উত্তর দিল্লির ইন্দ্রলোক এলাকায় শনিবার সকালে ভেঙে পড়ল একটি বহুতল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। ধ্বংসস্তূপ থেকে আরও ১২ জনকে উদ্ধার করে দিল্লির বড় হিন্দু রাও ও আচার্য ভিক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপে অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) মধুর বর্মা জানান, তুলসিনগরের পাঁচ তলা এই বাড়িটি প্রায় ৫০ বছরের পুরনো। ওই বহুতলে বেশ কিছু পরিবার বসবাস করতেন। অনেককে উদ্ধার করা হলেও কয়েক জনের আটকে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বড় হিন্দু রাও হাসপাতালের সুপার আর বি মিত্তল বলেন, “গুরুতর জখম অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক”। অন্য দিকে, আচার্য ভিক্ষু হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।