Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে ধৃত ব্যাঙ্ক কর্তা

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ১৮:২১
Share: Save:

ঘুষ নেওয়ার অভিযোগে শনিবার চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর এস কে জৈন-সহ সিন্ডিকেট ব্যাঙ্কের পাঁচ শীর্ষ আধিকারিককে গ্রেফতার করল সিবিআই।

সিবিআইয়ের আধিকারিকরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ছয় মাস ধরে এস কে জৈনের উপর নজর রাখছিল সিবিআই। চার রাজ্যের কুড়িটি জায়গা তল্লাশিও চালায় তারা। অবশেষে এ দিন বেঙ্গালুরু থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে সিবিআই। ধৃতদের মধ্যে এস কে জৈনের এক আত্মীয় এবং এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টও আছেন।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়ম বহির্ভূত ভাবে দু’টি সংস্থার ‘ক্রেডিট লিমিট’ বাড়িয়ে দেন এস কে জৈন। ‘বিশেষ’ সুবিধা পাওয়া ওই দু’টি সংস্থা কয়লা-কেলেঙ্কারিতেও জড়িত বলে জানা গিয়েছে।

এই গ্রেফতার সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে সিবিআই প্রধান রঞ্জিত সিংহ জানান, প্রশাসনের উচ্চস্তরে দুর্নীতি রোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ সিবিআই। এ দিনের গ্রেফতার তারই প্রমাণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cbi syndicate bank CMD sk jain bribe arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE