বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল পূর্বা এক্সপ্রেস।
রবিবার সকালে লিলুয়ার কাছে লাইনচ্যুত হল দিল্লিগামী আপ পূর্বা এক্সপ্রেসের ১২টি কামরা। রবিবার সকাল ৮টা ২৫ নাগাদ এই ঘটনার পরে বেশ কিছু ক্ষণ হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় কয়েক জন যাত্রী সামান্য আহত হয়েছেন। রেল সূত্রে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, লিলুয়া স্টেশনে ঢোকার আগে পয়েন্টে গোলমাল থাকায় এই ঘটনা ঘটেছে। পূর্বার আটকে পড়া যাত্রীদের তিনটি ইএমইউ লোকালে করে হাওড়ায় ফেরত পাঠানো হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এ দিনের আপ যোধপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এ দিন দুপুর ৩টের সময় আটক যাত্রীদের নিয়ে একটি বিশেষ ট্রেন দিল্লির উদ্দেশে রওনা দেয়।
এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১২৩০৩ আপ পূর্বা এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ১২টি কামরা লাইনচ্যুত হয়ে আছে। ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি দ্রূত গতিতেই হাওড়ার দিক থেকে আসছিল। আচমকাই ট্রেনটি কেঁপে ওঠে। বাঙ্কে রাখা মালপত্র এ দিক ও দিক হয়ে নীচে পড়তে থাকে। চার নম্বর প্ল্যাটফর্মে সে সময়ে দাঁড়িয়েছিল হাওড়ামুখী একটি মালগাড়ি। ওই মালগাড়ির চালক জিষ্ণু নন্দী বলেন, “সিগন্যালের অপেক্ষায় চার নম্বর ফ্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। দেখি পাঁচ নম্বর লাইন ধরে ট্রেনটা আসছে। কিন্তু দেখলাম ট্রেনটার অনেক কামরা লাইনের বাইরে দিয়ে ঘষে ঘষে আসছে। কামরাগুলি প্রচণ্ড দুলছে। বড়সড় বিপদ হবে বুঝতে পেরে আমি লাল পতাকা নাড়াতে থাকি। ওই ট্রেনের চালক ব্রেক কষেন। ট্রেনটা তার পরেও বেশ কিছুটা ঘষে ঘষে এগিয়ে আসে।” এই দুর্ঘটনার পরিণতি কী হতে পারত তা ভেবেই এখনও আতঙ্কে শিউরে উঠছেন ট্রেনের যাত্রীরা।