আকাশে তীব্র শক্তিসম্পন্ন অসংখ্য বস্তুর আঘাতে মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ-১৭ বিমানটি ধ্বংস হয়েছে বলে জানাল ডাচ সেফটি বোর্ড। ১৭ জুলাই ইউক্রনের আকাশে মস্টারডাম থেকে কুয়ালা লামপুরগামী মালয়েশীয় এয়ারলাইন্সের এই বিমানটি ধ্বংস হয়। মারা যান ২৯৮ জন যাত্রী। যার মধ্যে দু’-তৃতীয়াংশ নেদারল্যান্ডসের বাসিন্দা। এই প্রথম সরকারি ভাবে বিমান ধ্বংসের কারণ জানান হল।
ডাচ সেফটি বোর্ড তাদের প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, তদন্তে বিমানটি ধ্বংস হওয়ার পিছনে কোনও যান্ত্রিক কারণ এবং চালকদের ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। বিমানটি ধ্বংস হওয়ার পরেই আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউক্রেনের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ধ্বংস হয়েছে। আমেরিকার জানিয়েছিল, ইউক্রেনের রুশপন্থী জঙ্গিরা বুক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটি ধ্বংস করে। ইউক্রেন বিমানটি ধ্বংসের নিয়ে দুই জঙ্গি নেতার কথোপকথনের একটি অডিও টেপ প্রকাশ করে। ইউক্রনের অভিযোগ ছিল, জঙ্গিরা নয় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ সেনার অফিসারেরাই। যদিও রাশিয়া ও রুশপন্থী জঙ্গিরা এই অভিযোগ উড়িয়ে দেয়। তাদের পাল্টা অভিযোগ ছিল, ইউক্রেনের কোনও যুদ্ধবিমানই এমএইচ-১৭ কে ধ্বংস করেছে।
এই নিয়ে দু’পক্ষের চাপান-উতোর চরমে ওঠে। রুশপন্থী জঙ্গিদের বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ ওঠে। অনেক টালবাহানার পরে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দুর্ঘটনার স্থলে পৌঁছান। অধিকাংশ মৃতদেহ উদ্ধার করে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়। রুশপন্থী জঙ্গিরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের হাতে বিমানের দু’টি ব্ল্যাকবক্স (ককপিট ভয়েস রেকর্ডার, ফ্লাইট ডেটা রেকর্ডার) তুলে দেয়। ইংল্যান্ডের ফার্নবোরোফ-এ ‘ইউকে এয়ার অ্যাকসিডেন্ট ইভেস্টিগেশন ব্রাঞ্চ’ ব্ল্যাকবক্স দু’টি থেকে তথ্য বিশ্লেষণের দায়িত্ব নেয়।