Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কলঙ্কিত সিবিএসই, ‘পাপী’ মুকুল এবং আরও খবর

এই খবরগুলো রয়েছে আজকের শিরোনামে। আর কী কী রয়েছে দেখে নিন:

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০৭:০০
Share: Save:

সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা সারা দেশে নতুন করে নেওয়া হবে না। কেন্দ্রীয় শিক্ষাসচিব অনিল স্বরূপ আগেই জানিয়েছিলেন, দশম ও দ্বাদশ শ্রেণির প্রশ্ন ফাঁস হলেও আপাতত আগামী ২৫ এপ্রিল গোটা দেশে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষাই নতুন করে নেওয়া হবে। শুধু তা-ই নয়, প্রশ্ন ফাঁস রোখার দায়িত্বটাও ছাত্রদের ঘাড়ে ঠেলে দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই ঘোষণার পরেই সমালোচনার ঝড় দেশজুড়ে।

কৃষ্ণনগরে এসে নিজের ‘কৃতকর্মের’ জন্য ক্ষমা চেয়ে গেলেন বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূলের সংসর্গ ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন সাংসদের দাবি, পাঁচ বছর আগে, বামেদের হাত থেকে নদিয়া জেলা পরিষদ দখল করতে তৃণমূল যে পন্থা নিয়েছিল তা ঠিক নয়। তার কারিগর হিসেবে ‘পাপ’ করেছিলেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারই ‘প্রায়শ্চিত্ত’ করতে চান তিনি।

এই খবরগুলো রয়েছে আজকের শিরোনামে। আর কী কী রয়েছে দেখে নিন:

• ভাগ্য ঝুলে ভগ্নস্তূপের

২৬টি প্রাণ এবং ১৫০ কোটি টাকা খোয়ানোর পরে কেটে গিয়েছে দু’বছর! এখনও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে খণ্ডহরের মতো দাঁড়িয়ে আছে পোস্তার বিবেকানন্দ উড়ালপুল! এই পরিস্থিতিতে ফের নতুন একটি বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করাতে চাইছে নবান্ন। সবিস্তারে পড়তে ক্লিক করুন

• চিন নিয়ে রণকৌশল বদল করলেন মোদী

চিন-বিরোধিতার প্রশ্নে অবস্থান পরিবর্তন করল নরেন্দ্র মোদী সরকার। দিল্লির লক্ষ্য, ভারত-চিন দ্বন্দ্বের কারণে ইসলামাবাদ যেন বেজিং-এর কাছ থেকে বাড়তি সুবিধা না পায়। তাতে বিপদ দ্বিগুণ হবে। এমনিতেই গত একবছরে বাড়তি ঘনিষ্ঠতা তৈরি হয়েছে চিন-পাকিস্তানের মধ্যে। সবিস্তারে পড়তে ক্লিক করুন

• মমতার ফ্রন্টে ‘না’ কারাটের

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-বিরোধী ফেডারাল ফ্রন্ট তৈরির প্রস্তাব দিয়েছেন। সেই জোটে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রকাশ কারাট। তাঁর পাল্টা যুক্তি, এর আগেও মমতা ফেডারাল ফ্রন্টের চেষ্টা করেছেন। তা সফল হয়নি। সবিস্তারে পড়তে ক্লিক করুন

• ভোটের কালি এড়াতে উঠোন ঝাঁট ফেসবুকের

নিজেদের নিরাপদ প্রমাণে ফের ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে ঝেঁটিয়ে বিদেয় করার কাজ শুরু করেছে ফেসবুক। এটা অবশ্য তারা আগেও করেছে বিভিন্ন সময়ে। কিন্তু এ বারের ধাক্কাটি বিশাল। তাই এইটুকুতেই যে চিঁড়ে ভিজবে না, সেটা বেশ স্পষ্ট। সবিস্তারে পড়তে ক্লিক করুন

• স্টার্কের পায়ে চোট, ধাক্কা নাইট শিবিরে

আইপিএল ১১ শুরু হওয়ার মাত্র নয় দিন আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাই়ডার্স। পায়ের চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন বিধ্বংসী ফাস্ট বোলার মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক আইপিএল থেকে ছিটকে যাওয়ায় দুশ্চিন্তার কালো মেঘ জমতে শুরু করে দিয়েছে নাইটদের আকাশে। সবিস্তারে পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Morning News Wrap Mukul Roy CBSE paper leak
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE