Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অবশেষে ম্যান ইউ থেকে ছাঁটাই মোয়েস

দায়িত্ব এ বার তোমার হাতে! গিগসকে কি এমনটাই বলছেন মোয়েস? ছবি: এএফপি।

দায়িত্ব এ বার তোমার হাতে! গিগসকে কি এমনটাই বলছেন মোয়েস? ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৪ ২০:৩৭
Share: Save:

ব্রিটিশ মিডিয়া ও ভক্তদের মধ্যে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সমস্ত জল্পনাকে সত্যি করে মঙ্গলবার ছাঁটাই করা হল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ডেভিড মোয়েসকে। পরবর্তী কোচ নিয়োগ না-হওয়া পর্যন্ত ম্যান ইউ-এর অন্তবর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন দলেরই মিডফিল্ডার রায়ান গিগস।

১৯৮৬ সালে রন অ্যাটকিনসনের পর ২৮ বছরে এই প্রথম ম্যান ইউ-এর কোনও চিফ কোচকে এ ভাবে সরে যেতে হল। রেকর্ড বলছে, মোয়েসের সময়কালে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে ম্যান ইউ। ছয় বছরের চুক্তির মধ্যে মাত্র দশ মাস যেতে না-যেতেই পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশনের দৌড় থেকে ছিটকে গেছে ম্যান ইউ। এ মুহূর্তে ইপিএল-এ ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে তারা। স্যর অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর গত বছরের ১ জুলাই ম্যান ইউ-এর দায়িত্ব নেন মোয়েস। কিন্তু প্রিমিয়ার লিগে পরপর হারের ফলে সমালোচনার মুখে পড়ে মোয়েসের স্ট্র্যাটেজি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

moyes epl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE