Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সন্ধানের তদারকিতে অস্ট্রেলিয়া গেলেন মালেশিয়ার প্রধানমন্ত্রী

পারথ আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রেজাক। ছবি: এএফপি।

পারথ আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রেজাক। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৪ ২০:৫০
Share: Save:

একটু আশার আলো জ্বললেও ফের অন্ধকার। বৃহস্পতিবার ব্রিটিশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক জাহাজ ‘এইচএমএস ইকো’ অনুসন্ধানস্থলে একটি ক্ষীণ বার্তা রেকর্ড করে। বার্তাটি অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, এটি সম্ভবত ব্ল্যাকবক্সের নয়। নানা প্রাকৃতিক কারণে (যেমন তিমি মাছের ডাক) এমন বার্তা পাওয়া যেতে পারে।

অনুসন্ধানের সমন্বয়ের দায়িত্বে থাকা ‘জয়েন্ট এজেন্সি কোঅর্ডিনেশন সেন্টার’ (জেএসিসি) জানায়, এ দিন পারথের ১৭০০ কিলোমিটার উত্তর পশ্চিমে ২ লক্ষ ৪৮ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে খোঁজ চালানো হয়েছে। দশটি বিমান এবং ন’টি জাহাজ অনুসন্ধানের কাজে নেমেছিল। এ দিন ১০ কিলোমিটার পর্যন্ত দৃশ্যমানতা ছিল। কিন্তু এ দিনও কিছুই পাওয়া যায়নি বলে জেএসিসি সূত্রে খবর।

‘অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো’ এখনও নিখোঁজ বিমান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে প্লেনটি ভেঙে পড়ার জায়গাটি চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া ছাড়াও মালয়েশিয়া, আমেরিকা, ব্রিটেন, চিনের দেওয়া তথ্য এ কাজে ব্যবহার করা হচ্ছে।

এ দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রেজাক অস্ট্রেলিয়ায় এসেছেন। তিনি পারথে অস্ট্রেলিয়ার বায়ুসেনার ঘাঁটি পেয়ার্স-এ গিয়ে অনুসন্ধান দলগুলির সঙ্গে দেখা করে তাঁদের কাজের প্রশংসা করেন। মালয়েশিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। নিখোঁজ বিমান রহস্যের তদন্তে অস্ট্রেলিয়ার যোগ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন। এই অনুসন্ধানে অনেক সময় লাগতে পারে বলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট আশঙ্কা প্রকাশ করেছেন। তবে কোনও ভাবেই মাঝপথে অনুসন্ধান বন্ধ হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

malaysia tony abbott najib razak
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE