Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চিটফান্ডের এজেন্ট আত্মঘাতী

অভাবের সংসারে আয়ের পথ দেখিয়েছিল অর্থলগ্নি সংস্থা। দু’বেলা খাবারের পাশাপাশি কোনও রকমে বোনের বিয়েটাও দিয়েছিলেন নৈহাটির ২ নম্বর বিজয়নগরের বাসিন্দা রকি দেবনাথ। স্বচ্ছলতার মুখ দেখতে না দেখতেই পায়ের তলার মাটিটা এ ভাবে সরে যাবে, তা ভাবতে পারেননি রামেল গ্রুপের এজেন্ট রকি। বুধবার সকালে শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাওনাদার আর আমানতকারীদের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই অনুমান পুলিশ ও পরিবারের লোকেদের।

কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা। ছবি: সজল চট্টপাধ্যায়

কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা। ছবি: সজল চট্টপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৫ ২২:০৩
Share: Save:

অভাবের সংসারে আয়ের পথ দেখিয়েছিল অর্থলগ্নি সংস্থা। দু’বেলা খাবারের পাশাপাশি কোনও রকমে বোনের বিয়েটাও দিয়েছিলেন নৈহাটির ২ নম্বর বিজয়নগরের বাসিন্দা রকি দেবনাথ।

স্বচ্ছলতার মুখ দেখতে না দেখতেই পায়ের তলার মাটিটা এ ভাবে সরে যাবে, তা ভাবতে পারেননি রামেল গ্রুপের এজেন্ট রকি। বুধবার সকালে শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাওনাদার আর আমানতকারীদের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই অনুমান পুলিশ ও পরিবারের লোকেদের।

রকির পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে রামেল গ্রুপে হাজার কয়েক টাকা লগ্নি করেন তিনি। তার পর নিজেই এজেন্ট হয়ে আমানতকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। মাস দেড়েক আগে এক বোনের বিয়ে দিয়েছেন। চাপা স্বভাবের এই যুবককে দেখে অবশ্য মঙ্গলবার রাত পর্যন্ত পরিবারের কেউ কোনও অস্বাভাবিকত্ব পাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suicide chit fund agent chit fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE