কমিটির এই সুপারিশ কেন্দ্র যদি গ্রহণ করে, তাহা হইলেও আরও কর্তব্য থাকিয়া যায়। ন্যূনতম পারিশ্রমিকের এই সুপারিশ কমিটি করিয়াছে সকল রাজ্যের জন্য, সরকারি এবং অসরকারি উভয় কর্মক্ষেত্রের জন্য। এক কথায়, সকল কাজে, সকল কর্মক্ষেত্র নির্দিষ্ট হারে ন্যূনতম মজুরি দিতে হইবে।
বস্তুত, দূষণের ক্ষেত্রে কলিকাতা ও দিল্লির লড়াইটি খরগোশ ও কচ্ছপের গল্প স্মরণ করাইয়া দেয়। দূষণে দিল্লিই শ্রেষ্ঠ— বহুলপ্রচারিত। কিন্তু কলিকাতা প্রচারের মধ্যে না থাকিয়াও চুপচাপ দিল্লিকে টপকাইয়া যাইবার ভয় দেখাইতেছে।