Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ডায়মন্ড হারবারে ডাকাতি

লণ্ডভণ্ড ঘর। ছবি: দিলীপ নস্কর।

লণ্ডভণ্ড ঘর। ছবি: দিলীপ নস্কর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৪ ১৩:৫১
Share: Save:

কলেজ ক্যাম্পাসের ভিতরে কলেজেরই এক নিরাপত্তারক্ষীর বাড়িতে ডাকাতি করে পালাল কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ ক্যাম্পাসে। পুলিশ জানিয়েছে, ওই নিরাপত্তারক্ষীর নাম গোপাল বাহাদুর। ওই দিন রাতে ঘণ্টাখানেক ধরে গোপালবাবু ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে রেখে লুটপাট চালায় দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে খবর, ওই দিন রাত একটা নাগাদ গোপালবাবুর বাড়ির পিছনের জানলা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। ঘরে তখন তাঁর ছেলেমেয়েরা ঘুমোচ্ছিল। গোপালবাবুর অভিযোগ, দুষ্কৃতীরা তাদের মারধর করে। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ছেলেমেয়েদের চিত্কার ও কান্নার শব্দে গোপালবাবুর ঘুম ভেঙে যায়। পাশের ঘরে গিয়ে দেখেন সেখানে তখন তাণ্ডব চালাচ্ছে কয়েক জন দুষ্কৃতী। এর পর গোপালবাবু-সহ সকলের মুখ-হাত-পা বেঁধে রেখে ঘণ্টাখানেক ধরে লুটপাট চালায় তারা। ডাকাতি শেষে ফ্রিজ খুলে দুধ ও ফলও খায় দুষ্কৃতীরা। এর পরে বাড়ির দরজা খুলে রেখেই চম্পট দেয় তারা।

এ দিন সকালে ডায়মন্ড হারবার থানায় ডাকাতির অভিযোগ দায়ের করেছেন গোপালবাবু ও কলেজ কর্তৃপক্ষ। এই অভিযোগের ভিত্তিতে একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

diamond harbour robbery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE