মালয়েশীয় সংস্থার ভেঙে পড়া বিমান এমএইচ-১৭-এর দুর্ঘটনাস্থল থেকে রবিবার পর্যন্ত ১৯৬টি মৃতদেহ উদ্ধার করল ইউক্রেনের উদ্ধারকারী দল।
গত শুক্রবার আমস্টারডাম থেকে কুয়ালা লামপুর যাওয়ার পথে ইউক্রেনের রুশ সীমান্ত ঘেঁষা ডনেৎস্কের আকাশপথে জঙ্গিদের ক্ষেপণাস্ত্রের কবলে পড়ে এমএইচ-১৭। বিমানটি ডনেৎস্কের গ্রাবোভো গ্রামে ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় নিহত হন বিমানে সফররত ২৯৫ জন। এঁদের মধ্যে ১৫ জন বিমানকর্মী এবং ২৮০ জন যাত্রী ছিলেন।