Advertisement
২৪ এপ্রিল ২০২৪

গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা গাওস্করের

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৪ ১৭:৪৩
Share: Save:

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সুনীল গাওস্কর।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার নিজের গাড়িতে চেপে ম্যাঞ্চেস্টার থেকে লন্ডনে বাড়ি ফিরছিলেন গাওস্কর। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে ধারাভাষ্যের কাজ সেরে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু চন্দ্রেস পটেল এবং সহ-ধারাভাষ্যকার মার্ক নিকোলাস। গাওস্কর জানিয়েছেন, সে সময় প্রবল বৃষ্টি পড়ছিল। গাড়িতে পিছনের আসনে বাঁ দিকে বসে খবরের কাগজ পড়ছিলেন তিনি। চন্দ্রেস এবং চালকের পাশে বসা নিকোলাস দু’জনেই গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। বৃষ্টিভেজা রাস্তায় হঠাত্ই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি এসে সজোরে তাঁদের গাড়িকে ধাক্কা মারে। চালক ঝিমিয়ে পড়েছিলেন বলে তড়িঘড়ি গাড়ি ঘোরাতে পারেননি বলে জানা গিয়েছে। তবে মুখোমুখি সংঘর্ষ এড়ালেও দুর্ঘটনার ফলে গাড়িটি বিশ্রী ভাবে দুমড়েমুচড়ে গিয়েছে বলে সংবাদ সংস্থার খবর। দুর্ঘটনার পরে গাওস্করের সহযাত্রীরাও আশ্চর্যজনক ভাবে রক্ষা পেয়েছেন। এর পরে ইস্ট মিডল্যান্ড পার্ক থেকে ট্রেনে চেপে লন্ডনের বাড়িতে ফেরেন গাওস্কর।

দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে ফেরার পরে সংবাদমাধ্যমে এই কিংবদন্তী ক্রিকেটার জানান, “দুর্ঘটনার পরে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশ্বর আমাদের রক্ষা করেছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gavaskar car accident escapes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE