Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রুবি মোড়ে মনোবিকাশ কেন্দ্রে আগুন

রুবি মোড়ের কাছে মনোবিকাশ কেন্দ্রে মঙ্গলবার দুপুরে আগুন লাগে। দমকল সূত্রে খবর, এ দিন সওয়া ৩টে নাগাদ ওই কেন্দ্রের ল্যাবরেটরিতে আগুল লাগে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ল্যাবের অনেকাংশ ভস্মীভূত হয়েছে। পুলিশ ও দমকল সূত্রে খবর, মনোবিকাশ কেন্দ্রের তিনতলায় বাঁ দিকেই রয়েছে ডিএনএ সিকোয়েন্সিং ল্যাব। ওখানে ডিএনএ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ফলে ল্যাবে ২৪ ঘণ্টাই এসি চালু থাকে। এ দিন ওই ল্যাবের উল্টো দিকে জনা বারো বৈজ্ঞানিক কাজ করছিলেন। ওঁরাই প্রথমে ল্যাব থেকে ধোঁয়া বেরোতে দেখেন। ধোঁয়ার জেরে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।

আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। মঙ্গলবারের নিজস্ব চিত্র।

আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। মঙ্গলবারের নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ১৭:৫৮
Share: Save:

রুবি মোড়ের কাছে মনোবিকাশ কেন্দ্রে মঙ্গলবার দুপুরে আগুন লাগে। দমকল সূত্রে খবর, এ দিন সওয়া ৩টে নাগাদ ওই কেন্দ্রের ল্যাবরেটরিতে আগুল লাগে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ল্যাবের অনেকাংশ ভস্মীভূত হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রে খবর, মনোবিকাশ কেন্দ্রের তিনতলায় বাঁ দিকেই রয়েছে ডিএনএ সিকোয়েন্সিং ল্যাব। ওখানে ডিএনএ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ফলে ল্যাবে ২৪ ঘণ্টাই এসি চালু থাকে। এ দিন ওই ল্যাবের উল্টো দিকে জনা বারো বৈজ্ঞানিক কাজ করছিলেন। ওঁরাই প্রথমে ল্যাব থেকে ধোঁয়া বেরোতে দেখেন। ধোঁয়ার জেরে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।

ডিভিশনাল ফায়ার অফিসার তরুণ সিংহ জানিয়েছেন, প্রথমে ১০টি এবং পরে আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মনোবিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ১৬ মে থেকে আগামী ৯ জুন পর্যন্ত কেন্দ্রের শিশুদের গরমের ছুটি চলছে। কেন্দ্রের ডিরেক্টর সারদা ফতেপুরিয়া বলেন, “গরমের ছুটি থাকায় এখানে কোনও বাচ্চা ছিল না। ঘটনার সময় তারা থাকলে কী হতো তা ভেবেই আতঙ্কিত হচ্ছি।” এখানকার সায়েন্টিস্ট-ইনচার্জ কাঞ্চন মুখোপাধ্যায় জানিয়েছেন, ল্যাবে সংরক্ষিত ডিএনএ-র ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে মনোবিকাশ কেন্দ্রের আশপাশে ছড়িয়ে রয়েছে বহু হাসপাতাল। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে প্রাথমিক ভাবে সে বিষয়ে সর্তকতা অবলম্বন করা হয় বলে জানিয়েছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছনোর মিনিট কুড়ির মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে দমকল। ল্যাবে এসি-র শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE