Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বেলপাহাড়িতে যৌথ অভিযানে উদ্ধার মজুত করা অস্ত্রশস্ত্র

ফের জঙ্গলমহল থেকে উদ্ধার হল অস্ত্রশস্ত্র। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ল্যান্ডমাইন-সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গোয়েন্দাদের কাছে বেশ কিছু দিন ধরেই খবর ছিল, ঝাড়খণ্ড ঘেঁষা জঙ্গলমহলে বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৭
Share: Save:

ফের জঙ্গলমহল থেকে উদ্ধার হল অস্ত্রশস্ত্র। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ল্যান্ডমাইন-সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গোয়েন্দাদের কাছে বেশ কিছু দিন ধরেই খবর ছিল, ঝাড়খণ্ড ঘেঁষা জঙ্গলমহলে বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করা হচ্ছে। ওই রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের সঙ্গে যৌথ ভাবে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বেলপাহাড়ি থানার নেগুড়িয়া গ্রামের কাছে ধরমপুর জঙ্গলে তল্লাশি চালায় সিআরপিএফ-এর ১৬৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

পুলিশ সূত্রে খবর, ওই জঙ্গল থেকে ৩টি দেশি পিস্তল, একটি নির্দিষ্ট লক্ষ্যের ল্যান্ডমাইন, একটি বৈদ্যুতিক সুইচ, একটি সার্কিট-সহ প্রায় ৬ মিটার বৈদ্যুতিক তার পাওয়া গিয়েছে। ঝাড়গ্রাম পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ভারতী ঘোষ জানিয়েছেন, কারা কী উদ্দেশ্যে ওই অস্ত্রশস্ত্র এবং ল্যান্ডমাইন ওখানে জড়ো করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

belpahari weapon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE