Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ব্লু সামুরাইদের হারাল আইভরি কোস্ট

জাপানের গোলকিপার ইজি কাওয়াশিমার গোল আটকানোর ব্যর্থ চেষ্টা। ছবি: গেটি ইমেজেস।

জাপানের গোলকিপার ইজি কাওয়াশিমার গোল আটকানোর ব্যর্থ চেষ্টা। ছবি: গেটি ইমেজেস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ১১:২৬
Share: Save:

আইভরি কোস্ট-২ (বনি, জার্ভিনহো)

জাপান-১ (কেইসুকে হন্ডা)

মাত্র দু’মিনিটের ব্যবধানে পর পর দু’টো গোল! আর সেই সঙ্গে ব্লু সামুরাইদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল দ্য এলিফ্যান্টস। রবিবার অ্যারেনা পের্নাম্বুকোয় গ্রুপ ‘সি’-র ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল জাপান ও আইভরি কোস্ট। ম্যাচের প্রথম থেকেই আইভরি কোস্টকে চাপে রেখেছিল জাপান। তাদের মুহুর্মুহু আক্রমণে এলিফ্যান্টস-এর ডিফেন্স বেসামাল হয়ে পড়ে। তার ফসল হিসাবেই ম্যাচের ১৬ মিনিটের জাপানের হয়ে প্রথম গোলটি করেন কেইসুকে হন্ডা। প্রথমার্ধ ১-০ এগিয়ে ছিল ব্লু সামুরাই-রা। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে রাশ টেনে ধরে আইভরিয়ানরা। এ দিন ম্যাচের প্রথম থেকে মাঠে দেখা যায়নি দিদিয়ের দ্রোগবাকে। ম্যাচের ৬২ মিনিটের মাথায় তাঁকে নামান কোচ। ম্যাচের নাটকীয় মোড় শুরু তার পর থেকেই। ৬৪ মিনিটে আইভরি কোস্টের হয়ে প্রথম গোল করে ম্যাচে সমতা ফেরান উইলফ্রিড বনি। প্রথম গোলের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের ৬৬ মিনিটের মাথায় গোল করেন জার্ভিনহো। পর পর দু’টো গোল খেয়ে যখন জাপানি শিবির বিধ্বস্ত হয়ে পড়ে। ধাক্কা সামলে এলিফ্যান্টস-এর শিবিরে আক্রমণ শাণালেও সুবিধা করতে পারেনি ব্লু সামুরাই-রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE