Advertisement
E-Paper

সুদীপ্ত ও দেবব্রত সিবিআই হেফাজতে

ভরা আদালতে শুনানি শুরু হবে। হঠাৎই হাত জোড় করে দাঁড়িয়ে পড়লেন অভিযুক্ত। বললেন, “স্যার, আমার কিছু বলার আছে।” আড়চোখে এক বার অভিযুক্তের দিকে তাকালেন বিচারক। ফের একই আর্জি! এ বার অনুমতি মিলল। অনুমতি পেয়েই অভিযুক্ত বললেন, “স্যার, আমি সিবিআই হেফাজতে যেতে চাই। সিবিআইকে আমার অনেক কথা বলার আছে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ২০:৪০

ভরা আদালতে শুনানি শুরু হবে। হঠাৎই হাত জোড় করে দাঁড়িয়ে পড়লেন অভিযুক্ত। বললেন, “স্যার, আমার কিছু বলার আছে।” আড়চোখে এক বার অভিযুক্তের দিকে তাকালেন বিচারক। ফের একই আর্জি! এ বার অনুমতি মিলল। অনুমতি পেয়েই অভিযুক্ত বললেন, “স্যার, আমি সিবিআই হেফাজতে যেতে চাই। সিবিআইকে আমার অনেক কথা বলার আছে।”

ঘটনাস্থল বৃহস্পতিবারের আলিপুর আদালত। অভিযুক্তের নাম সুদীপ্ত সেন। যাঁকে হেফাজতে নিতে চেয়ে বুধবারই আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই। সুদীপ্তের আর্জির পর এ দিন তা মঞ্জুরও করেছেন আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট হারাধন মুখোপাধ্যায়। আগামী ২৬ অগস্ট পর্যন্ত সিবিআইয়ের হেফাজতেই থাকবেন সুদীপ্ত। বুধবার ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুকে গ্রেফতার করেছিল সিবিআই। এ দিন আলিপুর আদালতে হাজির করানো হলে তাঁকেও ২৬ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত।

বেলা দু’টো নাগাদ নিতুকে আদালতে নিয়ে আসেন সিবিআই অফিসারেরা। তার ঘণ্টাখানেক আগেই ইস্টবেঙ্গলের আর এক কর্তা স্বপন বল-সহ বেশ কয়েক জন ক্লাব সমর্থক আদালত চত্বরে জড়ো হয়েছিলেন। অভিযুক্তকে কোর্ট লক-আপে ঢোকানোর সময় ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে সাংবাদিকদের এক প্রস্ত ধস্তাধ্বস্তিও হয়। পরে স্বপনবাবু বলেন, “দেবব্রতবাবুর আইনজীবীরা বিষয়টি দেখছেন। ক্লাব নিতুর সঙ্গে পাশে রয়েছে।” পরে সন্ধ্যা ছ’টা নাগাদ নিতু ও সুদীপ্তকে নিয়ে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে নিজেদের অফিসে ঢোকে সিবিআই।

সিবিআই সূত্রের খবর, বুধবার রাতে নিতুকে বিধাননগর (উত্তর) থানার লক-আপে রাখা হয়েছিল। এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁকে ফের নিজেদের দফতরে নিয়ে আসেন তদন্তকারীরা। এক প্রস্ত জেরার পর তাঁকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রের দাবি, জেরায় কলকাতার এক প্রাক্তন সেবি কর্তা-সহ কয়েক জন প্রভাবশালী ব্যক্তির নাম জানিয়েছেন নিতু। আরও কিছু তথ্য দিয়েছেন। এ দিন আদালতেও সারদা কেলেঙ্কারিতে নিতুর জড়িত থাকার কথা জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবীরা। তাঁরা আদালতে বলেন, অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সব নথি মিলেছে, সেই সব নথিই সারদা কেলেঙ্কারিতে নিতুর বিরুদ্ধে তথ্যপ্রমাণ।

sardah sudipto sen nitu debabrata sarkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy