Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

সুপার সিরিজে জোড়া জয় সাইনা ও শ্রীকান্তের

চিন ওপেনের সিঙ্গলসে জোড়া খেতাব জিতলেন সাইনা ও শ্রীকান্ত। রবিবার চিন ওপেনে সাইনার সঙ্গে নিজের বিভাগে চ্যাাম্পিয়ন হওয়ার পাশাপাশি এক অনন্য নজির

সংবাদ সংস্থা
১৬ নভেম্বর ২০১৪ ১৬:০৫

চিন ওপেনের সিঙ্গলসে জোড়া খেতাব জিতলেন সাইনা ও শ্রীকান্ত। রবিবার চিন ওপেনে সাইনার সঙ্গে নিজের বিভাগে চ্যাাম্পিয়ন হওয়ার পাশাপাশি এক অনন্য নজির গড়লেন অন্ধ্রপ্রদেশের কাদিম্বি শ্রীকান্ত। প্রথম ভারতীয় শাটলার হিসেবে সুপার সিরিজ টুর্নামেন্ট জিতলেন তিনি।

Advertisementএ দিনের খেতাবি লড়াইয়ে শ্রীকান্তের প্রতিপক্ষ ছিলেন দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন চিনের লিন ডান। কিন্তু ঘরের কোর্টে ফেভারিট লিনকে শুরু থেকেই চাপে রেখে স্ট্রেট সেটে খেতাব জিতলেন তিনি। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারাতে শ্রীকান্ত সময় নেন মাত্র ৪৬ মিনিট। ফল ২১-১৯, ২১-১৭। গত বছর তাইল্যান্ড ওপেন গ্রাঁ প্রি গোল্ড খেতাব জিতেছিলেন ২১ বছরের শ্রীকান্ত। চলতি বছরে লখনউয়ে অনুষ্ঠিত ইন্ডিয়া ওপেন রানার্স হওয়া ছাড়াও মালয়েশিয়ান ওপেনের শেষ আটেও পৌঁছেছিলেন তিনি।

শ্রীকান্তের মতোই এ দিন স্ট্রেট সেটে খেতাব জিতলেন বিশ্বের পাঁচ নম্বর সাইনা নেহওয়াল। ফাইনালে জাপানের ১৭ বছরের আকানে ইয়ামাগুচিকে সাইনা হারালেন ২১-১২, ২২-২০। সাত লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্যের এই টুর্নামেন্ট জেতার ফলে চলতি বছরে নিজের তিন নম্বর খেতাব দখলে আনলেন তিনি। চলতি বছরের গোড়ায় সৈয়দ মৌদী আন্তর্জাতিক গ্রাঁ প্রি গোল্ড টুর্নামেন্টের খেতাব জয়ের পাশাপাশি গত জুনেই অস্ট্রেলিয়ান সুপার সিরিজ জিতেছিলেন সাইনা। খেতাব জয়ের পরে তিনি বলেন, “গত কয়েক মাসে খুবই পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফল মিলেছে দেখে আমি আনন্দিত।

আরও পড়ুন

Advertisement