Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গোঘাটে গোষ্ঠী সংঘর্ষ, নিহত এক

চিকিতসা চলছে আহত তৃণমূল কর্মীদের। ছবি: মোহন দাস।

চিকিতসা চলছে আহত তৃণমূল কর্মীদের। ছবি: মোহন দাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০১৪ ১১:৪৪
Share: Save:

রাজ্য জুড়ে অব্যাহত ভোট পরবর্তী হিংসা। আর তার জেরেই গোঘাটে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম নরেশ রায় (৫৪)।

বুধবার গভীর রাতে গোঘাটের মামুদপুর গ্রামে সংঘর্ষ বাধে তৃণমূলের আতাউল হক ও তপন মণ্ডল গোষ্ঠীর মধ্যে। সংঘর্ষে মারা যান নরেশ রায়। আহত হন দু’পক্ষের ৫-৬ জন। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দেখতে হাসপাতালে যান হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দাশগুপ্ত। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি। আহতরা সবাই তৃণমূল সমর্থক বলে দাবি করে তিনি বলেন, “বিজেপি-সিপিএম-কংগ্রেসের মিলিত আক্রমণেই মৃত্যু হয়েছে নরেশ রায়ের।” তবে গোষ্ঠী সংঘর্ষের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা আতাউল হক ও তপন মণ্ডল। তপনবাবুর দাবি, “মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি জেলা সম্পাদককে জানানো হয়েছে।” অন্য দিকে আতাউল হকের পাল্টা দাবি, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। জেলায় আমার কোনও পদ নেই। আঞ্চলিক নেতাদের মধ্যে মত পার্থক্যের জন্য এই সংঘর্ষ হতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

goghat tmc naresh roy tapan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE