Six people died at Purulia by road accident - Anandabazar
  • নিজস্ব সংবাদদাতা
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

পুরুলিয়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৬

1
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। ছবি: সুজিত মাহাতো।

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন ৬ বরযাত্রী। শুক্রবার ভোরে পুরুলিয়ার মফস্‌সলের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন পুরুলিয়ার বলরামপুরের বাসিন্দা অনুপ গরাঁই (১৮), রমেশ প্রামাণিক (১৯), সুমিত পাল (২৩), গোবিন্দ ধীবর (১৯), ইন্দ্রজিৎ গরাঁই (১৯) এবং পুরুলিয়া শহরের বাসিন্দা জিতেন বাউরি (২০)।

পুলিশ জানিয়েছে, এ দিন বিয়ে উপলক্ষে বলরামপুর থেকে ১১ জন বরযাত্রী একটি সুমোয় চেপে কারামারা গ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ভোর তিনটে নাগাদ তাঁরা বলরামপুরের উদ্দেশে রওনা দেন। পুরুলিয়া-জামসেদপুরের মাঝে ৩২ নম্বর জাতীয় সড়কে সুমোটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে ধাক্কা মারে।

পুলিশ জানিয়েছে, ট্রেলারটির সামান্য ক্ষতি হয়েছে। কিন্তু সুমোটির সামনে অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ভিতরে থাকা ৬ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। সুমোর চালক-সহ ৫ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী কারণে সুমোটি দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে তা এখনও স্পষ্ট নয়। চালক মদ্যপ ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন