদক সমীপেষু: জাদুঘর ও দূষণ
জাদুঘরের পশ্চিম দিকে ফাঁকা প্রান্তরে গাছ লাগালে, রাস্তায় চলাচলকারী বিপুল সংখ্যক গাড়ির ধোঁয়ার হাত থেকে জাদুঘর রক্ষা পেতে পারে। এ ছাড়া জাদুঘর চত্বরে গাড়ি পার্কিংও বন্ধ করতে হবে।
Bush
সম্পাদক সমীপেষু: গজিয়ে ওঠা জঙ্গল
জঙ্গলটি এখন এত বিশাল হয়েছে যে, স্থানীয় বাসিন্দারা সকাল থেকে মশা, মাছি, দুর্গন্ধ ও বিশেষ ভাবে সাপের উপদ্রবে একেবারে তটস্থ হয়ে থাকেন।
Aparajito
সম্পাদক সমীপেষু: ‘অপরাজিত’ থেকে
‘পথের পাঁচালী’তে দিনের বেলার সমস্ত অংশই, এমনকী ঘরের ভিতরের দৃশ্যও লোকেশনে তোলা হয়েছিল। শুধু রাতের অংশ স্টুডিয়োতে নেওয়া হয়েছিল।
Jyoti Basu
সম্পাদক সমীপেষু: অঙ্ক সহজে মেলে না
আজ দিল্লিতে যে কৃষকরা গলা ফাটাচ্ছেন ‘‘অযোধ্যা চাই না, ঋণ মকুব চাই’’, তাঁদের বেশির ভাগের হাতেই সুতো, আঙুলে সস্তা আংটি, গলায় মাদুলি আছে। সন্দেহ নেই, এটা বিজ্ঞানচেতনার অভাব, এবং এর বিরুদ্ধে সংগ্রাম দরকার। 
Tomb
সম্পাদক সমীপেষু: কেরির সমাধি
স্মৃতিফলকগুলিতে উৎকীর্ণ নামগুলি পড়া যায় না, এলাকাটি অপরিষ্কার ও জংলি ঘাসে ভরা। বোঝা যায় তাঁরা ডেনিশ না হওয়ায় ডেনিশ অর্থানুকূল্য এখানে পৌঁছয়নি।
Doctor
সম্পাদক সমীপেষু: রোগী ও গুগ্‌ল বাবা
রোগের ইতিহাস, রোগীর প্রাত্যহিক দিনযাপন প্রণালী শুনে এবং তার পর নাড়ি টিপে, স্টেথো ও টর্চ দিয়ে বুক, পিঠ, গলার ভেতর দেখে ডাক্তারবাবু রোগ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি করেন। এর পর রোগ সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় টেস্ট করতে বলেন।
Utpal Dutta
সম্পাদক সমীপেষু: কিছু মানুষ বাদ গেলেন
এই ক্রোড়পত্রে, রূপম ইসলামের ‘গানের ব্যাটন হাতে যুদ্ধজয় জারি...’ লেখাটিতে আছে: ‘‘...‘দিওয়ানা’ কিংবা ‘বাজিগর’-এ নতুন তারকা শাহরুখ খানের গলায় কুমার শানুর নেপথ্যগায়ন চমৎকার ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেও...’’ কিন্তু, ‘দিওয়ানা’ ছবিতে কুমার শানু শাহরুখের লিপে কোনও গানই গাননি।
Feluda
সম্পাদক সমীপেষু: ফেলুদা ও জন্মান্তরবাদ
গল্পটিতে জন্মান্তরবাদকে একটি অমোঘ সত্য হিসেবেই দেখা হয়েছে এবং একটা পর্যায়ের পর ফেলুদা এর অস্তিত্ব নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করে না।
Naidu
সম্পাদক সমীপেষু: চন্দ্রবাবুর বার্তা
কোনও অঙ্গরাজ্যের প্রধানের যেমন এক্তিয়ার আছে এই সাংবিধানিক রীতির বিরুদ্ধে যাওয়ার আইনি পথে, তেমনই তাঁর মনে রাখা উচিত, সেই পথে যাওয়ার ফল দেশের জনমানসে কী বার্তা দিতে পারে।
Bijon and Badal
সম্পাদক সমীপেষু: বিজন এবং বাদল
বিজন ১৯৫০-এ ‘গণনাট্য’ ছেড়ে ‘ক্যালকাটা থিয়েটার’ গঠন করেন, এবং পরবর্তীতে ১৯৭১ সালে ‘ক্যালকাটা থিয়েটার’ ছেড়ে ‘কবচকুণ্ডল’ নির্মাণ করেন। এ সমস্তই প্রসেনিয়াম ভাবনায় থিয়েটার দল তৈরি এবং এই থিয়েটার দলের সমস্ত প্রযোজনাই মঞ্চ ভাবনা থেকেই।
Nehru And Netaji
সম্পাদক সমীপেষু: নেহরু ও সুভাষ
এর পরে মার্চ মাসে ত্রিপুরী কংগ্রেসে ১০৬ ডিগ্রি জ্বরে গুরুতর অসুস্থ শয্যাশায়ী সভাপতি সুভাষ কোনও ক্রমে উপস্থিত হলেও, প্রথমেই সংখ্যাধিক্যে পণ্ডিত গোবিন্দবল্লভ পন্থ উত্থাপিত এক প্রস্তাব পাশ করিয়ে নেওয়া হল যে ওয়ার্কিং কমিটি সব দিক থেকে গাঁধীজির মনোমতো হতে হবে, অন্যথায় সে কমিটি বৈধ বলে স্বীকার করা হবে না।
Lalji
সম্পাদক সমীপেষু: হাতির সাত কাহন
লালজির বয়সি ওঁর সবচেয়ে প্রিয় হাতি ‘প্রতাপ সিং’য়ের মৃত্যু হয়েছিল ওই সময়ের অনেক আগে।
Stray Dogs
সম্পাদক সমীপেষু: কুকুর নির্যাতন
এক প্রত্যক্ষদর্শীর বয়ান লিপিবদ্ধ হয়েছে, তিনি বলেছেন, ‘‘...মারের চোটে এক সময় আর নড়তেও পারছিল না ভুতো। ...তার পরেও উনি মুখে বাঁশ দিয়ে মারেন। তাতে ভুতোর বাঁ চোখটা খুলে বেরিয়ে এল।’’
Photo
সম্পাদক সমীপেষু: আ মরি বাংলা
তাই বিশুদ্ধ বাংলা বলতে না পারার জন্য লজ্জিত হই না, বরং অক্ষমতার বড়াই করেন অনেক বাঙালিই। যত দূর জানি, বাংলাদেশ ছাড়া আজ আর কোথাও বাংলা ভাষা প্রার্থিত মর্যাদা পায় না। 
DeepVir
সম্পাদক সমীপেষু: গুরুত্ব বুঝতে হবে
প্রথম পাতার ধারণাটাকেই বদলে দিয়ে বিশাল বিশাল বিজ্ঞাপন-সহ প্রথম কভার, দ্বিতীয় কভার ছাপার কথা তো তুললামই না। 
LDF
ভরসা
পঞ্চায়েত ও পুরসভা মিলাইয়া বিভিন্ন স্থানীয় স্বশাসিত সংস্থার ৩৯টি আসনে উপনির্বাচনে ২১টিতে জয়ী হইয়াছে রাজ্য সরকারের গদিতে আসীন সিপিআইএম চালিত বাম গণতান্ত্রিক মোর্চা (এলডিএফ)।
Breast Feeding
অস্বাভাবিক
জনসংযোগের দায়িত্ব যে সংস্থাটির উপর ন্যস্ত ছিল, তাহাকেও নাকি বরখাস্ত করা হইয়াছে। স্তন্যদান ও স্তন্যপান যে মায়ের ও শিশুর অধিকার, মলের কর্মী বা জনসংযোগ প্রতিনিধির তাহা দৃশ্যত জানা ছিল না।
Pension
সম্পাদক সমীপেষু: পেনশন বাড়ে না
প্রতি পাঁচ বছর অন্তর ব্যাঙ্ক কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের পেনশন বৃদ্ধি হয় না। অবসরের দিনে ধার্য হওয়া মূল পেনশন জীবনের শেষ দিন পর্যন্ত একই পরিমাণ থাকে।
Stan Lee
সম্পাদক সমীপেষু: সুপার রসিক হিরো
যেমন অরণ্যদেব, জাদুকর ম্যানড্রেক, লোথার, ফ্ল্যাশ গর্ডন প্রভৃতি অতিমানবদের নিয়ে তৈরি ‘ডিফেন্ডার্স অব দি আর্থ’ অ্যানিমেটেড সিরিজ়-এর টাইটেল ট্র্যাক-এর গীতিকার স্ট্যান লি!
edit
সম্পাদক সমীপেষু: ব্যাখ্যা এত সরল নয়
নিবন্ধে উল্লিখিত আর পাঁচ জন বাবা-মায়ের মতো তিনিও আসলে মনে করেন, শুধুমাত্র শিক্ষকের সদিচ্ছার ওপরই শিক্ষার্থীর শিখতে পারা না-পারা নির্ভর করে।
edit
সম্পাদক সমীপেষু:শান্তিতে থাকতে দাও
পাপারাৎজ়িরা পারলে সেলেবদের মলমূত্র বিয়োগ বা সঙ্গমের দৃশ্যও দর্শকদের কাছে তুলে ধরেন। আর, সেন্টিনেলিজ়রা সভ্যতাকে নিজেদের বলে মানতে চাইছেন না।
edit
সম্পাদক সমীপেষু: আশ্চর্য ধাঁধা এক
সেপ্টেম্বরের পেনশন অক্টোবরে তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ— পেনশন অর্ধেক হয়ে গিয়েছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বাগমারি শাখা থেকে আমি পেনশন পাই।
Meghnad Saha
সম্পাদক সমীপেষু: অন্য দৃষ্টিকোণ
মা’কে লেখা একটি চিঠিতে এই কথা বলেছেন। ড. দাশের পরিবারে সবাইকেই নিজের বাসন নিজে মজতে হত, শুধু আশ্রিতদের নয়।
Netaji Statue
সম্পাদক সমীপেষু: এ কী রকম চশমা?
চন্দননগরে উর্দি বাজার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি আছে। কিন্তু দুঃখের বিষয়, মূর্তিটিতে চিরাচরিত গোল ফ্রেমের বদলে ত্রিভুজ আকৃতির চশমা পরানো হয়েছে।
Sindur Khela
সম্পাদক সমীপেষু: প্রথা ভাঙার কী দরকার?
জীবনের সঙ্গে যৌনতা থাকবেই, কিন্তু সেটাই কি সব? সন্তানের পাশে থাকা, বৃদ্ধ বাবা-মা’কে দেখভাল করা, এগুলোর প্রয়োজন নেই! সিঁদুরের সঙ্গে পাশ্চাত্যের জীবনধারাকে মিলিয়ে দেওয়া কি ঠিক হবে?
Avni
সম্পাদক সমীপেষু: মর্মান্তিক কাহিনি
আপাতদৃষ্টিতে মনে হয় ক্রমাগত বৃক্ষছেদনের ফলে জঙ্গলের আয়তন কমে আসা ও খাদ্যের জোগান হ্রাস পাওয়ার জন্য গ্রামবাসীদের ওপর হামলা চালিয়েছিল বাঘিনি দু’টি।
Dussera
সম্পাদক সমীপেষু: জাগরণ এ রাজ্যেও
রাক্ষস রাবণ, দৈত্য বলি, মহিষাসুর প্রমুখ হিন্দু আখ্যানে দীর্ঘ দিন ধরে অনার্য বলে চিহ্নিত হয়ে আসছে। তাঁরা নাকি সব অশুভ শক্তির প্রতীক। তাই তাঁদের পরাজয়, তাঁদের হত্যা আর্যদের কাছে উৎসব বলে পরিগণিত।
1
সম্পাদক সমীপেষু: শ্রমের মর্যাদা
এখানে শ্রমের মর্যাদা আমরাও ভাল ভাবে দিচ্ছি। স্থানীয় পুর প্রশাসনের অধীনে অনেক বাঙালি শিক্ষিত যুবককেও ঝাড়ুদার ও আবর্জনা নিষ্কাশনের কাজ করতে দেখছি
1
সম্পাদক সমীপেষু: নব্য ক্যালেন্ডার
এখন শুধু ছুটির দিনগুলি লাল রঙে চিহ্নিত করা হয়৷ নতুন ক্যালেন্ডারে শুধু কাজের দিনগুলি লাল রঙে চিহ্নিত করলে রাজ্যবাসীর সুবিধে হবে
Fair
সম্পাদক সমীপেষু: এই মিলন চিরঞ্জীবী
এখানকার তোর্সা পির, হলদিবাড়ি পিরের মাজার-সহ অন্য মাজারগুলিতে যেমন হিন্দু নরনারীদের আগমন ঘটে, তেমনি হিন্দুদের রাসমেলাতেও মুসলমানদের আগমন কম নয়৷ বর্তমানে এই মেলায় সমাগতদের মধ্যে পনেরো শতাংশের উপরে মুসলমান৷
Netaji
সম্পাদক সমীপেষু: নেতাজি রহস্য
‘এ বার ফিরিয়ে আনা হোক চিতাভস্ম’ শীর্ষক দেবব্রত ঠাকুরের নিবন্ধ (রবিবাসরীয়, ২৮-১০) এই কথা প্রতিপন্ন করার নিপুণ চেষ্টা করেছে যে, ১৯৪৫ সালের ১৮ অক্টোবর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় এবং রেনকোজি মন্দিরে রক্ষিত চিতাভস্ম নেতাজির।
Immolation
সম্পাদক সমীপেষু: বন্ধ হোক এই হত্যা
মায়ের নামে ছাগশিশুর ন্যায় অত্যন্ত নিরীহ প্রাণীকে বলি দিয়ে হত্যা করা হয়। এবং এই সব ছাগশিশুর নামকরণ করা হয় ‘চক্ষুদানের’ পাঁঠা, ‘কৌলিকের পাঁঠা’, ইত্যাদি।
Statue of Unity
সম্পাদক সমীপেষু: আমাদের দেশ
অর্থহীন দেখনদারি এখন আমাদের গড় সংস্কৃতি। নেতা-কর্তাদের ধ্যানধারণাও তার সঙ্গে তাল মিলিয়েই চলবে। উচ্চতা বোঝাতে ‘আকাশছোঁয়া’ বিশেষণের ব্যবহার যথার্থ হয়েছে।
Puja
সম্পাদক সমীপেষু: কালীপুজো ও বলিদান
মঙ্গলবার, ৬ নভেম্বর কালীপুজো। ধর্মের দোহাই দিয়ে দেশ জুড়ে লক্ষ লক্ষ ছাগশিশুকে হত্যা করা হবে।
Metro Station
সম্পাদক সমীপেষু: একটি আবেদন
ট্রেন এক প্রযুক্তি অর্থাৎ বিজ্ঞানের দান। অথচ বাংলার তথা পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা এই নামকরণে উপেক্ষিত। এটা লক্ষণীয়।
Vijaya Dashami
সম্পাদক সমীপেষু: সিঁদুর খেলা ও সংস্কার
সিঁদুর খেলা নারীদের স্পষ্টতই দু’টি ভাগে ভাগ করে দেয়। এক দল ভাবেন, আমরা সৌভাগ্যবতী। অন্য দল উপলব্ধি করেন, আমরা নই।
durga
সম্পাদক সমীপেষু: মহা গন্ডগোল
অষ্টমী ও নবমী ছাড়া অন্যান্য তিথি ‘মহা’ পদবাচ্য নয়। যে হেতু অষ্টমী ও নবমী তিথিতে দেবীর মহাপূজা সংঘটিত হয়; তাই এই দুই তিথির পূর্বে ‘মহা’ পদ যোগ করা যায়।
puja
সম্পাদক সমীপেষু: সহমর্মিতার হাত
সহনাগরিকরা যদি প্রতিবন্ধী ও অসুস্থদের প্রতি এই রকম সহমর্মিতার হাত বাড়িয়ে দেন তা হলে তাঁদের জীবন অনেকখানি আলোকিত হয়ে উঠবে।
protest
সম্পাদক সমীপেষু: আন্দোলন #মিটু
অজানা, অখ্যাত আর্তের জন্য লক্ষ টাকার তহবিল গড়ে ওঠে, তাৎক্ষণিক অগ্নিস্ফুলিঙ্গ ঘটিয়ে জন আন্দোলন সংঘটিত করে তোলে। যেমন দেখা গিয়েছিল ‘আরব বসন্ত’, ‘অকুপাই ওয়াল স্ট্রিট’, ঢাকার ‘শাহবাগ আন্দোলন’ বা যাদবপুরের ‘হোক কলরব’ আন্দোলন পর্বে।
Utpal Dutt
সম্পাদক সমীপেষু: শব্দচয়ন ও সত্যজিৎ
শব্দটির অর্থটি শুনে ভাগ্নি-জামাই (দীপঙ্কর দে) বলছেন— ‘‘ও হ্যাঁ হ্যাঁ, স্কুলে পড়ার সময় শিখেছিলাম।’’ মামার পাদপূরণ—‘‘অব নো ইউজ়’’ বোঝাতে ২৯টি অক্ষর।
Durga
সম্পাদক সমীপেষু: ভক্তি এবং মিলনানন্দ
মনে রাখতে হবে, তার পর‌ও বহু কাল ধরে দুর্গাপূজা কিন্তু বসন্তকালেই হয়ে আসছিল। এর পর ১৭৫৭ সালের শরৎকালে দুর্গাপূজার অকালবোধন হল জমিদার নবকৃষ্ণদেবের হাতে।
Gandhi
সম্পাদক সমীপেষু: বিদ্যা ও ব্যর্থতা
ভাবছিলাম, আজ যে ছাত্রছাত্রীরা প্রশ্নের উত্তর দিতে পারল না আর সে দিন যে ছেলেটি বানান লিখতে ভুল করেছিল, এই ছাত্রদের মধ্যে কি কোনও পার্থক্য আছে? থাকলে তা কোথায়?
Cycle
সম্পাদক সমীপেষু: আলোহীন অযান্ত্রিক
এখন শহরে ও শহরতলির রাস্তায় এই সব যানের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, সেই সঙ্গে যান্ত্রিক গাড়িও বেড়েছে প্রচুর। কিন্তু ওই সব ‘অযান্ত্রিক’ গাড়িতে আর আলো জ্বলে না।
Bhagat Singh and Mahatma Gandhi
সম্পাদক সমীপেষু: অহিংসা ও ফাঁসি
ভারতীয় হিসেবে গর্ব হল যখন নিবন্ধটি পড়ে জানতে পারলাম, শিকাগো বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দ স্বরাজ’ পড়ানো হয় ‘‘কোনও ভারত সম্পর্কিত পাঠ্যক্রমের অংশ হিসেবে নয়, গাঁধীজিকে পড়ানো হয় এমন সব পাঠ্যক্রমে যেখানে সমস্ত ছাত্রের সাধারণ শিক্ষার একটি ভিত্তি প্রস্তুত করার চেষ্টা করা হয়।
pOSTER
সম্পাদক সমীপেষু: স্বেচ্ছাবন্দি নারী
‘ঐতিহ্য, না অধিকার’ শীর্ষক সম্পাদকীয়তে (১০-১০) যথার্থই লেখা হয়েছে, ‘‘বিচারবিভাগ এবং প্রশাসন তাহাদের বঞ্চনার অবসান ঘটাইতে চাহিলেও মহিলারা এই ক্ষেত্রে লিঙ্গবৈষম্যকেই আঁকড়াইয়া ধরিতে চান।’’
Neheru and Gandhi and Patel
সম্পাদক সমীপেষু: দায়মুক্ত নন গাঁধীও
বড়লাটের যুক্তিতে অভিভূত হয়ে অন্য নেতাদেরও পটেল দেশভাগের অপরিহার্যতা বোঝাতে শুরু করেছেন। ‘আয়রনম্যান’ পটেল তখন গলে জল।
Birendra Krishna Bhadra
সম্পাদক সমীপেষু: বীরেন্দ্রকৃষ্ণ মহানুভব
দেশে তখন ‘জরুরি অবস্থা’ জারি ছিল। তাই আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের উপরেও ভারত সরকার কর্তৃক অন্যায় কর্তৃত্ব জাহির করার দরুন ‘মহিষাসুরমর্দিনী’ নামক অনুষ্ঠানটি সে বছর বাদ দেওয়া হয়েছিল।
rahul
সম্পাদক সমীপেষু: পৈতেধারী ও ব্রাহ্মণত্ব
রাহুল গাঁধী এক জন হিন্দু। প্রকাশ্যে-অপ্রকাশ্যে পুজোপাঠ করার অধিকার তাঁর আছে কিন্তু তিনি নিজেকে যে ভাবে পৈতেধারী ব্রাহ্মণ বলেন তা যুক্তিগ্রাহ্য নয়
Woman
সম্পাদক সমীপেষু: ভারত যা পারে
‘ধনতন্ত্রই দায়ী’ (সম্পাদক সমীপেষু, ২০-৯) এই শিরোনামে শিবাজী ভাদুড়ীর অসমের সাম্প্রতিক সমস্যায় স্তালিনের জাতি সমস্যা সমাধানের তত্ত্ব প্রয়োগের প্রস্তাব করে যে চিঠি প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কয়েকটি কথা না বললে যাঁরা সারা জীবন স্তালিনকে ভগবান মেনে এখন চুল ছেঁড়েন, তাঁদের প্রতি উদাসীনতা প্রদর্শন করা হয়।
1
সম্পাদক সমীপেষু: দু’জনের নাম নেই
তাঁদের নাম উল্লেখ করতে গিয়ে দু’টি নাম উল্লেখ করা হয়নি। নাম দু’টি হল যথাক্রমে সুরিন্দর অমরনাথ (বাঁ দিকে) এবং হনুমন্ত সিংহ
Doctor
সম্পাদক সমীপেষু: ডাক্তার ও নৈতিকতা
চেম্বারের চাকচিক্য, অপেক্ষমাণ রোগীর ভিড় দেখে বোঝার উপায় নেই ডাক্তারের প্রকৃত বিদ্যার দৌড়। প্রথমেই হাতে চলে আসে লম্বা টেস্টের প্রেসক্রিপশন, পড়িমরি লাইন দিই নির্দেশিত ডায়াগনস্টিক ক্লিনিকে।
Depression
সম্পাদক সমীপেষু: ভবিষ্যতের মহামারি
আমরা অনেক সময় কিছুতেই মানতে পারি না, আমাদের প্রিয়জন অবসাদে ভুগছে। তাই চিকিৎসা শুরু হতেই বেশ খানিকটা সময় পেরিয়ে যায়। আর সুচিকিৎসা পাওয়া তো ভাগ্যের ব্যাপার!
Digital Civilization
সম্পাদক সমীপেষু: ডিজিটাল সভ্যতা
প্রতিটি স্মার্টফোন বিক্রি প্রতিনিয়ত এক জন চিত্রগ্রাহকের জন্ম দিয়ে চলেছে। ‘নিজস্বী’ ও ‘দলশ্রী’ তুলে সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া চলছে। ‘লাইক-শেয়ার-কমেন্ট-ফরোয়ার্ড’ –এর দুর্নিবার আকর্ষণে ছুটছে আট থেকে আশি।
Pickpocket
সম্পাদক সমীপেষু: ধন্যবাদ জানাই
হই-হল্লা করলাম, কেউ কোনও সাড়া দিল না। বাস থেকে নেমে লেকটাউন থানায় গিয়ে অভিযোগ লিখলাম। অভিযোগ যখন জমা দিচ্ছি, একটি ১০-১২ বছরের মেয়ে থানায় ঢুকে একটা মানিব্যাগ জমা দিল।
Gandhiji
সম্পাদক সমীপেষু: ভুলে যাব কেন?
খাদ্যাভ্যাসের ধরনেও তিনি ছিলেন ব্যতিক্রমী। গরুর দুধের বদলে ছাগলের দুধকে তিনি পানীয় হিসেবে বেছে নিয়েছিলেন।
Utpal Dutta
সম্পাদক সমীপেষু: উৎপল দত্ত প্রসঙ্গে
উৎপল দত্ত সম্পর্কে সুদেষ্ণা বসুর নিবন্ধ ‘লাল দুর্গের অতন্দ্র প্রহরী নট, নাট্যকার ও পরিচালক উৎপল দত্ত’ (পত্রিকা, ২৯-৯) প্রসঙ্গে কয়েকটি কথা। এক, লেখকের ভাষায়, ‘তিনি (উৎপল দত্ত) লিখেছেন, ‘‘মহেন্দ্র গুপ্তের পরিচালনায় ...’’ ইত্যাদি। বস্তুত, কথাগুলো উৎপল দত্ত লেখেননি, তিনি বলেছিলেন দু’টি সাক্ষাৎকারে, খানিকটা ‘দেশ’ পত্রিকার ৩০ মার্চ ১৯৯১ সংখ্যায় এবং খানিকটা ‘আজকাল’ পত্রিকার ৩১ মার্চ ১৯৯১ সংখ্যায়— যা লেখক জুড়ে দিয়েছেন। 
Widow
সম্পাদক সমীপেষু: উদ্যোগ ও পরিণতি
সে দিনের সেই বিধবাবিবাহের অন্যতম সাক্ষী হুতোম লিখেছেন যে, বিধবাবিবাহের অতিথি-অভ্যাগতরা অনেকেই পরে গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করেছিলেন। রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কেও ব্রাহ্মণদের টাকাপয়সা দিয়ে ও প্রায়শ্চিত্ত করে জাতে উঠতে হয়েছিল।
Binodbihari
সম্পাদক সমীপেষু: আধুনিক চিত্রকর
তবে অবনীন্দ্রনাথ ঠাকুর ওই যুগসন্ধিক্ষণে প্রাচ্য ও পাশ্চাত্যের চিত্ররীতিকে মেলাতে চেয়ে নিজস্ব ঘরানার সৃষ্টি করেন, যা মননে ছিল ঐতিহ্যবাদী এবং এ বিষয়ে তাঁর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের মতপার্থক্য আমাদের অজানা নয়। তাই আধুনিকতার নির্দিষ্ট আদর্শ ও শিল্পরীতি বিনোদবিহারী-রামকিঙ্কর জুটি প্রথম সচেতন ভাবে অনুসরণ করেন।
Cricket
সম্পাদক সমীপেষু: ভারত ও পাকিস্তান
ক্রিকেটে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ নিয়ে বিশেষ ক্রোড়পত্র ‘মহারণের মহাকাব্য’ (১৯-৯) পড়ে কয়েকটি তথ্যভ্রান্তি চোখে পড়ল। 
Loudspeaker
সম্পাদক সমীপেষু: শব্দাসুর বধিবে কে
পাড়ার দুর্গাপুজোর উৎসব সাত দিনের বেশি চলে। কালীপুজো ১০-১২ দিন। উৎসবের দিনগুলি বাড়ি আটকে মেলার পর পর দোকান।
Steve and Shane
সম্পাদক সমীপেষু: অভিযোগ কেন?
এক জন বোলার তিনটে টেস্টে বাজে বল করলেন, তার পর চতুর্থ টেস্টে তাঁকে বাদ দেওয়ার কথা বলায় ক্যাপ্টেন হয়ে গেলেন খারাপ? সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল।
সম্পাদকের পছন্দ
ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া ঠিক হয়ে গেল, তবে চালুর দিন ক্ষণ অজানা
পুলওয়ামার জের! জয়পুর জেলে পাক বন্দিকে পিটিয়ে মারল অন্য বন্দিরা
পুলওয়ামায় বিস্ফোরকের অব্যবহৃত অংশ কোথায়? খুঁজছে সেনা
সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে লড়াইয়ে পাশে সৌদি, প্রিন্সের সঙ্গে বৈঠকের পর বললেন মোদী
আপনার পছন্দ
  • পড়া
  • এখনই
মতান্তরকে আমরা সমাজে পীড়ন করিতেছি... ১১০ বছর আগে লিখেছিলেন রবীন্দ্রনাথ, ঠিক যেন আজকেরই কথা
পারিশ্রমিক বিবাদ এবং সহ-অভিনেতার সঙ্গে বয়সের ফারাক, স্ট্রিট ডান্সার ৩ থেকে সরলেন ক্যাটরিনা
ভূতের খোঁজে চিঠি লালবাজারকে
আচমকা ধেয়ে আসা বানে মৃত্যু যুবকের, নিখোঁজ বৃদ্ধা
‘হঠাৎ বিশাল ঢেউ আছড়ে পড়ল’
সল্টলেকে গণধর্ষণে জেল ২০ বছরের
কলকাতার বাঘের বাবা লন্ডনে
Scroll
News:
Kolkata
State
National
International
Bangladesh
Sports
Entertainment
Business
Science & Tech
Travel
Lifestyle
Editorials
District News:
North Bengal
Howrah & Hooghly
North & South 24 Parganas
Nadia, Murshidabad
Purulia, Birbhum, Bankura
Burdwan
East & West Midnapore
MISCELLANEOUS:
Recipe
Weather Forecast
Daily Horoscope
Weekly Horoscope
Bengali Panjika
Anandaplus
Old Archives
Topic
Women
Events
Crossword
Local Events
Comics
About Us
Advertise
Privacy
Terms of Use
Contact Us
Feedback
Site Map
Cookie Policy
Work for Us
© 2019 ABP Pvt. Ltd.
Our other websites:
Ebela
The Telegraph
ABP Weddings
About Us
Advertise
Privacy
Terms of Use
Contact Us
Feedback
Site Map
Work for Us
© 2019 ABP Pvt. Ltd.