Advertisement
২০ এপ্রিল ২০২৪

একই দিনে দু’টি অগ্নিকাণ্ড দিল্লিতে

একই দিনে পর পর দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। প্রথমটি ঘটে দিল্লির কনট প্লেস এলাকার বহুতলে। সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ বহুতলটির দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে।

দিল্লির কনট প্লেসে বহুতলে আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: এপি।

দিল্লির কনট প্লেসে বহুতলে আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ১৩:০৯
Share: Save:

একই দিনে পর পর দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। প্রথমটি ঘটে দিল্লির কনট প্লেস এলাকার বহুতলে। সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ বহুতলটির দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে


গাঢ় ধোঁয়ায় ছেয়ে গেছে কিরানি বাজার
চত্বর। ছবি: এপি।

আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। দমকল সূত্রে খবর, কনট প্লেসের রাম বিল্ডিং-এর এনআইআইটি সেন্টার থেকে হঠাত্ই ধোঁয়া দেখতে পাওয়া যায়। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এর পরে কর্মীদের নামিয়ে এনে খালি করে দেওয়া হয় বহুতলটি। তবে ঠিক কী কারণে আগুন লাগে, সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানতে পারেননি দমকল কর্মীরা।

অগ্নিকাণ্ডের অন্য ঘটনাটি ঘটে দিল্লির চাঁদনি চক এলাকায়। এ দিন দুপুর ২টো নাগাদ চাঁদনি চকের কিরানি বাজার এলাকায় ভয়াবহ আগুন লাগে। দমকলের ২৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে বলে দমকল সূত্রের খবর। দমকলের আধিকারিক জানিয়েছেন, ট্রান্সফর্মার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

দিল্লি দমকলের আধিকারিক এ কে শর্মা জানিয়েছেন, দুপুর আড়াইটে নাগাদ ট্রান্সফর্মারে আগুন লাগে বলে খবর যায় তাঁদের কাছে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এর পর ২৫টি ইঞ্জিনের সাহায্যে তাঁরা আগুন নেভাতে সক্ষম হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fire connaught place
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE