Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জুড়ে যাচ্ছে জনতা দলগুলি, আশায় লালু-নীতীশ-মুলায়ম

ভেঙে যাওয়া এক কালের জনতা পরিবার ফের জুড়ে যাচ্ছে। বুধবার এ কথা ঘোষণা করেন সংযুক্ত জনতা দলের নেতা শরদ যাদব। ছ’টি রাজনৈতিক দল জুড়ে গিয়ে একটি জাতীয় দল গঠিত হবে। শরদ জানিয়েছেন সেই দলের প্রধান কাণ্ডারী হবেন সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব। কোন ছ’টি দলের এক ছাতার তলায় আসার কথা বললেন তিনি? মুলায়মের সমাজবাদী পার্টি, নীতীশ কুমারের সংযুক্ত দল, লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, দেবগৌড়ার জনতা দল (সেকুলার), ভারতীয় জাতীয় লোকদল এবং সমাজবাদী জনতা পার্টি।

আবার পাশাপাশি। নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, দেবগৌড়া, শরদ যাদব এবং মুলায়ম সিংহ যাদব।—ফাইল চিত্র।

আবার পাশাপাশি। নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, দেবগৌড়া, শরদ যাদব এবং মুলায়ম সিংহ যাদব।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ১৮:০০
Share: Save:

ভেঙে যাওয়া এক কালের জনতা পরিবার ফের জুড়ে যাচ্ছে। বুধবার এ কথা ঘোষণা করেন সংযুক্ত জনতা দলের নেতা শরদ যাদব। ছ’টি রাজনৈতিক দল জুড়ে গিয়ে একটি জাতীয় দল গঠিত হবে। শরদ জানিয়েছেন সেই দলের প্রধান কাণ্ডারী হবেন সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব।

কোন ছ’টি দলের এক ছাতার তলায় আসার কথা বললেন তিনি?

মুলায়মের সমাজবাদী পার্টি, নীতীশ কুমারের সংযুক্ত দল, লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, দেবগৌড়ার জনতা দল (সেকুলার), ভারতীয় জাতীয় লোকদল এবং সমাজবাদী জনতা পার্টি। সব ক’টি দলই একটা সময়ে জনতা পরিবারের অংশ ছিল। এ দিন মুলায়মের দিল্লির বাসভবনে এক বৈঠকের পর তাঁকে পাশে বসিয়ে এ কথা জানান শরদ। নতুন সেই দলের চেয়ারম্যানের পাশাপাশি মুলায়ম ওই পরিষদীয় দলের প্রধান হবেন বলেও জানিয়েছেন শরদ। তবে নতুন দলের নাম কী হবে, তা এখনও ঠিক হয়নি। যেমন ঠিক হয়নি নতুন দলের প্রতীকও। তবে সূত্রের খবর, নতুন দলের নাম হতে পারে সমাজবাদী জনতা পার্টি অথবা সমাজবাদী জনতা দল। পাশাপাশি দলের প্রতীক সাইকেল হতে পারে বলেও খবর।

এ দিনের বৈঠকে নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদব হাজির ছিলেন। আগামী বছর বিহারে নির্বাচন। গত মঙ্গলবার বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘‘শূন্যের সঙ্গে শূন্যের যোগ ফল সর্বদা শূন্যই হয়।’’ লালু-নীতীশের জোটকে কটাক্ষ করেই তিনি ওই কথা বলেছিলেন। তার পরই এ দিনের জনতা দলগুলির সম্মিলিত সিদ্ধান্ত বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করথছে রাজনৈতিক মহলের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE