Advertisement
E-Paper

এক মঞ্চে মুলায়ম-অমর, বিতর্ক তুঙ্গে

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৪ ১৬:১১
ছবি: এএফপি।

ছবি: এএফপি।

চার বছর পর ফের এক মঞ্চে পুনর্মিলন হল দুই সিংহের। মুলায়ম সিংহ যাদব এবং অমর সিংহ। মঙ্গলবার লখনউয়ের জ্ঞানেশ্বর মিশ্র পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে এই দুই হেভিওয়েট নেতা উপস্থিত ছিলেন। তবে এ দিন পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন অমর-ই।

বহিষ্কৃত ওই নেতাকে আমন্ত্রণ জানানো নিয়ে সপা-র অন্দরে আগে থেকেই চাপানউতোর চলছিল। অমরের উপস্থিতিকে দলের অনেক নেতাই ভাল চোখে দেখেননি। তাঁদের অনেকেই এ দিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। অমরকে আমন্ত্রণ জানানো নিয়ে দলে প্রথম থেকেই সরব হয়েছিলেন আজম খান। এ দিনের অনুষ্ঠানে তিনিও গরহাজির ছিলেন। তাঁকে নিয়ে চাপানউতোর বা বিতর্ক চললেও অমর সিংহ সাফ জানান, এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। মুলায়ম সিংহের আমন্ত্রণ পেয়েই তিনি এখানে এসেছেন। জ্ঞানেশ্বর মিশ্রের সঙ্গে কাজ করার সুবাদে এবং তাঁর আদর্শকে মেনে চলেন বলেই এই অনুষ্ঠানের গুরুত্ব অনেক বেশি বলে জানান তিনি।

তবে তিনি কি ফের সপা-তে ফিরে আসার কথা ভাবছেন?

প্রসঙ্গটি অমর সুকৌশলে এড়িয়ে যান। এ দিনের অনুষ্ঠানে মুলায়ম এবং অমর একই মঞ্চ ভাগ করে নিলেও সপা-তে তাঁর পুনরায় প্রবেশ খুব একটা সহজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এ বছরের নভেম্বরেই রাজ্যসভায় তাঁর সদস্য পদের মেয়াদ শেষ হওয়ার কথা। সমাজবাদী পার্টির ‘কি-ম্যান’ হিসেবে পরিচিত অমর সিংহকে দলের নিয়মবিধি ভঙ্গের জন্য ২০১০-এ দল থেকে বহিষ্কার করা হয়। এর পরে তিনি যোগ দেন আর এক ‘সিংহবাহিনী’তে— অজিত সিংহের রাষ্ট্রীয় লোক দল-এ। ২০১৪-র লোকসভা নির্বাচনে ফতেপুরসিক্রি থেকে রাষ্ট্রীয় লোক দলের টিকিটে লড়েন। কিন্তু হেরে যান। এ অবস্থায় অস্তিত্ব টিকিয়ে রাখতে অমর সমাজবাদী পার্টিকেই ভরসা হিসেবে বেছে নেবেন কিনা সে দিকেই তাকিয়ে গোটা উত্তরপ্রদেশ।

Mulayam amar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy