Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে চাঁদার জুলুম, গ্রেফতার ১

দিনের আলো তখনও সে ভাবে ফোটেনি। রাস্তা দিয়ে মাঝে মধ্যে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে ট্রাক। সে ভাবে লোকজন চলাচল না করলেও চাঁদার বিল ও লাঠি হাতে জনাকয়েক যুবককে ছোটাছুটি করতে দেখা যায়। চাঁদা দিলে তবেই ট্রাক নিয়ে যাওয়ার অনুমতি মেলে। কালীপুজোয় যশোহর রোড তথা ৩৫ নম্বর জাতীয় সড়কে এমন চিত্র প্রায়শই চোখে পড়ে। বুধবারও তার কোনও ব্যতিক্রম হয়নি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৪ ১৭:৪৫
Share: Save:

দিনের আলো তখনও সে ভাবে ফোটেনি। রাস্তা দিয়ে মাঝে মধ্যে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে ট্রাক। সে ভাবে লোকজন চলাচল না করলেও চাঁদার বিল ও লাঠি হাতে জনাকয়েক যুবককে ছোটাছুটি করতে দেখা যায়। চাঁদা দিলে তবেই ট্রাক নিয়ে যাওয়ার অনুমতি মেলে। কালীপুজোয় যশোহর রোড তথা ৩৫ নম্বর জাতীয় সড়কে এমন চিত্র প্রায়শই চোখে পড়ে। বুধবারও তার কোনও ব্যতিক্রম হয়নি।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৫টা নাগাদ একটি ট্রাক বর্ধমান থেকে বনগাঁ যাওয়ার পথে গোপালনগরে দাড়িকাটা ব্রিজের কাছে আসতেই চাঁদার বিল নিয়ে কয়েক জন যুবক রাস্তায় দাঁড়িয়ে পড়ে। চাঁদা দিতে হবে! ট্রাকচালক তা দিতে অস্বীকার করলে বাঁশ দিয়ে ট্রাকের গায়ে আঘাত করতে শুরু করে তারা। শুধু তাই নয় ইট-পাটকেল ছোড়া হয় বলেও অভিযোগ। সেই সময় ট্রাকের কাচ ভেঙে চালকের মুখে আঘাত লাগে। গুরুতর জখম হন তিনি। আহত চালককে বনগাঁ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে আহত ওই চালকের নাম বাবলু ঘোষ। তার মুখে চারটি সেলাই পড়েছে বলে চিকিত্সকেরা জানিয়েছেন। সড়কের উপর চাঁদা তোলার অভিযোগে ওই যুবকদের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chanda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE