Advertisement
২০ এপ্রিল ২০২৪

জোড়া খুন জগদ্দলে

গণেশ পুজোকে কেন্দ্র করে জোড়া খুন হল জগদ্দলের ১২ নম্বর গলিতে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম বিজয় পাসোয়ান (২৭) এবং রবি মণ্ডল (৪০)। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে গণেশ পুজোয় সাউন্ড বক্স বাজানো নিয়ে স্থানীয় গোয়ালাপাড়ায় দুই পুজো কমিটির মধ্যে গণ্ডগোল বাধে।

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৭
Share: Save:

গণেশ পুজোকে কেন্দ্র করে জোড়া খুন হল জগদ্দলের ১২ নম্বর গলিতে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম বিজয় পাসোয়ান (২৭) এবং রবি মণ্ডল (৪০)।

স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে গণেশ পুজোয় সাউন্ড বক্স বাজানো নিয়ে স্থানীয় গোয়ালাপাড়ায় দুই পুজো কমিটির মধ্যে গণ্ডগোল বাধে। অভিযোগ, রেলওয়ে সাইডিং-এর পুজোতে প্রবল জোরে বক্স বাজানো ও নেশাগ্রস্ত অবস্থায় অস্ত্র নিয়ে নাচ করার সময় বাধা দেয় মিষ্টিপুকুর পুজো কমিটির সদস্যেরা। দু’পক্ষের মধ্যে বচসা বাধে। তখনই গুলিবিদ্ধ হন রবি মণ্ডল নামে এক চপ বিক্রেতা। এর পরে রেলওয়ে সাইডিং থেকে বেশ কয়েক জন পাশের মিষ্টিপুকুরের পুজো মণ্ডপে গিয়ে বিজয় পাসোয়ান নামের এক জনকে ধরে নিয়ে এসে গুলি করে। দু’জনকেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বিজয় ছিলেন পেশায় চটকল কর্মী। নিহতদের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার জগদ্দল থানায় আলাদা আলাদা ভাবে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ এই ঘটনায় সুরেশ চৌধুরী নামে স্থানীয় এক দুষ্কৃতীর হাত থাকার কথা জানিয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান সি সুধাকর বলেন, ‘‘সুরেশ ওই এলাকার বাসিন্দা। বিজয়ের বাড়ির পাশে শৌচাগার নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল চলছিল। ওই দিন বিজয়ের উপর হামলার সময় রবির গায়ে কোনও ভাবে গুলি লাগে। এর পরে বিজয়কেও খুন করা হয়।’’ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট দশ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

barrackpore jagaddal murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE