লোকসভা নির্বাচনের আগে যে ভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়িয়ে ছড়িয়ে দিয়েছিলেন তাঁর ক্যারিশমা, ক্ষমতায় আসার ছ’মাস পরেও সেই ধারা বজায় রেখেছেন নরেন্দ্র মোদী। বার বার জানিয়েছেন তাঁর সরকারের মূল লক্ষ্য উন্নয়ন। সেই লক্ষ্যে পৌঁছতে যে দেশের সমস্ত রাজ্যের সহযোগিতা একান্ত জরুরি— সে কথাও প্রথম থেকে বলে এসেছেন তিনি। আর তাই সফর শুরু করেছেন। কখনও যাচ্ছেন দেশের উত্তরে, সেখান থেকে ফের দক্ষিণ। কখনও বা ছুটছেন পশ্চিম থেকে পূর্বে।
সেই মতো প্রধানমন্ত্রীর এ বারের সফরসূচিতে দেশের উত্তর-পূর্বাঞ্চল। তিন দিনের এই সফর মোদী শুরু করেছিলেন অসম থেকে। তার পর এক এক করে মেঘালয় এবং মণিপুর ঘুরে সোমবার পৌঁছন নাগাল্যান্ডে। রাজ্য জুড়ে এই সময় ‘হর্নবিল’ উত্সব চলছে। দশ দিনের সেই উত্সবের এ দিন সূচনা করেন মোদী। পাশাপাশি, এ দিন রাজ্যের জন্মদিনও বটে।
নাগাল্যান্ডের ঐতিহ্যপূর্ণ পোশাকে এ দিন ভাষণ দেন মোদী। রাজ্যের জন্মদিনে নাগাবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ঐতিহ্যপূর্ণ এমন উত্সবের সূচনালগ্নে নিজেকে সামিল করতে পারায় উচ্ছ্বসিত মোদী টুইট করেন, ‘রাজ্যের মানুষের ভালবাসা এবং এমন একটা অনুষ্ঠানে সামিল হয়ে পারায় নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে।’