Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রেডার বিভ্রাট, উড়ানে বিলম্ব

রেডারের সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ফলে আকাশে বিমানের উড়তে থাকার যে ছবি এটিসি-র মনিটরে দেখা যায়, শনিবার সকালে তার ৭০ শতাংশ ছবিই মুছে গেল মনিটর থেকে। ফলে নির্ধারিত সময়ের থেকে দেরিতে উড়ছে বেশ কয়েকটি বিমান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৪ ১২:০৩
Share: Save:

রেডারের সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ফলে আকাশে বিমানের উড়তে থাকার যে ছবি এটিসি-র মনিটরে দেখা যায়, শনিবার সকালে তার ৭০ শতাংশ ছবিই মুছে গেল মনিটর থেকে। ফলে নির্ধারিত সময়ের থেকে দেরিতে উড়ছে বেশ কয়েকটি বিমান।

বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার রাত থেকেই এটিসি-র সঙ্গে রেডারের সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে। এ দিন সকালে দেখা যায় বিভিন্ন বিমানবন্দরে কার্যক্ষম ৮টি রেডারের মধ্যে পাঁচটির সঙ্গেই এটিসি-র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুধুমাত্র কলকাতা, ভুবনেশ্বর ও বাদু বিমানবন্দরের রেডারগুলি কাজ করছে। বাকি বারাণসী, ওড়িশার ঝার্সুগুদা, নাকপুর, গুয়াহাটি ও কাটিহার বিমানবন্দরের রেডারগুলির সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। এই রেডারগুলির সঙ্গে এটিসি-র যোগাযোগ বজায় রাখে বিএসএনএল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এই বিএসএনএল-এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই রেডারগুলির সঙ্গে এটিসি-র যোগাযোগ ব্যাহত হচ্ছে। ফলে বিমানের গতিবিধি নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে। যেহেতু মনিটরে বিমানের কোনও ছবি দেখা যাচ্ছে না তাই মৌখিকভাবে বা রেডিও-বার্তার মাধ্যমেই চালকদের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে বলেই জানান বিমানবন্দর কর্তৃপক্ষরা। এমনকী নিরাপত্তার খাতিরে আকাশে দু’টি বিমানের মধ্যে যে ন্যূনতম দূরত্ব রাখা হয় তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের কথায় বিএসএনএল-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব তাড়াতাড়িই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

radar atc kolkata airport plane radar failure
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE