Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সারদা নিয়ে মুকুলের ভূমিকা নিয়ে প্রশ্ন কুণালের

দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়া মুকুল রায়ের ভূমিকা নিয়ে এ বার মুখ খুললেন কুণাল ঘোষ। সারদা কেলেঙ্কারি নিয়ে এত দিন মুকুল কেন নীরব ছিলেন সোমবার সে প্রশ্নও তুলেছেন দল থেকে সাসপেন্ড হওয়া রাজ্যসভার এই সাংসদ। সোমবার কলকাতার নগর দায়রা আদালতে সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মামলায় হাজির করা হয়েছিল কুণালকে। বিকেলে আদালত থেকে জেলে ফেরার গাড়িতে ওঠার আগে সাংবাদিকেরা দলের অন্দরে মুকুল রায়ের ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে প্রশ্ন করেন।

কুণাল ঘোষ। —ফাইল চিত্র।

কুণাল ঘোষ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৫ ১৮:৫৫
Share: Save:

দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়া মুকুল রায়ের ভূমিকা নিয়ে এ বার মুখ খুললেন কুণাল ঘোষ। সারদা কেলেঙ্কারি নিয়ে এত দিন মুকুল কেন নীরব ছিলেন সোমবার সে প্রশ্নও তুলেছেন দল থেকে সাসপেন্ড হওয়া রাজ্যসভার এই সাংসদ।

সোমবার কলকাতার নগর দায়রা আদালতে সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মামলায় হাজির করা হয়েছিল কুণালকে। বিকেলে আদালত থেকে জেলে ফেরার গাড়িতে ওঠার আগে সাংবাদিকেরা দলের অন্দরে মুকুল রায়ের ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে প্রশ্ন করেন। তার জবাবে কুণাল বলেন, “অর্থলগ্নি সংস্থা নিয়ে দলে তদন্ত কমিশন চেয়ে চিঠি দিয়েছিলাম। তখন মুকুল রায়েরা কী করছিলেন?” এর পরেই পুলিশ কার্যত টেনে গাড়িতে তুলে নেয় কুণালকে। তার পরেই ‘ধাঁই ধপাধপ’ শব্দে গাড়ি বাজাতে শুরু করে দেয় তারা। জেলে যাওয়ার পথে পুলিশ ভ্যানের ভিতর থেকেই চিৎকার করে তিনি বলেন, “আমি এখনও তৃণমূলের এক জন সৈনিক। দল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তৈরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kunal ghosh saradha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE