Advertisement
E-Paper

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ডুবল তিনটি ট্রলার, নিখোঁজ ১৫টি

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৪ ১৮:০৯

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে গেল তিনটি ট্রলার। রাজ্য মত্স্য দফতরের যুগ্মসচিব ডি চট্টরাজ জানান, রবিবার রাতে জম্বুদ্বীপের কাছে ডুবে যায় ‘সূর্যনারায়ণ’, ‘মহারুদ্র’ ও ‘সরস্বতী’ নামে তিনটি ট্রলার। এদের মধ্যে মহারুদ্র ও সরস্বতী থেকে সবাইকে উদ্ধার করা হলেও সূর্যনারায়ণ নামের ট্রলারটির পনেরো জন মত্স্যজীবীর মধ্যে ৮ জন এখনও নিখোঁজ বলে জানিয়েছেন ওই আধিকারিক।

দিন কয়েক আগে মোট ৪০টি ট্রলার কাকদ্বীপ মাছ ধরার কাজে বেরিয়েছিল। প্রত্যেকটি ট্রলারে ১৬ জন করে মত্স্যজীবী রয়েছেন। মত্স্যজীবী সংগঠনের প্রধান বিজন মাইতি জানান, রবিবার রাতে প্রবল ঝড়ের কবলে পড়ায় ট্রলারগুলির সঙ্গে রেডিওতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বার বার যোগাযোগের চেষ্টা করেও কোনও সঙ্কেত পাওয়া যায়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সব চেষ্টা বিফলে যাচ্ছে। তবে এ দিন ২৫টি ট্রলারের খোঁজ মেলে। নিখোঁজ ট্রলারগুলির অবস্থান চিহ্নিত করতে উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে বলে জানান সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। রাজ্য মত্স্য দফতরের অধিকর্তা সন্দীপ মণ্ডল জানিয়েছেন, সমগ্র পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

bay of bengal drown trawler
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy